অনলাইন ডেস্ক
আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান দেশটির সরকারি কর্মজীবী নারীদের আপাতত ঘরে থাকার নির্দেশ দিয়েছে। তালেবানের একজন মুখপাত্র গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এমনটি জানিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র যাবিহুল্লাহ মুজাহিদ বলেন, কীভাবে নারীদের সঙ্গে আচরণ করবে তা নিয়ে আমাদের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়নি। অনেকে জানে না নারীদের সঙ্গে কীভাবে কথা বলতে হবে। পুরোপুরি নিরাপত্তা স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমরা নারীদের ঘরে থাকার জন্য বলব।
তালেবানের এই মুখপাত্র আরও বলেন, নারীদের কর্মস্থলে যোগদানে স্থায়ীভাবে বাধা দেওয়া হবে না। তাঁরা যাতে কাজে ফিরতে পারেন, সেই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান শাসনামলে শরিয়া আইন কঠোরভাবে মেনে চলত তালেবান। তবে এবার আফগান ক্ষমতা দখলের পর তালেবানের পক্ষ থেকে বলা হয়, নারীদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা হবে। হিজাব পরে শিক্ষা ও কাজের সুযোগ থাকবে তাঁদের।
এদিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনী কাবুল থেকে এ পর্যন্ত ৫৮ হাজার ৭০০ জনকে সরিয়ে নিয়েছে। এ প্রসঙ্গে তালেবানের যাবিহুল্লাহ মুজাহিদ বলেন, লোকজনকে পুরোপুরি সরিয়ে নেওয়ার সময়সীমা আগামী ৩১ আগস্টের পর আর বৃদ্ধি করা হবে না।
আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান দেশটির সরকারি কর্মজীবী নারীদের আপাতত ঘরে থাকার নির্দেশ দিয়েছে। তালেবানের একজন মুখপাত্র গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এমনটি জানিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র যাবিহুল্লাহ মুজাহিদ বলেন, কীভাবে নারীদের সঙ্গে আচরণ করবে তা নিয়ে আমাদের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়নি। অনেকে জানে না নারীদের সঙ্গে কীভাবে কথা বলতে হবে। পুরোপুরি নিরাপত্তা স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমরা নারীদের ঘরে থাকার জন্য বলব।
তালেবানের এই মুখপাত্র আরও বলেন, নারীদের কর্মস্থলে যোগদানে স্থায়ীভাবে বাধা দেওয়া হবে না। তাঁরা যাতে কাজে ফিরতে পারেন, সেই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান শাসনামলে শরিয়া আইন কঠোরভাবে মেনে চলত তালেবান। তবে এবার আফগান ক্ষমতা দখলের পর তালেবানের পক্ষ থেকে বলা হয়, নারীদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা হবে। হিজাব পরে শিক্ষা ও কাজের সুযোগ থাকবে তাঁদের।
এদিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনী কাবুল থেকে এ পর্যন্ত ৫৮ হাজার ৭০০ জনকে সরিয়ে নিয়েছে। এ প্রসঙ্গে তালেবানের যাবিহুল্লাহ মুজাহিদ বলেন, লোকজনকে পুরোপুরি সরিয়ে নেওয়ার সময়সীমা আগামী ৩১ আগস্টের পর আর বৃদ্ধি করা হবে না।
মার্কিন একটি আদালত কয়েক ঘণ্টা আগেই জোর করে অবৈধ অভিবাসীদের নির্বাসন বন্ধের নির্দেশ দিয়েছিল। কিন্তু এর পরেও ২০০-এর বেশি ভেনেজুয়েলান নাগরিককে এল সালভাদরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
১০ ঘণ্টা আগেভ্রমণ মানেই আনন্দ। তবে বিমানবন্দরে যাতায়াতের ঝামেলা অনেকের জন্যই বেশ ক্লান্তিকর হয়ে ওঠে। বিশেষ করে, ফ্লাইটের সময় যদি খুব ভোরে হয়, তাহলে যথাসময়ে বিমানবন্দরে পৌঁছাতে হলে মধ্যরাতে ঘুম থেকে উঠতে হয়, দীর্ঘ চেক-ইন এবং নিরাপত্তা পরীক্ষার ধাপ পেরোতে হয়।
১০ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয় মার্কিন কফি চেইন ‘স্টারবাকস’। তবে এই কোম্পানিকে ৫০ মিলিয়ন ডলার (৬০৬ কোটি টাকার বেশি) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত। এই অর্থ দিতে হবে একজন ডেলিভারি ড্রাইভারকে। কারণ, স্টারবাকসের একটি গরম পানীয়ের ঢাকনা সুরক্ষিত না থাকায় গুরুতরভাবে
১২ ঘণ্টা আগেইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবারের এই হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এই হামলার পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, তারা ‘পাল্টা জবাব দিতে প্রস্তুত’।
১২ ঘণ্টা আগে