অনলাইন ডেস্ক
ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সোমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই অনুষ্ঠানে ট্রাম্পের সমর্থকদের উদ্দেশ্যে এক ভাষণে বিলিয়নিয়ার ইলন মাস্ক বলেন, ‘আপনাদের জন্যই এটা সম্ভব হয়েছে। ধন্যবাদ।’
মঙ্গলবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে—স্পেসএক্স, এক্স ও টেসলার মালিক এবং বিশ্বের শীর্ষ ধনী মাস্ক ছিলেন ট্রাম্পের অন্যতম বড় ডোনার এবং পরামর্শদাতা। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের সেই ভাষণে তিনি তাঁর ডান হাত আঙুল ছড়ানো অবস্থায় রেখে বুকের ওপর আঘাত করেন। এরপর তিনি আঙুলগুলোকে এক করে তালু নিচের দিকে রেখে হাতটিকে ওপর দিকে তির্যকভাবে বাড়িয়ে দেন।
অ্যান্টি-ডিফামেশন লিগের (এডিএল) তথ্য অনুযায়ী, ডান হাত প্রসারিত করে হাতের তালু নিচে রেখে দেওয়াকে নাৎসি স্যালুট হিসেবে সংজ্ঞায়িত করা হয়।
ভাষণের সময় জনতার উল্লাসের মধ্যে মাস্ক আবারও তাঁর বিতর্কিত স্যালুটটি করেন। এবার অবশ্য তাঁর হাত এবং কনুই কিছুটা নিচের দিকে ছিল। ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমার হৃদয় আপনাদের সঙ্গে। আপনাদের জন্যই সভ্যতার ভবিষ্যৎ নিশ্চিত হয়েছে। নিরাপদ শহর, সুরক্ষিত সীমান্ত এবং প্রয়োজনীয় খরচ—আমরা এগুলো করব।’
কিন্তু কিছুক্ষণের মধ্যেই মাস্কের সেই স্যালুট নিয়ে অনলাইনে বিস্তর সমালোচনা শুরু হয়। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ রুথ বেন-গিয়াত মন্তব্য করেন, ‘এটি একটি নাৎসি স্যালুট এবং অত্যন্ত উগ্র ভঙ্গিতে করা।’
মাস্ক তাঁর মন্তব্যে সরাসরি কিছু না বললেও, নিজের বক্তব্যের ভিডিও শেয়ার করেন এবং এটি নিয়ে তৈরি মিমকেও সমর্থন দেন।
ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ মাস্কের এই অঙ্গভঙ্গিকে ‘রোমান স্যালুট’ বলে উল্লেখ করেছে। এটি মূলত ‘ফ্যাসিস্ট স্যালুট’ নামে পরিচিত এবং প্রধানত নাৎসি জার্মানির সঙ্গে সংশ্লিষ্ট।
ডানপন্থী সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা অবশ্য মাস্কের অঙ্গভঙ্গির প্রশংসা করেছেন। রোলিং স্টোনের প্রতিবেদন অনুযায়ী, ব্লাড ট্রাইব নামে একটি নব্য-নাৎসি দলের নেতা ক্রিস্টোফার পোহলহাউস বলেছেন, ‘এটি যদি ভুলও হয়ে থাকে, তবু আমি এটি নিয়ে আনন্দ করব।’
ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সোমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই অনুষ্ঠানে ট্রাম্পের সমর্থকদের উদ্দেশ্যে এক ভাষণে বিলিয়নিয়ার ইলন মাস্ক বলেন, ‘আপনাদের জন্যই এটা সম্ভব হয়েছে। ধন্যবাদ।’
মঙ্গলবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে—স্পেসএক্স, এক্স ও টেসলার মালিক এবং বিশ্বের শীর্ষ ধনী মাস্ক ছিলেন ট্রাম্পের অন্যতম বড় ডোনার এবং পরামর্শদাতা। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের সেই ভাষণে তিনি তাঁর ডান হাত আঙুল ছড়ানো অবস্থায় রেখে বুকের ওপর আঘাত করেন। এরপর তিনি আঙুলগুলোকে এক করে তালু নিচের দিকে রেখে হাতটিকে ওপর দিকে তির্যকভাবে বাড়িয়ে দেন।
অ্যান্টি-ডিফামেশন লিগের (এডিএল) তথ্য অনুযায়ী, ডান হাত প্রসারিত করে হাতের তালু নিচে রেখে দেওয়াকে নাৎসি স্যালুট হিসেবে সংজ্ঞায়িত করা হয়।
ভাষণের সময় জনতার উল্লাসের মধ্যে মাস্ক আবারও তাঁর বিতর্কিত স্যালুটটি করেন। এবার অবশ্য তাঁর হাত এবং কনুই কিছুটা নিচের দিকে ছিল। ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমার হৃদয় আপনাদের সঙ্গে। আপনাদের জন্যই সভ্যতার ভবিষ্যৎ নিশ্চিত হয়েছে। নিরাপদ শহর, সুরক্ষিত সীমান্ত এবং প্রয়োজনীয় খরচ—আমরা এগুলো করব।’
কিন্তু কিছুক্ষণের মধ্যেই মাস্কের সেই স্যালুট নিয়ে অনলাইনে বিস্তর সমালোচনা শুরু হয়। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ রুথ বেন-গিয়াত মন্তব্য করেন, ‘এটি একটি নাৎসি স্যালুট এবং অত্যন্ত উগ্র ভঙ্গিতে করা।’
মাস্ক তাঁর মন্তব্যে সরাসরি কিছু না বললেও, নিজের বক্তব্যের ভিডিও শেয়ার করেন এবং এটি নিয়ে তৈরি মিমকেও সমর্থন দেন।
ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ মাস্কের এই অঙ্গভঙ্গিকে ‘রোমান স্যালুট’ বলে উল্লেখ করেছে। এটি মূলত ‘ফ্যাসিস্ট স্যালুট’ নামে পরিচিত এবং প্রধানত নাৎসি জার্মানির সঙ্গে সংশ্লিষ্ট।
ডানপন্থী সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা অবশ্য মাস্কের অঙ্গভঙ্গির প্রশংসা করেছেন। রোলিং স্টোনের প্রতিবেদন অনুযায়ী, ব্লাড ট্রাইব নামে একটি নব্য-নাৎসি দলের নেতা ক্রিস্টোফার পোহলহাউস বলেছেন, ‘এটি যদি ভুলও হয়ে থাকে, তবু আমি এটি নিয়ে আনন্দ করব।’
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার সরকারি পুরুষ কর্মচারীদের জন্য বহুবিবাহ নিয়ে একটি সাম্প্রতিক ডিক্রি নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। তবে সমালোচকেরা বহুবিবাহকে পুরোপুরি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। কারণ তারা মনে করেন, এটি নারীদের প্রতি বৈষম্যমূলক এবং ক্ষতিকর।
৭ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ওভাল অফিসে রেজোলিউট ডেস্কে বসে নির্বাহী আদেশে স্বাক্ষর করছিলেন, তখন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। ট্রাম্প রেজোলিউট ডেস্কের ড্রয়ার খুলে তাঁর পূর্বসূরি জো বাইডেনের রেখে যাওয়া একটি চিঠি খুঁজে পান। চিঠিটি একটি সাদা খামে ছিল, যেখানে লেখা ছিল ‘৪৭’।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার শপথ নেওয়ার পরপরই এক নির্বাহী আদেশে ফেডারেল (কেন্দ্রীয় সরকারের) কর্মীদের অফিসে ফেরার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি সরকারি চাকরিজীবীদের ‘চাকরি সুরক্ষা বিধান’ দুর্বল করার সিদ্ধান্ত নিয়েছেন। ধারণা করা হচ্ছে, ফেডারেল আমলাতন্ত্রকে দুর্বল করার প্রথম
৮ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পকে ‘নীতি নির্ধারক নেতা’ আখ্যা দিয়ে বলেছেন, তিনি ‘ন্যায্য শান্তি’ আনতে পারবেন। তবে ট্রাম্প শান্তি আনতে পারবেন কিনা, তা নিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে সাধারণ মানুষের...
৯ ঘণ্টা আগে