Ajker Patrika

নারীদের বেশি সন্তান নিতে বলে কেঁদে ফেললেন কিম জং উন, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৯: ১৬
নারীদের বেশি সন্তান নিতে বলে কেঁদে ফেললেন কিম জং উন, ভিডিও ভাইরাল

জনসংখ্যা হ্রাস নিয়ে দুশ্চিন্তায় ভুগছে চীন, জাপান ও রাশিয়ার মতো দেশগুলো। বিয়ে ও বেশি সন্তান নেওয়া উৎসাহিত করতে নানা পদক্ষেপ নিচ্ছে দেশগুলো। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও গত রোববার এক অনুষ্ঠানে বেশি সন্তান নিতে নারীদের আহ্বান জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। সেখানে কথা বলার সময় তিনি বার বার চোখ মুছছিলেন- এমন এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

গত রোববার পিয়ংইয়ংয়ে মায়েদের উদ্দেশ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উত্তর কোরিয়ার জন্মহার কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিম জং উন। ভিডিও তুলে ধরে যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে বলেছে, কিম জং উন মুখ নিচু করে বারবার চোখ মুছেন। তখন অনুষ্ঠানে উপস্থিত অন্যদেরও অশ্রুসিক্ত অবস্থায় দেখা যায়।

কিম জং উনকে উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ‘জন্মহার কমে যাওয়া ঠেকানো এবং যত্নের সঙ্গে সন্তান লালন-পালন— সবই আমাদের পারিবারিক দায়িত্বের অংশ। মায়েদের নিয়ে কাজ করার সময় এ বিষয়গুলো নিয়ে আমাদের সতর্কতার সঙ্গে ভাবতে হবে।’

জাতীয় শক্তিকে সংহত করার ক্ষেত্রে মায়েদের ভূমিকার জন্য ধন্যবাদ জানিয় কিম বলেন, ‘যখন দল ও রাষ্ট্রের দায়িত্ব সামলাতে আমার খুব কষ্ট হয়, তখন আমি মায়েদের কথা ভাবি।’

জাতিসংঘ জনসংখ্যা তহবিল বলছে, উত্তর কোরিয়ায় ২০২৩ সালে সন্তান জন্মদানের হার বা একজন নারীর কাছে জন্ম নেওয়া সন্তানের গড় সংখ্যা ১ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। সম্প্রতি কয়েক দশক ধরেই দেশটিতে জন্মহারে হ্রাস দেখা দিয়েছে।

উত্তর কোরিয়ায় পার্শ্ববর্তী কয়েকটি দেশের তুলনায় জন্ম হার এখনো বেশি রয়েছে। গত বছর দক্ষিণ কোরিয়ায় জন্মহার কমে শূন্য দশমিক ৭৮-এর রেকর্ড গড়ে। জাপানেও জন্মহার কমে হয়েছে ১ দশমিক ২৬।

বর্তমানে উত্তর কোরিয়ার জনসংখ্যা ২ কোটি ৫০ লাখ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে গত কয়েক দশকে দেশটিতে গুরুতর খাদ্য সংকট দেখা দিয়েছে। এমনকি ১৯৯০ এর দশকে উত্তর কোরিয়ায় ভয়াবহ দুর্ভিক্ষও দেখা দিয়েছিল।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সালের পর থেকেই রাশিয়ায় জন্মের হার হ্রাস পাচ্ছে। সে সঙ্গে গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির তিন লাখের বেশি মানুষ হতাহত হয়েছে। এমন অবস্থায় জনসংখ্যা বাড়ানোকে আসছে দশকে রাশিয়ার অন্যতম লক্ষ্য বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত ২৮ নভেম্বর রাজধানী মস্কোয় ওয়ার্ল্ড রাশিয়ান পিপলস কাউন্সিলে দেওয়া ভাষণে ‘বড় পরিবার গঠনকে আদর্শ রীতি’ হিসেবে গ্রহণের জন্য পুতিন রুশ নাগরিকদের প্রতি আহ্বান জানান। জনসংখ্যা বাড়ানোর জন্য তিনি রুশ মায়েদের আটটি বা তার চেয়ে বেশি সন্তান জন্ম দিতে আহ্বান জানান।

এমনকি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনও জনসংখ্যাগত সংকটের মুখোমুখি। গত জানুয়ারিতে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, দেশটিতে জন্মহার কমার সঙ্গে সঙ্গে কর্মক্ষম মানুষের সংখ্যাও কমেছে রেকর্ড পরিমাণে। দেশটির স্থানীয় প্রশাসন দম্পতিদের সন্তান জন্ম দিতে নানা রকমের উদ্দীপনামূলক পদক্ষেপ নিয়েছে। যেমন চীনের শেংঝেন প্রদেশ শিশু জন্মের ওপর প্রণোদনার ব্যবস্থা চালু করেছে। এ ছাড়া তারা শিশুর তিন বছর বয়স পর্যন্ত ভাতা প্রদানের ব্যবস্থাও করেছে।

এ ছাড়া যথাসময়ে বিয়ে এবং দ্রুত সন্তান গ্রহণ করাকে উৎসাহিত করতে বয়স ২৫ হওয়ার আগেই বিয়ে করলে চীনা তরুণীদের নগদ অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় চীনের পূর্বাঞ্চলের একটি কাউন্টি।

জনসংখ্যা বাড়াতে নানা পদক্ষেপ নিয়েও ব্যর্থ জাপান। ২০২২ সালে জাপানে জন্মের তুলনায় প্রায় দ্বিগুণ মানুষ মারা গেছে। যেখানে শিশুর জন্ম হয়েছে ৮ লাখের কম, আর মারা গেছেন প্রায় ১৫ লাখ ৮০ হাজার। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার একজন উপদেষ্টা বলেন, এভাবে চলতে থাকলে জাপান দ্রুতই নিশ্চিহ্ন হয়ে যাবে!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত