অনলাইন ডেস্ক
মিয়ানমার থেকে পালানোর সময় রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদন অনুসারে, নিখোঁজ রয়েছে আরও ৩০ জন। এই দুর্ঘটনা থেকে ৮ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
জীবিত উদ্ধারকৃতরা বলেন, গত রোববার তাঁরা নৌকায় করে মালয়েশিয়া পৌঁছাতে চাচ্ছিলেন। তাঁদের নৌকায় ৫০ জনেরও বেশি আরোহী ছিল।
প্রতি বছর হাজারো রোহিঙ্গা এই বিপজ্জনক সমুদ্রযাত্রা করে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া পাড়ি দেওয়ার চেষ্টা করে। তাঁরা মিয়ানমার সরকারের নিপীড়ন ও বাংলাদেশের কক্সবাজারে ঘনবসতিপূর্ণ আশ্রয় শিবির থেকে পালাচ্ছেন
উদ্ধারকর্মীরা বিবিসি বার্মিজ সংস্করণকে জানান, নিহত প্রত্যেকেই রোহিঙ্গা মুসলিম। তাঁদের মধ্যে ১৩ জন নারী ও ১০ জন পুরুষ।
মিয়ানমারে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ। সেখানে মুসলিম রোহিঙ্গারা ক্ষুদ্র নৃগোষ্ঠী। ২০১৭ সালে দেশটিতে জাতিগত নিধন শুরু হলে বেশির ভাগই বাংলাদেশে পালিয়ে আসেন। যারা এখনো রয়ে গেছেন, ২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর থেকে তাঁরাও পালানোর চেষ্টা করছেন।
নৌকাডুবি থেকে যারা জীবিত ফিরে এসেছেন তাঁরা বলেন, রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ের কাছে তাঁরা বিশাল ঢেউয়ের কবলে পড়েন। পাচারকারীরা তখন নৌকা ছেড়ে পালায়। অন্য একটি নৌকা লাশ উদ্ধার করে। কয়েকটি লাশ তীরে ভেসে আসে।
মালয়েশিয়া পৌঁছে দেওয়ার জন্য এই পাচারকারীরা জনপ্রতি ৪ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা করে নিয়েছিল। মাছ ধরার নৌকায় করে আন্দামান সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন তাঁরা। যদিও এটি সব সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বর্ষাকালে ঝড়ের কবলে পড়ার আশঙ্কা বেশি থাকে। বেশির ভাগ রোহিঙ্গা অক্টোবর থেকে মে মাসের মাঝামাঝি সময়ে এই পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন। মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় একটু ভালো জীবনের সন্ধানে যেতে তাঁরা শেষ সম্বলও বিক্রি করে দেন।
মিয়ানমার থেকে পালানোর সময় রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদন অনুসারে, নিখোঁজ রয়েছে আরও ৩০ জন। এই দুর্ঘটনা থেকে ৮ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
জীবিত উদ্ধারকৃতরা বলেন, গত রোববার তাঁরা নৌকায় করে মালয়েশিয়া পৌঁছাতে চাচ্ছিলেন। তাঁদের নৌকায় ৫০ জনেরও বেশি আরোহী ছিল।
প্রতি বছর হাজারো রোহিঙ্গা এই বিপজ্জনক সমুদ্রযাত্রা করে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া পাড়ি দেওয়ার চেষ্টা করে। তাঁরা মিয়ানমার সরকারের নিপীড়ন ও বাংলাদেশের কক্সবাজারে ঘনবসতিপূর্ণ আশ্রয় শিবির থেকে পালাচ্ছেন
উদ্ধারকর্মীরা বিবিসি বার্মিজ সংস্করণকে জানান, নিহত প্রত্যেকেই রোহিঙ্গা মুসলিম। তাঁদের মধ্যে ১৩ জন নারী ও ১০ জন পুরুষ।
মিয়ানমারে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ। সেখানে মুসলিম রোহিঙ্গারা ক্ষুদ্র নৃগোষ্ঠী। ২০১৭ সালে দেশটিতে জাতিগত নিধন শুরু হলে বেশির ভাগই বাংলাদেশে পালিয়ে আসেন। যারা এখনো রয়ে গেছেন, ২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর থেকে তাঁরাও পালানোর চেষ্টা করছেন।
নৌকাডুবি থেকে যারা জীবিত ফিরে এসেছেন তাঁরা বলেন, রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ের কাছে তাঁরা বিশাল ঢেউয়ের কবলে পড়েন। পাচারকারীরা তখন নৌকা ছেড়ে পালায়। অন্য একটি নৌকা লাশ উদ্ধার করে। কয়েকটি লাশ তীরে ভেসে আসে।
মালয়েশিয়া পৌঁছে দেওয়ার জন্য এই পাচারকারীরা জনপ্রতি ৪ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা করে নিয়েছিল। মাছ ধরার নৌকায় করে আন্দামান সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন তাঁরা। যদিও এটি সব সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বর্ষাকালে ঝড়ের কবলে পড়ার আশঙ্কা বেশি থাকে। বেশির ভাগ রোহিঙ্গা অক্টোবর থেকে মে মাসের মাঝামাঝি সময়ে এই পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন। মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় একটু ভালো জীবনের সন্ধানে যেতে তাঁরা শেষ সম্বলও বিক্রি করে দেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভোগ্য পণ্যের বাজারে মূল্যস্ফীতি চলছে বেশ কিছু দিন হলো। বর্তমানে পরিস্থিতি অনেকটাই সহনীয় হয়ে এলেও দেশটির ডিমের বাজারে যেন আগুন লেগেছে। আর এই বাজার নিয়ন্ত্রণে খোদ মার্কিন প্রেসিডেন্ট ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেরাষ্ট্রীয় সফরে রাশিয়া গেছেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং। এই সফরের আগে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ৬টি জ্যান্ত হাতি উপহার দেন। বৈঠকে এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পুতিন। তবে বিশ্লেষকেরা এই ‘হস্তী কূটনীতিকে’ ব্যয়বহুল প্রকল্পের কূটনীতির স্মারক হিসেবে...
২ ঘণ্টা আগেআরব বিশ্বের দেশগুলোর নেতারা ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত হয়ে যাওয়া ফিলিস্তিনি ভূখণ্ড গাজা পুনর্গঠনের জন্য ৫৩ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনা অনুমোদন করেছেন। ভবিষ্যতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) অধীনে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাকে ‘মধ্যপ্রাচ্যের
২ ঘণ্টা আগে‘অবৈধ বিক্ষোভ’ করবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সেসব স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয়ে ফেডারেল তহবিল বন্ধ করবে ট্রাম্প প্রশাসন। ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে এ তথ্য। গতকাল মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যম...
৩ ঘণ্টা আগে