অনলাইন ডেস্ক
রাজনৈতিক প্রভাব সম্প্রসারিত করতে আরও ৪০টির বেশি উন্নয়নশীল দেশ ব্রিকস ব্লকে যোগদানের আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার এশিয়া ও মধ্যপ্রাচ্যবিষয়ক রাষ্ট্রদূত অনিল সুকলল। এসব দেশের মধ্যে ইরান, আর্জেন্টিনা, বাংলাদেশ ও সৌদি আরব রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ব্রিকস এমন কতগুলো দেশের সংগঠন হতে যাচ্ছে, যারা নিজেদের পশ্চিমা অর্থনৈতিক আধিপত্যের প্রতিকূল হিসেবে দেখে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নামের প্রথম অক্ষরগুলো নিয়ে এই ব্লকের নাম ‘ব্রিকস’ হয়েছে।
ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন ২০০৯ সালে ব্রিকস গঠন করে এবং পরের বছর দক্ষিণ আফ্রিকা যোগ দেয়। দক্ষিণ আফ্রিকা ২০১৮ সালে ব্লকটিকে আরও সম্প্রসারণের প্রস্তাব করেছিল এবং ২০২২ সালে এ বিষয়ে আন্তরিক আলোচনার সূত্রপাত হয়।
বৃহস্পতিবার জোহানেসবার্গে সাংবাদিকদের অনিল সুকলল বলেন, ‘দরজায় ধাক্কা দেওয়া নতুন কিছু নয়। ২২টি দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সঙ্গে যোগাযোগ করেছে। অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে আরও সমানসংখ্যক দেশ।’
তিনি আরও বলেন, দক্ষিণের দেশ আর্জেন্টিনা ছাড়াও আগ্রহ দেখানো দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, আরব আমিরাত, ইরান, সৌদি আরব। এগুলো অনেক ওজনদার দেশ।’
তিনি জানান, ব্রিকসের সম্প্রসারণকে চীন ও দক্ষিণ আফ্রিকা সমর্থন করে। তবে ব্রাজিল ও ভারত উদ্বিগ্ন এই ভেবে যে, এতে তাদের নিজস্ব প্রভাব হ্রাস পাবে। এ ক্ষেত্রে সদস্য করার বদলে অন্য দেশগুলোকে পর্যবেক্ষক দেশের মর্যাদা দেওয়ার পক্ষপাতি তারা।
উল্লেখ্য, আগামী মাসে (২২ থেকে ২৪ আগস্ট) চলতি বছরের ব্রিকস সম্মেলন আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যে সম্মেলনে যোগ দিতে ৬৯ জন বিশ্বনেতাকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি।
রাজনৈতিক প্রভাব সম্প্রসারিত করতে আরও ৪০টির বেশি উন্নয়নশীল দেশ ব্রিকস ব্লকে যোগদানের আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার এশিয়া ও মধ্যপ্রাচ্যবিষয়ক রাষ্ট্রদূত অনিল সুকলল। এসব দেশের মধ্যে ইরান, আর্জেন্টিনা, বাংলাদেশ ও সৌদি আরব রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ব্রিকস এমন কতগুলো দেশের সংগঠন হতে যাচ্ছে, যারা নিজেদের পশ্চিমা অর্থনৈতিক আধিপত্যের প্রতিকূল হিসেবে দেখে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নামের প্রথম অক্ষরগুলো নিয়ে এই ব্লকের নাম ‘ব্রিকস’ হয়েছে।
ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন ২০০৯ সালে ব্রিকস গঠন করে এবং পরের বছর দক্ষিণ আফ্রিকা যোগ দেয়। দক্ষিণ আফ্রিকা ২০১৮ সালে ব্লকটিকে আরও সম্প্রসারণের প্রস্তাব করেছিল এবং ২০২২ সালে এ বিষয়ে আন্তরিক আলোচনার সূত্রপাত হয়।
বৃহস্পতিবার জোহানেসবার্গে সাংবাদিকদের অনিল সুকলল বলেন, ‘দরজায় ধাক্কা দেওয়া নতুন কিছু নয়। ২২টি দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সঙ্গে যোগাযোগ করেছে। অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে আরও সমানসংখ্যক দেশ।’
তিনি আরও বলেন, দক্ষিণের দেশ আর্জেন্টিনা ছাড়াও আগ্রহ দেখানো দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, আরব আমিরাত, ইরান, সৌদি আরব। এগুলো অনেক ওজনদার দেশ।’
তিনি জানান, ব্রিকসের সম্প্রসারণকে চীন ও দক্ষিণ আফ্রিকা সমর্থন করে। তবে ব্রাজিল ও ভারত উদ্বিগ্ন এই ভেবে যে, এতে তাদের নিজস্ব প্রভাব হ্রাস পাবে। এ ক্ষেত্রে সদস্য করার বদলে অন্য দেশগুলোকে পর্যবেক্ষক দেশের মর্যাদা দেওয়ার পক্ষপাতি তারা।
উল্লেখ্য, আগামী মাসে (২২ থেকে ২৪ আগস্ট) চলতি বছরের ব্রিকস সম্মেলন আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যে সম্মেলনে যোগ দিতে ৬৯ জন বিশ্বনেতাকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি।
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।
২৮ মিনিট আগেযুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা রায়ান বর্গওয়ার্ট। সম্প্রতি এই কায়াকার নিজের ডুবে যাওয়ার নাটক সাজিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, রায়ান বর্তমানে পূর্ব ইউরোপের কোথাও জীবিত আছেন।
৪১ মিনিট আগেগাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ছয়টি মহাদেশের ১২৪টি দেশে তাঁরা আটক হতে পারেন।
১ ঘণ্টা আগেকলকাতার মেট্রোরেলে এক নারী যাত্রীকে বাংলা বাদ দিয়ে হিন্দিতে কথা বলতে জোরাজুরি করেছেন আরেক নারী। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে হিন্দিতে কথা বলতে না পারা নারীকে ‘বাংলাদেশি’ বলেও তাচ্ছিল্য করা হয়েছে।
২ ঘণ্টা আগে