Ajker Patrika

বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৮: ৩৬
বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৯০ জনের, যা আগের দিনের তুলনায় ১ হাজার ৮২৪ জন কম। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৩৯ হাজার ৮৯৫ জন, যা আগের দিনের তুলনায় ৫ লাখ ১০ হাজার ৫৭৪ জন কম। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৯৭৩ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪৬ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৬ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার ৫৩৩ জনের এবং মারা গেছে ৮ লাখ ৭৩ হাজার ৫৬৪ জন। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৮৬ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২৯ হাজার ২৩০ জন। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছেন ১ কোটি ৮ লাখ ৩ হাজার ৫৩৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ২১ হাজার ৩২০ জন। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ২৬৮ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৫ লাখ ৫৭ হাজার ৭৩৭ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২৬ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৮১৫ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত