অনলাইন ডেস্ক
রামেসা গেলগি। বিশ্বের সবচেয়ে লম্বা নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে জায়গা করে নিয়েছেন। শুধু তাই নয়, একসঙ্গে তিনটি রেকর্ড ভেঙেছেন তিনি। তুর্কি এই নারী এখন সর্বমোট পাঁচটি বিশ্ব রেকর্ডের গর্বিত মালিক।
২০২২ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ যাচাই অনুসারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নিশ্চিত করেছে, তিনটি নতুন রেকর্ড করেছেন রামেসা গেলগি। নতুন এই বিশ্ব রেকর্ডগুলো হলো—
১. জীবিত ব্যক্তির (নারী) মধ্যে দীর্ঘতম আঙুলের অধিকারী: ১১ দশমিক ২ সেমি (৪.৪০ ইঞ্চি)
২. জীবিত ব্যক্তির (নারী) মধ্যে দীর্ঘতম হাতের অধিকারী: ডান হাতের পরিমাপ ২৪ দশমিক ৯৩ সেমি (৯.৮১ ইঞ্চি) এবং বাম হাতের পরিমাপ ২৪ দশমিক ২৬ সেমি (৯.৫৫ ইঞ্চি)
৩. জীবিত ব্যক্তির (নারী) মধ্যে দীর্ঘতম পিঠ: ৫৯ দশমিক ৯০ সেমি (২৩.৫৮ ইঞ্চি)
গেলগির জন্ম ১৯৯৭ সালের ১৪ জানুয়ারি। পেশায় আইনজীবী, গবেষক এবং ফ্রন্ট-অ্যান্ড ডেভেলপার। ২০২১ সালের অক্টোবর থেকে বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক তিনি।
সর্ব সাম্প্রতিক পরিমাপ অনুযায়ী, তাঁর উচ্চতা ২১৫ দশমিক ১৬ সেমি (৭ ফুট ০.৭ ইঞ্চি)।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকসের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে রামেসা গেলগি জন্মগতভাবে পাওয়া রোগটি সম্পর্কে বলেন, ‘ছোটবেলায় আমি অনেক বঞ্চনার শিকার হয়েছি। কিন্তু লম্বা হওয়ার অন্যতম সুবিধা হলো আপনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পকেটে রাখতে পারেন!’
গেলগি বলেন, ‘আমি কিশোর বয়সে ২০১৪ সালে প্রথম রেকর্ডের খেতাব পেয়েছিলাম। এরপর থেকে আমি খেতাবটি আমার পেশার সুবিধার জন্য ব্যবহার করছি। এটির জন্য আমি কৃতজ্ঞ।’
গেলগি হাঁটতে পারেন না। সাধারণত হুইলচেয়ারে চলাফেরা করেন। দৈনিক খুব অল্প দূরত্বে হাঁটেন।
রামেসা গেলগি। বিশ্বের সবচেয়ে লম্বা নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে জায়গা করে নিয়েছেন। শুধু তাই নয়, একসঙ্গে তিনটি রেকর্ড ভেঙেছেন তিনি। তুর্কি এই নারী এখন সর্বমোট পাঁচটি বিশ্ব রেকর্ডের গর্বিত মালিক।
২০২২ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ যাচাই অনুসারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নিশ্চিত করেছে, তিনটি নতুন রেকর্ড করেছেন রামেসা গেলগি। নতুন এই বিশ্ব রেকর্ডগুলো হলো—
১. জীবিত ব্যক্তির (নারী) মধ্যে দীর্ঘতম আঙুলের অধিকারী: ১১ দশমিক ২ সেমি (৪.৪০ ইঞ্চি)
২. জীবিত ব্যক্তির (নারী) মধ্যে দীর্ঘতম হাতের অধিকারী: ডান হাতের পরিমাপ ২৪ দশমিক ৯৩ সেমি (৯.৮১ ইঞ্চি) এবং বাম হাতের পরিমাপ ২৪ দশমিক ২৬ সেমি (৯.৫৫ ইঞ্চি)
৩. জীবিত ব্যক্তির (নারী) মধ্যে দীর্ঘতম পিঠ: ৫৯ দশমিক ৯০ সেমি (২৩.৫৮ ইঞ্চি)
গেলগির জন্ম ১৯৯৭ সালের ১৪ জানুয়ারি। পেশায় আইনজীবী, গবেষক এবং ফ্রন্ট-অ্যান্ড ডেভেলপার। ২০২১ সালের অক্টোবর থেকে বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক তিনি।
সর্ব সাম্প্রতিক পরিমাপ অনুযায়ী, তাঁর উচ্চতা ২১৫ দশমিক ১৬ সেমি (৭ ফুট ০.৭ ইঞ্চি)।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকসের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে রামেসা গেলগি জন্মগতভাবে পাওয়া রোগটি সম্পর্কে বলেন, ‘ছোটবেলায় আমি অনেক বঞ্চনার শিকার হয়েছি। কিন্তু লম্বা হওয়ার অন্যতম সুবিধা হলো আপনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পকেটে রাখতে পারেন!’
গেলগি বলেন, ‘আমি কিশোর বয়সে ২০১৪ সালে প্রথম রেকর্ডের খেতাব পেয়েছিলাম। এরপর থেকে আমি খেতাবটি আমার পেশার সুবিধার জন্য ব্যবহার করছি। এটির জন্য আমি কৃতজ্ঞ।’
গেলগি হাঁটতে পারেন না। সাধারণত হুইলচেয়ারে চলাফেরা করেন। দৈনিক খুব অল্প দূরত্বে হাঁটেন।
রাশিয়ার সিরিজ হামলায় ইউক্রেনে নিহত হয়েছেন ২৫ জন। গত শুক্র ও শনিবার ইউক্রেনজুড়ে বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনারা। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি, আল-জাজিরা জানিয়েছে, শুধু দোনেৎস্কেই প্রাণ গেছে কমপক্ষে ১১ জনের, আহত হয়েছে প্রায় অর্ধশত মানুষ, যাদের মধ্যে ৬টিই শিশু।
২ ঘণ্টা আগেবাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে কলকাতায় দেশটির পর্যটক উপস্থিতি একেবারেই নগণ্য। আর এবারের রমজানে বাংলাদেশি পর্যটকের অনুপস্থিতি কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায় বড় ধরনের প্রভাব ফেলেছে। অনেক খুচরা বিক্রেতা বিক্রয়ে ব্যাপক পতনের কথা জানাচ্ছেন। মহামারির পর এবারই প্রথম বাংলাদেশি পর্যটকেরা এই বিপণি...
২ ঘণ্টা আগেআরব বিশ্ব গৃহীত মিসরের গাজা পুনর্গঠন পরিকল্পনার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে ইউরোপের শীর্ষ দেশগুলো। ফ্রান্স, জার্মানি, ইতালি ও ব্রিটেন জানিয়েছে, তারা মিসর উত্থাপিত গাজা পরিকল্পনা সমর্থন করে। ইউরোপের শীর্ষ দেশগুলোর এই প্রস্তাবকে সমর্থনের অর্থ তারা সরাসরি যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরোধিতা করছে।
২ ঘণ্টা আগেভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ প্রসঙ্গে বলেছেন, সেই একটি নির্দিষ্ট দেশ যদি আমার কোনো প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাহলে উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক। গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের অনুষ্ঠান...
৩ ঘণ্টা আগে