অনলাইন ডেস্ক
আফগানিস্তানের দখল নিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। তালেবানের তোপের মুখে গতকাল রোববার দেশ ছাড়েন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। কাবুলে রাশিয়া দূতাবাস আজ সোমবার বলেছে, আফগান প্রেসিডেন্ট চার গাড়ি ও একটি হেলিকপ্টার ভর্তি টাকা নিয়ে দেশ ছেড়েছেন। জায়গা না হওয়ায় অনেক অর্থ তিনি বিমানবন্দরের টারমাকে ফেলেই চলে যান। বার্তা সংস্থা আরআইএ’র বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়া বলছে, কাবুলে কুটনৈতিক উপস্থিতি বজায় রাখবে রাশিয়া এবং এবং তাঁরা তালেবানদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আশাবাদী। তবে তালেবান সরকারকে বৈধতা দেওয়ার তাড়াহুড়া নেই। নিবিড়ভাবে তালেবানের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
কাবুলে রাশিয়ার দূতাবাসের মুখপাত্র নিকিতা ইয়েশেঙ্কো রয়টার্সকে বলেন, ‘আশরাফ গনি যেভাবে দেশ ছেড়েছেন এটিকে পালিয়ে যাওয়াই বলা যায়। চার গাড়ি ভর্তি নগদ অর্থ নিয়ে প্রেসিডেন্ট প্যালেস ছাড়েন তিনি। বিমানবন্দরে পৌঁছানোর পর অর্থভর্তি ব্যাগগুলো হেলিকপ্টারে বোঝাই করা হয়। কিন্তু হেলিকপ্টারে সবগুলো ব্যাগের জায়গা না হওয়ায় কয়েকটি ব্যাগ বিমানবন্দরের টারমাকে ফেলেই চলে যেতে হয়।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জামির কাবুলভ এ বিষয়ে মস্কোভিত্তিক বেতারমাধ্যম ইকো মস্কভিকে বলেন, ‘তিনি কী পরিমাণ অর্থ নিয়ে গেছেন সে সম্পর্কে সঠিক বলা যাচ্ছে না। তবে তিনি রাষ্ট্রীয় বাজেটের সব টাকা নিয়ে পালাননি। কিছু অর্থ যদি থেকে থাকে তাহলে সেটি হবে বর্তমান বাজেটের ভিত্তি।’
এর আগে দেশ ছাড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে গনি লেখেন, ‘তালেবান প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে পড়ায় রক্তপাত এড়াতে তিনি দেশ ত্যাগ করেছেন।’
আফগানিস্তানের দখল নিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। তালেবানের তোপের মুখে গতকাল রোববার দেশ ছাড়েন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। কাবুলে রাশিয়া দূতাবাস আজ সোমবার বলেছে, আফগান প্রেসিডেন্ট চার গাড়ি ও একটি হেলিকপ্টার ভর্তি টাকা নিয়ে দেশ ছেড়েছেন। জায়গা না হওয়ায় অনেক অর্থ তিনি বিমানবন্দরের টারমাকে ফেলেই চলে যান। বার্তা সংস্থা আরআইএ’র বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়া বলছে, কাবুলে কুটনৈতিক উপস্থিতি বজায় রাখবে রাশিয়া এবং এবং তাঁরা তালেবানদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আশাবাদী। তবে তালেবান সরকারকে বৈধতা দেওয়ার তাড়াহুড়া নেই। নিবিড়ভাবে তালেবানের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
কাবুলে রাশিয়ার দূতাবাসের মুখপাত্র নিকিতা ইয়েশেঙ্কো রয়টার্সকে বলেন, ‘আশরাফ গনি যেভাবে দেশ ছেড়েছেন এটিকে পালিয়ে যাওয়াই বলা যায়। চার গাড়ি ভর্তি নগদ অর্থ নিয়ে প্রেসিডেন্ট প্যালেস ছাড়েন তিনি। বিমানবন্দরে পৌঁছানোর পর অর্থভর্তি ব্যাগগুলো হেলিকপ্টারে বোঝাই করা হয়। কিন্তু হেলিকপ্টারে সবগুলো ব্যাগের জায়গা না হওয়ায় কয়েকটি ব্যাগ বিমানবন্দরের টারমাকে ফেলেই চলে যেতে হয়।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জামির কাবুলভ এ বিষয়ে মস্কোভিত্তিক বেতারমাধ্যম ইকো মস্কভিকে বলেন, ‘তিনি কী পরিমাণ অর্থ নিয়ে গেছেন সে সম্পর্কে সঠিক বলা যাচ্ছে না। তবে তিনি রাষ্ট্রীয় বাজেটের সব টাকা নিয়ে পালাননি। কিছু অর্থ যদি থেকে থাকে তাহলে সেটি হবে বর্তমান বাজেটের ভিত্তি।’
এর আগে দেশ ছাড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে গনি লেখেন, ‘তালেবান প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে পড়ায় রক্তপাত এড়াতে তিনি দেশ ত্যাগ করেছেন।’
মহারাষ্ট্রের নাগপুরে মুঘল সম্রাট আওরঙ্গজেব সমাধি সরিয়ে ফেলার দাবিতে বিক্ষোভ করেছে বজরং দল। পরবর্তীতে এই বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। এর পাশাপাশি ধর্মগ্রন্থ পোড়ানোর গুজব ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন আহত হয়েছেন বলে
৭ ঘণ্টা আগেইতালিতে মাত্র এক ইউরো দিয়ে বাড়ি কেনার সুযোগ এখনো শেষ হয়নি! এবার এক ইউরোতে বাড়ি বিক্রির ঘোষণা দিয়েছে দেশটির পেন্নে নামে আরও একটি শহর। এবারের বিশেষ আকর্ষণ হলো—সেখানে বাড়ি কিনতে চাইলে কোনো জামানত দিতে হবে না, শুধু সংস্কারের প্রতিশ্রুতি দিলেই হবে।
৮ ঘণ্টা আগেবৈশ্বিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রধান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ভারতের রাজধানী নয়াদিল্লিতে একত্র হয়েছেন। এতে ফাইভ আইস জোটের তিন সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডের গোয়েন্দাপ্রধানেরাও উপস্থিত রয়েছেন।
৯ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে অ্যাকাউন্ট খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে মোদির একটি পডকাস্ট শেয়ার করেছিলেন। মূলত এরপরই...
৯ ঘণ্টা আগে