Ajker Patrika

মেক্সিকোর নাইটক্লাবে গুলি করে ৮ জনকে হত্যা, আহত ৫ 

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১০: ০৭
মেক্সিকোর নাইটক্লাবে গুলি করে ৮ জনকে হত্যা, আহত ৫ 

উত্তর মেক্সিকোর শহর জেরেজের ব্যস্ত নাইটক্লাবে বন্দুকধারীরা গুলি করে আটজনকে হত্যা করেছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। পুলিশের বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

মেক্সিকোর নিরাপত্তা সচিবালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গভীর রাত ও শনিবারের মাঝামাঝি সময়ে ভারী অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি দুটি গাড়িতে করে ওই পানশালায় ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি করতে শুরু করে। এ সময় ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ছয়জন মারা যান। অপর দুজন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালে এখনো পাঁচজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে ক্লাবের কর্মচারী, সংগীতশিল্পী ও বহিরাগত ক্রেতা রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতদের রক্তে মেঝে ভেসে যাচ্ছিল। ক্লাবে আসা লোকজন আতঙ্কিত হয়ে পড়েছিলেন। 

নাইটক্লাবটির নাম ‘এল ভেনাদিতো’। এটি রাজধানী জাকাতেকাস থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে জেরেজ শহরের কেন্দ্রে অবস্থিত। 

এএফপি বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর জেরেজ শহরে সহিংসতা বেড়েছে। সহিংসতার জেরে গত বছর এই শহরের আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে গেছে। জাকাতেকাস হচ্ছে মাদক ব্যবসায়ীদের একটি কৌশলগত জায়গা। এখানে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুটি গ্রুপ জালিস্কো নিউ জেনারেশন ও সিনালোয়া কার্টেলের মধ্যে প্রায়ই হামলার ঘটনা ঘটে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত