Ajker Patrika

তালেবানের শাসন মেনে নেওয়ার আহ্বান জানালেন আশরাফ গনির ভাই

অনলাইন ডেস্ক
তালেবানের শাসন মেনে নেওয়ার আহ্বান জানালেন আশরাফ গনির ভাই

আশরাফ গনির সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। তালেবান কাবুল ঢোকার পরপরই প্রেসিডেন্ট প্যালেস ছেড়ে অন্য দেশে চলে যান আশরাফ গনি। সেই আশরাফ গনির ভাই হাসমত গনি তালেবানের পক্ষে অবস্থানের ঘোষণা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে আলাপকালে শনিবার (২১ আগস্ট) হাসমত গনি নিজের অবস্থানের কথা জানান। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হাসমত গনি পেশায় একজন ব্যবসায়ী। গত কয়েক দিন ধরে তিনি বেশ কয়েকবার তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। 

হাসমত গনি বলেন, আফগানিস্তানের জনগণকে তালেবানের শাসন গ্রহণ করা উচিত। জনগণের উচিত কাবুলের নতুন ক্ষমতা কাঠামোকে স্বীকৃতি জানানো। 

কাবুলের বাড়ি থেকে দেওয়া সাক্ষাৎকারে হাসমত গনি বলেন, বিদেশি সেনা প্রত্যাহার শেষ হওয়ার মুহূর্তে কাবুলে নতুন শাসনের প্রয়োজন ছিল। 

হাসমত গনির মতে, ‘আমি যদি পালিয়ে যাই, তাহলে আমার দেশের মানুষের কি হবে? আমার গোষ্ঠীর কি হবে? আমার শেকড় এই আফগানিস্তানেই। এখন প্রয়োজনের সময় আমি যদি মানুষকে ফেলে রেখে পালিয়ে যাই, তাহলে তাদের কাছে (সাধারণ মানুষ) কি বার্তা যাবে?’ 

প্রসঙ্গত, চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই আফগানিস্তান দখলে নিতে শুরু করে তালেবান।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

কত টাকা বেতন পান নাসার মহাকাশচারীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত