Ajker Patrika

নতুন সরকারে নারীদের অংশ নেওয়ার আহ্বান তালেবানের

অনলাইন ডেস্ক
নতুন সরকারে নারীদের অংশ নেওয়ার আহ্বান তালেবানের

আশরাফ গনির সরকারকে হটিয়ে গত রোববার (১৫ আগস্ট) ক্ষমতা দখল করে সশস্ত্র গোষ্ঠী তালেবান। তালেবান আফগানিস্তানে নতুন সরকার গঠন করতে যাচ্ছে। তালেবানের বিরুদ্ধে শুরু থেকেই অভিযোগ তাঁরা নারী অধিকারের বিষয়টি একদম তোয়াক্কা করে না। তবে বদনাম ঘুচাতে এবার নারীদের অধিকার নিয়ে ভাবছে তালেবান। 

কাতারভিত্তিক সংবাদ আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তানের নতুন সরকারে নারীদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তালেবান। তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য এনামুল্লাহ সামানগনি তালেবানের পক্ষে এ আহ্বান জানান। দেশজুড়ে বিজয় লাভের পর আফগান সরকার কাঠামো নিয়ে এটিই কেন্দ্রীয় স্তর থেকে প্রথম কোনো ঘোষণা এল। 

সামানগনি বলেন, ‘নারীরা পিছিয়ে থাকুক এটি ইসলামিক অ্যামিরেটের চাওয়া নয়। শরীয়াহ আইন মেনেই নারীদের আফগান সরকারের অংশ করা হবে।’ 

সামানগনি আরও বলেন, ‘সরকারের কাঠামো কেমন হবে, সেটি এখনো পরিষ্কার নয়। তবে অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সরকার গঠন হবে। ইসলামিক নেতৃত্ব সরকারের কেন্দ্রে থাকবে এবং সকল পক্ষই সেখানে যুক্ত থাকবে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

ধর্ষণবিরোধী বিক্ষোভে হাতাহাতি: ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারচেষ্টার নিন্দা মির্জা ফখরুলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত