অনলাইন ডেস্ক
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ নাউরু তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। স্থানীয় সময় আজ সোমবার এই ঘোষণা দেয় দেশটি। তাইওয়ানের সঙ্গে যে অল্প কয়টা দেশ কূটনৈতিক সম্পর্ক রেখেছিল তার মধ্যে নাউরু অন্যতম। এই ঘটনার পর তাইপে অভিযোগ করেছে, চীনের ষড়যন্ত্রের কারণেই নাউরু এই সিদ্ধান্ত নিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের গোয়েন্দা কর্মকর্তারা গত শনিবার তাইওয়ানের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের আগে রয়টার্সকে বলেছিলেন—চীন সম্ভবত তাইপের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রাখা দেশগুলোকে দূরে সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে।
তাইওয়ানের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন চীনবিরোধী বলে পরিচিত উইলিয়াম লাই বা লাই চিং-তে। তিনি ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) থেকে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি চীনপন্থী দুই প্রার্থীকে হারিয়ে নির্বাচনে জয়ী হন।
তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার প্রসঙ্গে নাউরু সরকার জানিয়েছে, দেশ ও জনগণের ‘সর্বোত্তম স্বার্থে’ তারা চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে চাইছে। এর আগে, ২০০২ সালের পরপরই নাউরু এক চীন নীতিকে স্বীকৃতি দেয় এবং চীনেকই মূল ভূখণ্ড হিসেবে মেনে নেয়।
নাউরু সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এর মানে হলো, নাউরু প্রজাতন্ত্র আর চীন প্রজাতন্ত্রকে (তাইওয়ান) একটি পৃথক দেশ হিসেবে স্বীকৃতি দেবে না বরং চীনা ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবেই স্বীকৃতি দেবে এবং তাইওয়ানের সঙ্গে ‘কূটনৈতিক সম্পর্ক’ ছিন্ন করবে এবং আজ থেকে আর দেশটির সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে না। তাইওয়ানের সঙ্গে আর কোনো আনুষ্ঠানিক সম্পর্ক বা বিনিময় বজায় রাখবে না।
তাইওয়ানের উপপররাষ্ট্রমন্ত্রী তিয়েন চুং-কোয়াং নাউরুর সিদ্ধান্তের পর তড়িঘড়ি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হঠাৎ করেই এই সম্পর্কচ্ছেদের খবর এসেছে।’ তিনি বলেছেন, ‘বেইজিং বিশেষভাবে নাউরুকে দিয়ে এই কাজ করানোর জন্য নির্বাচনের পরের স্পর্শকাতর সময়কে বেছে নিয়েছে। এ ধরনের পদক্ষেপ ফাঁদের মতো এবং গণতন্ত্রের ওপর নির্লজ্জ আক্রমণ।’
তিয়েন চুং-কোয়াং আরও বলেছেন, ‘তাইওয়ান চাপের কাছে মাথা নত করেনি, করবে না। আমরা যে ধরনের নির্বাচন করতে চাই, সে ধরনের নির্বাচনই করেছি। এটা তাদের (চীনের) জন্য অসহনীয়।’
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নাউরুর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। নাউরুর এই পদক্ষেপের ফলে তাইওয়ানের আর মাত্র ১২টি মিত্র দেশ রইল। তার মধ্যে ভ্যাটিকান, গুয়াতেমালা, প্যারাগুয়ে, প্রশান্ত মহাসাগরের পালাউ, টুভালু এবং মার্শাল দ্বীপপুঞ্জ অন্যতম।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ নাউরু তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। স্থানীয় সময় আজ সোমবার এই ঘোষণা দেয় দেশটি। তাইওয়ানের সঙ্গে যে অল্প কয়টা দেশ কূটনৈতিক সম্পর্ক রেখেছিল তার মধ্যে নাউরু অন্যতম। এই ঘটনার পর তাইপে অভিযোগ করেছে, চীনের ষড়যন্ত্রের কারণেই নাউরু এই সিদ্ধান্ত নিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের গোয়েন্দা কর্মকর্তারা গত শনিবার তাইওয়ানের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের আগে রয়টার্সকে বলেছিলেন—চীন সম্ভবত তাইপের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রাখা দেশগুলোকে দূরে সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে।
তাইওয়ানের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন চীনবিরোধী বলে পরিচিত উইলিয়াম লাই বা লাই চিং-তে। তিনি ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) থেকে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি চীনপন্থী দুই প্রার্থীকে হারিয়ে নির্বাচনে জয়ী হন।
তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার প্রসঙ্গে নাউরু সরকার জানিয়েছে, দেশ ও জনগণের ‘সর্বোত্তম স্বার্থে’ তারা চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে চাইছে। এর আগে, ২০০২ সালের পরপরই নাউরু এক চীন নীতিকে স্বীকৃতি দেয় এবং চীনেকই মূল ভূখণ্ড হিসেবে মেনে নেয়।
নাউরু সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এর মানে হলো, নাউরু প্রজাতন্ত্র আর চীন প্রজাতন্ত্রকে (তাইওয়ান) একটি পৃথক দেশ হিসেবে স্বীকৃতি দেবে না বরং চীনা ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবেই স্বীকৃতি দেবে এবং তাইওয়ানের সঙ্গে ‘কূটনৈতিক সম্পর্ক’ ছিন্ন করবে এবং আজ থেকে আর দেশটির সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে না। তাইওয়ানের সঙ্গে আর কোনো আনুষ্ঠানিক সম্পর্ক বা বিনিময় বজায় রাখবে না।
তাইওয়ানের উপপররাষ্ট্রমন্ত্রী তিয়েন চুং-কোয়াং নাউরুর সিদ্ধান্তের পর তড়িঘড়ি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হঠাৎ করেই এই সম্পর্কচ্ছেদের খবর এসেছে।’ তিনি বলেছেন, ‘বেইজিং বিশেষভাবে নাউরুকে দিয়ে এই কাজ করানোর জন্য নির্বাচনের পরের স্পর্শকাতর সময়কে বেছে নিয়েছে। এ ধরনের পদক্ষেপ ফাঁদের মতো এবং গণতন্ত্রের ওপর নির্লজ্জ আক্রমণ।’
তিয়েন চুং-কোয়াং আরও বলেছেন, ‘তাইওয়ান চাপের কাছে মাথা নত করেনি, করবে না। আমরা যে ধরনের নির্বাচন করতে চাই, সে ধরনের নির্বাচনই করেছি। এটা তাদের (চীনের) জন্য অসহনীয়।’
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নাউরুর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। নাউরুর এই পদক্ষেপের ফলে তাইওয়ানের আর মাত্র ১২টি মিত্র দেশ রইল। তার মধ্যে ভ্যাটিকান, গুয়াতেমালা, প্যারাগুয়ে, প্রশান্ত মহাসাগরের পালাউ, টুভালু এবং মার্শাল দ্বীপপুঞ্জ অন্যতম।
ট্রাম্প প্রশাসন মার্কিন বন্দীদের মুক্তি ও যুদ্ধের অবসানের সম্ভাব্য চুক্তি নিয়ে গাজায় হামাসের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে অবগত দুটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে এই তথ্য জানিয়েছে। কয়েক সপ্তাহ ধরে বোহলার ও হামাস কর্মকর্তাদের মধ্যে কয়েক দফায় এসব বৈঠক অনুষ্
২১ মিনিট আগেস্থানীয় সময় গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বেশ খোলামেলাভাবেই এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লিখেন, ‘শালোম হামাস—শালোমের অর্থ শান্তি অথবা বিদায়—দুটোই হতে পারে। তোমরা (হামাস) কোনটি...
৪২ মিনিট আগেইউক্রেনে গোয়েন্দা সহায়তা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা সুস্পষ্ট কারণেই কখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি বা হবেও না। তবে বেশির ভাগ বিশ্লেষক...
১ ঘণ্টা আগে১৯৯৮ সালের ৩ এপ্রিল ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া প্যারিস তাঁর ভাইদের সঙ্গে ছয় বছর বয়স পর্যন্ত হোম স্কুলিং করেছেন। মাইকেল তাঁর সন্তানদের ব্যক্তিগত জীবন রক্ষা করতে খুব সচেতন ছিলেন। তাই তিনি প্রায় সময়ই ক্যামেরার সামনে পড়ে গেলে সন্তানদের লুকিয়ে ফেলতেন কিংবা মুখ ঢেকে দিতেন।
১০ ঘণ্টা আগে