শিখ নেতা হরদীপ হত্যাকাণ্ডে কানাডায় ৩ ভারতীয় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৮: ৫৫
আপডেট : ০৪ মে ২০২৪, ১১: ০১

শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ৩ ভারতীয়কে গ্রেপ্তার করেছে কানাডা পুলিশ। গতকাল শুক্রবার তাঁদের কানাডার আলবার্টার এডমন্টন থেকে গ্রেপ্তার করা হয়। মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

কানাডার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ৩ ভারতীয় নাগরিক হলেন—কমলপ্রীত সিং, করমপ্রীত সিং ও করণ ব্রার। এই তিনজন দীর্ঘদিন ধরেই কানাডায় অস্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করে আসছিলেন বলে জানিয়েছেন রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সুপারিনটেনডেন্ট মানদীপ মূকার। 

টরন্টোয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মানদীপ মূকার বলেছেন, ‘আমরা ভারত সরকারের সঙ্গে গ্রেপ্তারকৃতদের কোনো সম্পর্ক আছে কি না, তা তদন্ত করছি।’ তিনি আরও বলেন, ‘এটি একটি চলমান তদন্ত।’ রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার ডেভিড টেবল বলেছেন, ‘কানাডীয় কর্তৃপক্ষ ভারতীয়দের সঙ্গে কথা বলছে।’ 

ভারতে জন্মগ্রহণ করা শিখ আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জার ২০০৭ সালে কানাডার নাগরিক হন। দেশটির ভ্যানকুভারের শহরতলি সারের শিখ মন্দিরের বাইরে গত বছরের জুন মাসে তাঁকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তবে তার অনেক আগে থেকে শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে ভারত সরকার তাঁকে খুঁজছিল। 

হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের জেরে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। হত্যাকাণ্ডে দিল্লির হাত আছে বলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি অভিযোগ করেন।

কানাডার পার্লামেন্টে ট্রুডো বলেন, হরদীপ হত্যায় ভারত সরকার জড়িত থাকার বিষয়ে কানাডার গোয়েন্দা সংস্থার হাতে ‘বিশ্বাসযোগ্য’ সূত্র রয়েছে। ট্রুডোর এ অভিযোগকে ‘অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করে ভারত সরকার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত