Ajker Patrika

তালেবানের সঙ্গে সংঘাতের জন্য প্রস্তুত সাবেক আফগান সরকার

অনলাইন ডেস্ক
তালেবানের সঙ্গে সংঘাতের জন্য প্রস্তুত সাবেক আফগান সরকার

তালেবানের সঙ্গে সংঘাতের জন্য প্রস্তুত বলে আফগানিস্তানের সাবেক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তবে আলোচনার পথও খোঁজা হচ্ছে বলে জানিয়েছে সাবেক আফগান সরকারের মুখপাত্র আলী মাইসাম নাজারি। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি জানিয়েছেন। 

তালেবান কাবুল দখলের পর থেকেই সেখানকার হাজার হাজার বাসিন্দা পাঞ্জশিরে  গিয়ে আশ্রয় নিয়েছেন। সেখানেই তালেবানের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নাজারি। 

বার্তা সংস্থা এএফপিও পাঞ্জশির থেকে কিছু ছবি তুলেছে। যেখানে যোদ্ধাদের প্রশিক্ষণ নিতে দেখা গেছে। 

তালেবানের কাবুল দখলের মধ্যে দেশত্যাগ করা ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এবং প্রখ্যাত এক তালেবানবিরোধী যোদ্ধার ছেলে আহমাদ মাসউদের নেতৃত্বে পাঞ্জশিরে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে তালেবান বিরোধী দ্য ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের পররাষ্ট্র বিভাগের প্রধান নাজারাই জানান, তাদের পক্ষ থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদি তালেবান আলোচনায় না বসে তাহলে তাঁদেরকে সারা দেশ থেকে রুখে দেওয়া হবে।

সম্প্রতি আফগানিস্তানের তিনটি জেলা থেকে তালেবান হটিয়ে দিয়েছে সাবেক সরকারের সমর্থকেরা। তাঁরা সঙ্গে দ্য ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের প্রধান আহমাদ মাসুদের সঙ্গে যোগাযোগ রাখছে। 

এ নিয়ে নাজারি বলেন, মাসুদ এই ধরনের আদেশ দেয়নি কিন্তু তাঁরা আমাদের সঙ্গে আছে। বেশির ভাগ লোকই তালেবান পছন্দ করে না। তাঁদের ক্ষমতা সীমিত।

 দ্য ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের পররাষ্ট্র বিভাগের প্রধান বলেন, সালেহ এখন পাঞ্জশিরে রয়েছে। সে দেশ ছেড়ে পালায়নি। সালেহ পাকিস্তান এবং তালেবানবিরোধী।

নাজারি জানান, এখন তাদের লক্ষ্যই হচ্ছে পাঞ্জশির এবং এর জনগণকে রক্ষা করা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

কত টাকা বেতন পান নাসার মহাকাশচারীরা

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত