অনলাইন ডেস্ক
ঢাকা: ভিয়েতনামে করোনার একটি ধরন শনাক্ত করা হয়েছে যেটি যুক্তরাজ্য এবং ভারতের ধরনের সংমিশ্রণ। এই ধরনটির নাম দেওয়া হয়েছে ‘হাইব্রিড’ কোভিড। । করোনার এই ধরনটি আগের সবগুলোর চেয়ে বেশি বিপজ্জনক এবং এটি দ্রুত বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী নুয়েন থান লং সর্বশেষ শনাক্ত করোনার এ নতুন ধরনকে ‘খুব বেশি বিপজ্জনক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমরা জিন সিকোয়েন্সিং করছিলাম। তাতে এক করোনা রোগীর দেহে এমন একটি স্ট্রেন মিলেছে, যেটি ভারতীয় ও ব্রিটেন স্ট্রেনের মিশ্রণ। আরও ভেঙে বললে, এটি আসলে ছিল ব্রিটেন স্ট্রেন। তার সঙ্গে মিশেছে ভারতীয় স্ট্রেন।
বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাস সব সময়ই পরিবর্তিত হয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এই পরিবর্তন সম্পূর্ণ হয় না। আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু ভাইরাস অনেক বেশি সংক্রামক হয়ে উঠতে পারে।
ভারত-ব্রিটেন মিশ্রণ, চিহ্নিত নতুন স্ট্রেন।
২০২০ সালের জানুয়ারিতে চীনে করোনা প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকে এই পর্যন্ত করোনার হাজার হাজার মিউটেশন শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী নুয়েন থান লং সরকারি এক বৈঠকে বলেন, করোনার এই হাইব্রিড ধরন আগের সব ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক, বিশেষ করে বাতাসে দ্রুত ছড়ায়। সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়া রোগীদের ওপর পরীক্ষা চালানোর পর এটি আবিষ্কার করা হয়।
গত অক্টোবরে ভারতীয় করোনার ধরন (বি.১. ৬১৭.২) শনাক্ত হয়। গত বছরের ডিসেম্বরে করোনার যুক্তরাজ্য ধরন (বি.১. ১.৭) শনাক্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, করোনার যুক্তরাজ্য ধরনের চেয়ে ভারতীয় ধরন দ্রুত ছড়ায়।
এর আগে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ করোনার ভারতীয় ধরনের ক্ষেত্রে খুবই কার্যকর। এ ছাড়াও এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই যে, করোনাভাইরাসের কোনো পরিবর্তিত রূপ অনেক মানুষের গুরুতর অসুস্থতার কারণ হয়ে দাঁড়িয়েছে তবে ভাইরাসের মূল ধরনটির মতোই অন্যান্য ধরনও বয়স্ক এবং অন্যান্য অসুস্থতা আছে এমন লোকজনের জন্য বেশ ঝুঁকিপূর্ণ।
সম্প্রতি সময়ে ভিয়েতনামে করোনার সংক্রমণ আরও বেড়েছে। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ৬ হাজার ৭ শ'র বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশিই চলতি বছরের এপ্রিলের শেষের দিক থেকে শনাক্ত হয়েছে। ভিয়েতনামে এ পর্যন্ত করোনায় ৪৭ জনের মৃত্যু হয়েছে।
ঢাকা: ভিয়েতনামে করোনার একটি ধরন শনাক্ত করা হয়েছে যেটি যুক্তরাজ্য এবং ভারতের ধরনের সংমিশ্রণ। এই ধরনটির নাম দেওয়া হয়েছে ‘হাইব্রিড’ কোভিড। । করোনার এই ধরনটি আগের সবগুলোর চেয়ে বেশি বিপজ্জনক এবং এটি দ্রুত বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী নুয়েন থান লং সর্বশেষ শনাক্ত করোনার এ নতুন ধরনকে ‘খুব বেশি বিপজ্জনক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমরা জিন সিকোয়েন্সিং করছিলাম। তাতে এক করোনা রোগীর দেহে এমন একটি স্ট্রেন মিলেছে, যেটি ভারতীয় ও ব্রিটেন স্ট্রেনের মিশ্রণ। আরও ভেঙে বললে, এটি আসলে ছিল ব্রিটেন স্ট্রেন। তার সঙ্গে মিশেছে ভারতীয় স্ট্রেন।
বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাস সব সময়ই পরিবর্তিত হয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এই পরিবর্তন সম্পূর্ণ হয় না। আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু ভাইরাস অনেক বেশি সংক্রামক হয়ে উঠতে পারে।
ভারত-ব্রিটেন মিশ্রণ, চিহ্নিত নতুন স্ট্রেন।
২০২০ সালের জানুয়ারিতে চীনে করোনা প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকে এই পর্যন্ত করোনার হাজার হাজার মিউটেশন শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী নুয়েন থান লং সরকারি এক বৈঠকে বলেন, করোনার এই হাইব্রিড ধরন আগের সব ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক, বিশেষ করে বাতাসে দ্রুত ছড়ায়। সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়া রোগীদের ওপর পরীক্ষা চালানোর পর এটি আবিষ্কার করা হয়।
গত অক্টোবরে ভারতীয় করোনার ধরন (বি.১. ৬১৭.২) শনাক্ত হয়। গত বছরের ডিসেম্বরে করোনার যুক্তরাজ্য ধরন (বি.১. ১.৭) শনাক্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, করোনার যুক্তরাজ্য ধরনের চেয়ে ভারতীয় ধরন দ্রুত ছড়ায়।
এর আগে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ করোনার ভারতীয় ধরনের ক্ষেত্রে খুবই কার্যকর। এ ছাড়াও এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই যে, করোনাভাইরাসের কোনো পরিবর্তিত রূপ অনেক মানুষের গুরুতর অসুস্থতার কারণ হয়ে দাঁড়িয়েছে তবে ভাইরাসের মূল ধরনটির মতোই অন্যান্য ধরনও বয়স্ক এবং অন্যান্য অসুস্থতা আছে এমন লোকজনের জন্য বেশ ঝুঁকিপূর্ণ।
সম্প্রতি সময়ে ভিয়েতনামে করোনার সংক্রমণ আরও বেড়েছে। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ৬ হাজার ৭ শ'র বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশিই চলতি বছরের এপ্রিলের শেষের দিক থেকে শনাক্ত হয়েছে। ভিয়েতনামে এ পর্যন্ত করোনায় ৪৭ জনের মৃত্যু হয়েছে।
ভারতের দুই রাজ্য মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিছুদিন আগেই। সেই নির্বাচনের ফলাফলে দেখা গেছে, মহারাষ্ট্রে বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সই (এনডিএ) ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে ঝাড়খণ্ডে বিজেপির জোট এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত কংগ্রেস ও স্থানী ঝাড়খণ্ড জনমুক্তি
১৯ মিনিট আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ, রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে।
২ ঘণ্টা আগেএকজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১২ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১২ ঘণ্টা আগে