অনলাইন ডেস্ক
ডোনাল্ড ট্রাম্প গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় জোর দিয়ে বলেছেন, তিনি ক্ষমতায় আসলে দ্রুতই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। ট্রাম্প গত সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। আর তাতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির একটি সম্ভাবনা দেখা দিয়েছে। এই অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধবিরতির পর রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনে অন্তত ২ লাখ ইউরোপীয় শান্তিরক্ষী প্রয়োজন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে এবং মার্কিন সহায়তা লাভের আশায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চান। ঠিক তার আগে, গতকাল মঙ্গলবার জেলেনস্কি বলেছেন, কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তির পর রাশিয়ার নতুন আক্রমণ ঠেকাতে অন্তত ২ লাখ ইউরোপীয় শান্তিরক্ষীর প্রয়োজন হবে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা বিশ্ব অর্থনৈতিক ফোরামে সুইজারল্যান্ডের দাভোসে বক্তব্য রাখার সময় জেলেনস্কি বলেন, ‘ট্রাম্প ইউক্রেনে যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দেওয়ার পর, কিয়েভ এবং ইউরোপীয় নেতারা এখন নিরাপত্তা নিশ্চয়তার ওপর জোর দিচ্ছেন, যাতে ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ ঠেকানো যায়। শান্তিরক্ষী বাহিনী নিয়ে আলোচনা চলছে।’
এ সময় জেলেনস্কির কাছে জানতে চাওয়া হয়, এসব শান্তিরক্ষীরা সবাই ইউরোপীয় দেশগুলো থেকে আসবেন কি না? জবাবে জেলেনস্কি বলেন, ‘২ লাখ, এটা একটি ন্যূনতম সংখ্যা। এটি না হলে কিছুই হবে না।’
ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, জেলেনস্কির দাবি করা এই সংখ্যা ফ্রান্সের সেনাবাহিনীর আকারের সমান। ফরাসি সেনাবাহিনীর নিয়মিত সদস্য সংখ্যা ২ লাখের একটু বেশি। জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার সেনাবাহিনী ১৫ লাখ সদস্যের এবং ইউক্রেনের সেনাবাহিনী তার অর্ধেক। তাই কমপক্ষে ২ লাখ শান্তিরক্ষী প্রয়োজন হবে নিরাপত্তা নিশ্চিতের জন্য।’
এদিকে, জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভ এখন ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘আমাদের কর্মকর্তারা বৈঠকের প্রস্তুতি নিচ্ছে, তারা এখন কাজ করছেন।’
অপরদিকে, রাশিয়া দাবি করেছে যুদ্ধবিরতি ও শান্তির শর্ত হিসেবে ইউক্রেনের সেনাবাহিনীর আকার পাঁচ ভাগ কমাতে হবে। এ বিষয়ে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন রাশিয়ার দাবির কাছে মাথা নত করবে না, এটাই তাদের ইচ্ছে। আমরা এটা হতে দেব না।’
জেলেনস্কি তার বক্তৃতায় বলেন, ‘ইউরোপকে একটি শক্তিশালী বৈশ্বিক খেলোয়াড় হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে, যারা নিজেদের এবং অন্যের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে। ইউরোপের প্রভাব ওয়াশিংটনে কম, কারণ যুক্তরাষ্ট্র মনে করে ইউরোপের পক্ষ থেকে নিরাপত্তায় সহায়তার পরিমাণ কম। কেউ কি যুক্তরাষ্ট্রে ভাবছে যে, ইউরোপ একদিন তাদের ছেড়ে দেবে, তাদের মিত্র থাকা বন্ধ করে দেবে? উত্তর হলো না।’
ডোনাল্ড ট্রাম্প গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় জোর দিয়ে বলেছেন, তিনি ক্ষমতায় আসলে দ্রুতই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। ট্রাম্প গত সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। আর তাতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির একটি সম্ভাবনা দেখা দিয়েছে। এই অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধবিরতির পর রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনে অন্তত ২ লাখ ইউরোপীয় শান্তিরক্ষী প্রয়োজন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে এবং মার্কিন সহায়তা লাভের আশায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চান। ঠিক তার আগে, গতকাল মঙ্গলবার জেলেনস্কি বলেছেন, কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তির পর রাশিয়ার নতুন আক্রমণ ঠেকাতে অন্তত ২ লাখ ইউরোপীয় শান্তিরক্ষীর প্রয়োজন হবে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা বিশ্ব অর্থনৈতিক ফোরামে সুইজারল্যান্ডের দাভোসে বক্তব্য রাখার সময় জেলেনস্কি বলেন, ‘ট্রাম্প ইউক্রেনে যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দেওয়ার পর, কিয়েভ এবং ইউরোপীয় নেতারা এখন নিরাপত্তা নিশ্চয়তার ওপর জোর দিচ্ছেন, যাতে ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ ঠেকানো যায়। শান্তিরক্ষী বাহিনী নিয়ে আলোচনা চলছে।’
এ সময় জেলেনস্কির কাছে জানতে চাওয়া হয়, এসব শান্তিরক্ষীরা সবাই ইউরোপীয় দেশগুলো থেকে আসবেন কি না? জবাবে জেলেনস্কি বলেন, ‘২ লাখ, এটা একটি ন্যূনতম সংখ্যা। এটি না হলে কিছুই হবে না।’
ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, জেলেনস্কির দাবি করা এই সংখ্যা ফ্রান্সের সেনাবাহিনীর আকারের সমান। ফরাসি সেনাবাহিনীর নিয়মিত সদস্য সংখ্যা ২ লাখের একটু বেশি। জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার সেনাবাহিনী ১৫ লাখ সদস্যের এবং ইউক্রেনের সেনাবাহিনী তার অর্ধেক। তাই কমপক্ষে ২ লাখ শান্তিরক্ষী প্রয়োজন হবে নিরাপত্তা নিশ্চিতের জন্য।’
এদিকে, জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভ এখন ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘আমাদের কর্মকর্তারা বৈঠকের প্রস্তুতি নিচ্ছে, তারা এখন কাজ করছেন।’
অপরদিকে, রাশিয়া দাবি করেছে যুদ্ধবিরতি ও শান্তির শর্ত হিসেবে ইউক্রেনের সেনাবাহিনীর আকার পাঁচ ভাগ কমাতে হবে। এ বিষয়ে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন রাশিয়ার দাবির কাছে মাথা নত করবে না, এটাই তাদের ইচ্ছে। আমরা এটা হতে দেব না।’
জেলেনস্কি তার বক্তৃতায় বলেন, ‘ইউরোপকে একটি শক্তিশালী বৈশ্বিক খেলোয়াড় হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে, যারা নিজেদের এবং অন্যের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে। ইউরোপের প্রভাব ওয়াশিংটনে কম, কারণ যুক্তরাষ্ট্র মনে করে ইউরোপের পক্ষ থেকে নিরাপত্তায় সহায়তার পরিমাণ কম। কেউ কি যুক্তরাষ্ট্রে ভাবছে যে, ইউরোপ একদিন তাদের ছেড়ে দেবে, তাদের মিত্র থাকা বন্ধ করে দেবে? উত্তর হলো না।’
ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ শুল্ক। তাঁর বিশ্বাস, শুল্ক বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, চাকরি রক্ষা করা এবং কর রাজস্ব বৃদ্ধি করা সম্ভব। ট্রাম্পের এসব শুল্ক আরোপ পরিকল্পনা নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বাণিজ্য অংশীদার দেশ কানাডা, চীন ও মে
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। বেশ জমকালোভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। এবার মার্কিন কংগ্রেস ভবনের অভ্যন্তরে শপথ নিতে হলেও আয়োজনে কোনো কমতি থাকেনি। তবুও ২০১৭ সালে প্রথমবারের মতো অভিষেকে যত দর্শক পেয়েছিলেন, এবার আর সেই দর্শকপ্রিয়তা পায় তাঁর...
৩ ঘণ্টা আগেমিয়ানমারে চলমান ব্যাপক গৃহযুদ্ধের মাঝেও নিজেদের স্বার্থ রক্ষায় প্রতিযোগিতা করছে চীন ও ভারত। বিশেষ করে খনিজ সম্পদকে পরিপূর্ণ বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে দুই দেশের মধ্যকার প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে। দুই এমন এক সময়ে এই প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছে যখন, রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান
৩ ঘণ্টা আগে৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করেছেন তিনি। ব্যাপক পরিবর্তন এনেছেন প্রশাসনে, যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন বিভিন্ন চুক্তি ও সংস্থা থেকে। বাইডেন প্রশাসনের ৭৮টি আদেশ বাতিল করেছেন ট্রাম্প। দ্বিতীয় ম
৪ ঘণ্টা আগে