অনলাইন ডেস্ক
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার ইউক্রেন সফর করেছেন। তিনি কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন। এ সময় তিনি প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে ইউক্রেনকে ২০২৫ সালের মধ্যে একটি ‘শক্তিশালী অবস্থানে’ নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিসিসি জানিয়েছে, জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর স্টারমার ইউক্রেন যুদ্ধের শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাজ্য ইউক্রেনে প্রয়োজনীয় সহায়তা সরবরাহ অব্যাহত রাখবে।’
ডাউনিং স্ট্রিট স্টারমারের সফরকে ‘ঐতিহাসিক ১০০ বছরের অংশীদারত্ব চুক্তি’ হিসেবে আখ্যায়িত করেছে। এই চুক্তির মাধ্যমে যুক্তরাজ্য ইউক্রেনে অর্থনৈতিক, সামরিক সহায়তাসহ বিদ্যমান প্রতিশ্রুতিগুলোকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই ইউক্রেন সফর এমন এক সময় হচ্ছে, যখন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি উদ্বিগ্ন, নতুন মার্কিন প্রশাসন হয়তো রাশিয়ার সঙ্গে সমঝোতার জন্য চাপ সৃষ্টি করতে পারে। তবে কিয়ার স্টারমার জানিয়েছেন, রাশিয়ার ‘অবৈধ ও বর্বর আগ্রাসনের’ বিরুদ্ধে ইউক্রেনকে দীর্ঘ মেয়াদে সহায়তা দিয়ে যাবে যুক্তরাজ্য।
এরপর স্টারমার কিয়েভের একটি বিশেষায়িত হাসপাতালে যান এবং যুদ্ধাহতদের সঙ্গে দেখা করেন। তিনি আহতদের চিকিৎসার জন্য ব্রিটিশ রেডক্রসের সহায়তা কার্যক্রমও পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, এই দৃশ্য ইউক্রেনের ভয়াবহ সংকটকে তুলে ধরে।
এই সফরকালে স্টারমার অর্থনৈতিক সাহায্য, স্বাস্থ্য খাত উন্নয়ন এবং সামরিক ক্ষেত্রে ড্রোন প্রযুক্তি ও সামুদ্রিক নিরাপত্তায় সহযোগিতার ওপরও জোর দেন। ইউক্রেন ইতিমধ্যেই রুশ সামরিক স্থাপনার ওপর হামলায় ব্যবহার ব্রিটেন থেকে সরবরাহ করা স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র করছে।
সফরকালে কিয়ার স্টারমার বলেন, ‘দুই দেশের এই সম্পর্ক শুধু বর্তমানের জন্য নয়। এটি আমাদের আগামী ১০০ বছরের জন্য একটি বিনিয়োগ।’
স্টারমার আরও বলেন, পুতিনের ইউক্রেনকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বরং তাঁর ইউক্রেন আক্রমণ ন্যাটোকে আরও শক্তিশালী করেছে।
এদিকে জেলেনস্কি ন্যাটোর সদস্যপদ এবং ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধবিরতির পর সীমান্তে শান্তিরক্ষী মোতায়েনের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। যুক্তরাজ্য এরই মধ্যে ইউক্রেনকে ১৫.৬১ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে এবং প্রতিবছর আরও ৩ দশমিক ৬৬ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এসব চুক্তি ও সহায়তার বিষয়গুলো যুক্তরাজ্যের পার্লামেন্টে উত্থাপন করা হবে। আগের কনজারভেটিভ সরকারের অধীনে এই পরিকল্পনা শুরু হয়েছিল। জেলেনস্কি আশা করছেন, নতুন চুক্তি ইউক্রেনকে ভবিষ্যতের আক্রমণ থেকে সুরক্ষা দিতে সাহায্য করবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার ইউক্রেন সফর করেছেন। তিনি কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন। এ সময় তিনি প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে ইউক্রেনকে ২০২৫ সালের মধ্যে একটি ‘শক্তিশালী অবস্থানে’ নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিসিসি জানিয়েছে, জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর স্টারমার ইউক্রেন যুদ্ধের শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাজ্য ইউক্রেনে প্রয়োজনীয় সহায়তা সরবরাহ অব্যাহত রাখবে।’
ডাউনিং স্ট্রিট স্টারমারের সফরকে ‘ঐতিহাসিক ১০০ বছরের অংশীদারত্ব চুক্তি’ হিসেবে আখ্যায়িত করেছে। এই চুক্তির মাধ্যমে যুক্তরাজ্য ইউক্রেনে অর্থনৈতিক, সামরিক সহায়তাসহ বিদ্যমান প্রতিশ্রুতিগুলোকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই ইউক্রেন সফর এমন এক সময় হচ্ছে, যখন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি উদ্বিগ্ন, নতুন মার্কিন প্রশাসন হয়তো রাশিয়ার সঙ্গে সমঝোতার জন্য চাপ সৃষ্টি করতে পারে। তবে কিয়ার স্টারমার জানিয়েছেন, রাশিয়ার ‘অবৈধ ও বর্বর আগ্রাসনের’ বিরুদ্ধে ইউক্রেনকে দীর্ঘ মেয়াদে সহায়তা দিয়ে যাবে যুক্তরাজ্য।
এরপর স্টারমার কিয়েভের একটি বিশেষায়িত হাসপাতালে যান এবং যুদ্ধাহতদের সঙ্গে দেখা করেন। তিনি আহতদের চিকিৎসার জন্য ব্রিটিশ রেডক্রসের সহায়তা কার্যক্রমও পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, এই দৃশ্য ইউক্রেনের ভয়াবহ সংকটকে তুলে ধরে।
এই সফরকালে স্টারমার অর্থনৈতিক সাহায্য, স্বাস্থ্য খাত উন্নয়ন এবং সামরিক ক্ষেত্রে ড্রোন প্রযুক্তি ও সামুদ্রিক নিরাপত্তায় সহযোগিতার ওপরও জোর দেন। ইউক্রেন ইতিমধ্যেই রুশ সামরিক স্থাপনার ওপর হামলায় ব্যবহার ব্রিটেন থেকে সরবরাহ করা স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র করছে।
সফরকালে কিয়ার স্টারমার বলেন, ‘দুই দেশের এই সম্পর্ক শুধু বর্তমানের জন্য নয়। এটি আমাদের আগামী ১০০ বছরের জন্য একটি বিনিয়োগ।’
স্টারমার আরও বলেন, পুতিনের ইউক্রেনকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বরং তাঁর ইউক্রেন আক্রমণ ন্যাটোকে আরও শক্তিশালী করেছে।
এদিকে জেলেনস্কি ন্যাটোর সদস্যপদ এবং ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধবিরতির পর সীমান্তে শান্তিরক্ষী মোতায়েনের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। যুক্তরাজ্য এরই মধ্যে ইউক্রেনকে ১৫.৬১ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে এবং প্রতিবছর আরও ৩ দশমিক ৬৬ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এসব চুক্তি ও সহায়তার বিষয়গুলো যুক্তরাজ্যের পার্লামেন্টে উত্থাপন করা হবে। আগের কনজারভেটিভ সরকারের অধীনে এই পরিকল্পনা শুরু হয়েছিল। জেলেনস্কি আশা করছেন, নতুন চুক্তি ইউক্রেনকে ভবিষ্যতের আক্রমণ থেকে সুরক্ষা দিতে সাহায্য করবে।
ভারতের ছত্তিশগড়ের দক্ষিণ বস্তারে আজ বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ জন মাওবাদী নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, মাওবাদীর সঙ্গে এখনো থেমে থেমে বন্দুক যুদ্ধ চলছে এবং পুরো এলাকা জুড়ে তল্লাশি অভিযান পরিচালনা করছে নিরাপত্তা বাহিনী...
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে। গত সপ্তাহ থেকে শুরু হওয়া এই দাবানল শহরটির সহ্যশক্তির কঠিন পরীক্ষা নিচ্ছে। শুষ্ক শরৎকাল, প্রচণ্ড খরা এবং ২০১১ সালের পর সবচেয়ে শক্তিশালী সান্তা আনা বাতাসের প্রভাবে শহরের শুষ্ক পাহাড়গুলো জ্বলন্ত...
৫ ঘণ্টা আগেভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মানব সমাবেশ মহাকুম্ভ মেলা। এটি শুধু আধ্যাত্মিকতার নয়, বরং এটি বিভিন্ন জীবনধারার এক বিশাল মেলবন্ধন। এবার মহাকুম্ভ মেলায় এমন কিছু সাধু বিশেষ নজর কেড়েছেন, যারা তাঁদের অভিনব জীবনধারা ও গল্পের জন্য শিরোনাম হয়েছেন।
৫ ঘণ্টা আগেগত বছর আদানি গ্রুপের শেয়ারের ব্যাপক ধসের কারণ হয়েছিল মার্কিন শর্ট-সেলিং প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চের একটি প্রতিবেদন। সে সময় আদানি গ্রুপ প্রায় ১০০ বিলিয়ন ডলার হারিয়েছিল। তবে সম্প্রতি হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিষ্ঠাতা ন্যাট...
৫ ঘণ্টা আগে