ইলন মাস্কের সঙ্গে হাইপ্রোফাইল সব বৈঠক দেখা যাচ্ছে তাঁর ছোট ছেলে ‘এক্স’কে। সপ্তাহ খানেক আগে, মাস্ক তাঁর ছেলেকে নিয়ে গিয়েছিলেন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যালয়ে। আর সেই দিনের পর ট্রাম্প ওভাল অফিসের আইকনিক রেজোলিউট ডেস্কটি সংস্কারের জন্য সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইলন মাস্কের ৪ বছর বয়সী ছেলে এক্স গত সপ্তাহে ওভাল অফিসে লাইভ টিভিতে নাক খুঁটে সেই হাত রেজোলিউট ডেস্কে মোছার পর।
মাস্কের ছোট সন্তান, যার পুরো নাম এক্স এ-১২, তাঁর বাবার সঙ্গে ট্রাম্পের ওভাল অফিসে উপস্থিত হয়েছিল সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) কাজ সম্পর্কে একটি যৌথ প্রশ্নোত্তর সেশনে। সেখানে সে অস্থিরভাবে ঘুরে বেড়ায়, বকবক করে এবং একপর্যায়ে নাক খুঁটে সেই হাত ডেস্কে মোছে।
ট্রাম্পের জীবাণুভীতি সর্বজনবিদিত। এই ঘটনার পর, ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রকাশ করেন যে, রেজোলিউট ডেস্কটি সাময়িকভাবে সি অ্যান্ড ও ডেস্ক দিয়ে প্রতিস্থাপিত হয়েছে।
এই সি অ্যান্ড ও ডেস্কটি বর্তমান প্রেসিডেন্টের জন্য সংরক্ষিত ছয়টি ডেস্কের একটি। ট্রাম্প লিখেছেন, ‘এই সি অ্যান্ড ও ডেস্কটি সুপরিচিত এবং প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ এবং অন্য প্রেসিডেন্টরা এটি ব্যবহার করেছেন। এটিকে সাময়িকভাবে হোয়াইট হাউসে আনা হয়েছে। রেজোলিউট ডেস্কটি সংস্কার করা হচ্ছে, এটি একটি খুব গুরুত্বপূর্ণ কাজ। বর্তমান ডেস্কটি সুন্দর হলেও এটি সাময়িক প্রতিস্থাপন!’
সি অ্যান্ড ও—মূলত চেসাপিক অ্যান্ড ওহিও রেলওয়ের সংক্ষিপ্ত রূপ। এই কোম্পানির জন্যই টেবিলটি তৈরি করা হয়েছিল এবং এটি প্রথমে ১৯৭৫ সালে ওভাল অফিস স্টাডিতে ব্যবহৃত হয়। পরে ১৯৮৭ সালে রেল কোম্পানি জিএসএক্স এটি হোয়াইট হাউসে দান করে।
রেজোলিউট ডেস্কটি সম্ভবত ওভাল অফিসের সবচেয়ে বিখ্যাত এবং সুপরিচিত ডেস্ক, যা ব্রিটিশ আর্কটিক এক্সপ্লোরেশন জাহাজ এইচএমএস রেজোলিউটের অবশেষ থেকে তৈরি করা হয়েছিল এবং ১৮৮০ সালে রানি ভিক্টোরিয়া প্রেসিডেন্ট রাদারফোর্ড বি হেইসকে উপহার দিয়েছিলেন।
আরও খবর পড়ুন:
ইলন মাস্কের সঙ্গে হাইপ্রোফাইল সব বৈঠক দেখা যাচ্ছে তাঁর ছোট ছেলে ‘এক্স’কে। সপ্তাহ খানেক আগে, মাস্ক তাঁর ছেলেকে নিয়ে গিয়েছিলেন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যালয়ে। আর সেই দিনের পর ট্রাম্প ওভাল অফিসের আইকনিক রেজোলিউট ডেস্কটি সংস্কারের জন্য সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইলন মাস্কের ৪ বছর বয়সী ছেলে এক্স গত সপ্তাহে ওভাল অফিসে লাইভ টিভিতে নাক খুঁটে সেই হাত রেজোলিউট ডেস্কে মোছার পর।
মাস্কের ছোট সন্তান, যার পুরো নাম এক্স এ-১২, তাঁর বাবার সঙ্গে ট্রাম্পের ওভাল অফিসে উপস্থিত হয়েছিল সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) কাজ সম্পর্কে একটি যৌথ প্রশ্নোত্তর সেশনে। সেখানে সে অস্থিরভাবে ঘুরে বেড়ায়, বকবক করে এবং একপর্যায়ে নাক খুঁটে সেই হাত ডেস্কে মোছে।
ট্রাম্পের জীবাণুভীতি সর্বজনবিদিত। এই ঘটনার পর, ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রকাশ করেন যে, রেজোলিউট ডেস্কটি সাময়িকভাবে সি অ্যান্ড ও ডেস্ক দিয়ে প্রতিস্থাপিত হয়েছে।
এই সি অ্যান্ড ও ডেস্কটি বর্তমান প্রেসিডেন্টের জন্য সংরক্ষিত ছয়টি ডেস্কের একটি। ট্রাম্প লিখেছেন, ‘এই সি অ্যান্ড ও ডেস্কটি সুপরিচিত এবং প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ এবং অন্য প্রেসিডেন্টরা এটি ব্যবহার করেছেন। এটিকে সাময়িকভাবে হোয়াইট হাউসে আনা হয়েছে। রেজোলিউট ডেস্কটি সংস্কার করা হচ্ছে, এটি একটি খুব গুরুত্বপূর্ণ কাজ। বর্তমান ডেস্কটি সুন্দর হলেও এটি সাময়িক প্রতিস্থাপন!’
সি অ্যান্ড ও—মূলত চেসাপিক অ্যান্ড ওহিও রেলওয়ের সংক্ষিপ্ত রূপ। এই কোম্পানির জন্যই টেবিলটি তৈরি করা হয়েছিল এবং এটি প্রথমে ১৯৭৫ সালে ওভাল অফিস স্টাডিতে ব্যবহৃত হয়। পরে ১৯৮৭ সালে রেল কোম্পানি জিএসএক্স এটি হোয়াইট হাউসে দান করে।
রেজোলিউট ডেস্কটি সম্ভবত ওভাল অফিসের সবচেয়ে বিখ্যাত এবং সুপরিচিত ডেস্ক, যা ব্রিটিশ আর্কটিক এক্সপ্লোরেশন জাহাজ এইচএমএস রেজোলিউটের অবশেষ থেকে তৈরি করা হয়েছিল এবং ১৮৮০ সালে রানি ভিক্টোরিয়া প্রেসিডেন্ট রাদারফোর্ড বি হেইসকে উপহার দিয়েছিলেন।
আরও খবর পড়ুন:
ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বলা যায় কোনো ধরনের বাধা ছাড়াই পাস হয়ে যায় মুসলিমদের সম্পত্তি সংক্রান্ত বিতর্কিত ওয়াক্ফ বিল। এরপর, লোকসভায় পাস হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিলটি উচ্চকক্ষ রাজ্যসভায়ও দীর্ঘ বিতর্ক শেষে সহজেই পার হয়ে গেল। ভোটাভুটিতে বিলের পক্ষে ১২৮টি এবং বিপক্ষে ৯৫টি ভোট পড়ে।
১৮ মিনিট আগেইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ-যুদ্ধবিধ্বস্ত উপত্যকা গাজায় গতকাল বৃহস্পতিবার ভোরে নিহত হয়েছে আরও ৩৩ জন, আহত আরও শতাধিক। সব মিলিয়ে গতকাল বৃহস্পতিবার ভোরের হামলার পরবর্তী ২৪ ঘণ্টায় অন্তত ১১২ জন নিহত হয়েছেন।
২৯ মিনিট আগেভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিয়ানমারের জান্তা সরকারে প্রধান জ্যেষ্ঠ জেনারেল মিন অং হ্লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই দুই নেতার সাক্ষাৎ নানা কারণেই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই আন্তর্জাতিক মহল জান্তা সরকারকে একপ্রকার...
১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল অবশেষে ক্ষমতাচ্যুত হয়েছেন। দেশটির সাংবিধানিক আদালত আজ শুক্রবার এই রায় দিয়েছে। এর আগে গত বছর প্রেসিডেন্টের স্বল্পস্থায়ী সামরিক আইন জারির পদক্ষেপকে কেন্দ্র করে দেশটির পার্লামেন্ট তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনে। এই ঘটনা দক্ষিণ কোরিয়ার কয়েক দশকের মধ্যে...
২ ঘণ্টা আগে