Ajker Patrika

মেক্সিকোতে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৮ 

অনলাইন ডেস্ক
মেক্সিকোতে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৮ 

মেক্সিকোর মধ্যাঞ্চলে বন্দুক হামলার ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছে। এদের মধ্যে দুই শিশুও ছিল। প্রতিদ্বন্দ্বী মাদক ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্ব থেকেই এমন ঘটনা ঘটেছে বলে গতকাল বুধবার স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। 

আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাতে গুয়ানাজুয়াতো রাজ্যের সিলাও পৌরসভার একটি বাড়ি লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। হামলায় এক বছর বয়সী এক শিশু এবং ১৬ বছর বয়সী এক কিশোরীও নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। 

সান্তা রোজা ডে লিমা ও জেলিসকো নিউ জেনারেশন নামের দুই মাদক কারবারি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে লড়াইয়ের কারণে মেক্সিকোর অন্যতম সহিংস এলাকায় পরিণত হয়েছে গুয়ানাজুয়াতো। 
 
এর আগে গত নভেম্বরে মেস্কিকোর সিলাও শহরে একই ধরনের দুটি হামলার ঘটনায় ১১ জন নিহত হয়। 

 ২০০৬ সাল থেকে মেক্সিকো সরকার মাদকবিরোধী সামরিক অভিযান শুরু করে। কিন্তু তা নিয়ে বেশ বিতর্ক রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে তিন লাখের বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত