Ajker Patrika

ভবিষ্যতে তিনটি পথ দেখছেন বোলসোনারো: গ্রেপ্তার, হত্যা অথবা নির্বাচনে বিজয়  

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৩: ০১
ভবিষ্যতে তিনটি পথ দেখছেন বোলসোনারো: গ্রেপ্তার, হত্যা অথবা নির্বাচনে বিজয়  

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বিভিন্ন সময় আলোচনায় আসেন। বিভিন্ন সময় তিনি বিভিন্ন মন্তব্য করেন, যা বিশ্ব গণমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়। এবার তিনি এক অনুষ্ঠানে বলেন, ভবিষ্যতে আমার জন্য তিনটি পথ দেখছি তা হলো—গ্রেপ্তার হওয়া, হত্যার স্বীকার অথবা নির্বাচনে বিজয় লাভ করা।     

বেশ কিছুদিন হলো আগামী নির্বাচনে ইলেকট্রনিকস ভোটিং নিয়ে সমালোচনা করে আসছিলেন বোলসোনারো। তিনি নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। শনিবার খ্রিষ্টান নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এসব কথা বলেন। 

গত বুধবার দেশটির নির্বাচনব্যবস্থার প্রধান বলেছেন, ইলেকট্রনিকস ভোটিং পদ্ধতিতে কোনো সমস্যা নেই। তিনি এই পদ্ধতি গ্রহণের জন্য আলোচনা করার আহ্বান জানান। 

অনুষ্ঠানে বোলসোনারো ২০২২ সালে নির্বাচন পদ্ধতির সমালোচনা করেন। তিনি বারবার বলে আসছেন, এমন নির্বাচন তিনি মানবেন না।  

খ্রিষ্টান নেতাদের উদ্দেশে তিনি বলেন, `আমাদের এমন এক প্রেসিডেন্ট আছেন, যিনি ভাঙন কামনা করেন না বা উসকে দেন না। কিন্তু জীবনের সবকিছুরই একটা সীমা আছে।'

নির্বাচনে বোলসোনারোর প্রচারের জন্য অসংখ্য ব্রাজিলিয়ান সমর্থক রাস্তায় নেমেছিলেন। 

কোভিড-১৯ মহামারি মোকাবিলায় তাঁর সরকারের পদক্ষেপ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিক্ষোভও হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত