অনলাইন ডেস্ক
তালেবান যোদ্ধারা আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলের পর সেখানে অবস্থানরত মার্কিন নাগরিক ও আফগান সহযোগীদের নিয়ে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। একাধিক দেশকে সাময়িক সময়ের জন্য কিছু লোককে আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। বাংলাদেশ এরই মধ্যে এ সংক্রান্ত মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
তবে আজ মঙ্গলবার উগান্ডা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের অনুরোধে ২ হাজার আফগানকে সাময়িক আশ্রয় দিতে রাজি হয়েছেন।
পূর্ব আফ্রিকার দেশটির অবশ্য বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকা থেকে পালিয়ে আসা মানুষদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বেশ সুনাম রয়েছে। এরই মধ্যে দেশটি প্রায় ১৪ লাখ শরণার্থী নিয়েছে। এর মধ্যে বেশিরভাগই দক্ষিণ সুদানের।
উগান্ডার ত্রাণ, দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি এবং শরণার্থী মন্ত্রী এসথার আনিয়াকুন দাভিনিয়া বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার গতকাল সোমবার আমাদের প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনিকে এ সংক্রান্ত একটি অনুরোধ করেছে। তিনি তাতে রাজি হয়েছেন। আমরা উগান্ডায় ২ হাজার আফগানকে নেব।
তিনি বলেন, তাঁরা (আফগানরা) এখানে সাময়িক সময়ের জন্য থাকবেন। যুক্তরাষ্ট্র সরকার তাঁদের অভিবাসনের ব্যবস্থা করার আগে পর্যন্ত তিন মাস আমরা তাঁদের আশ্রয় দেব।
তবে এই আফগানরা কবে থেকে উগান্ডায় আসতে শুরু করবেন সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি দেশটির কর্মকর্তারা।
এদিকে আলবানিয়া এবং কসভোও যুক্তরাষ্ট্রের অনুরোধে আফগানদের অস্থায়ী আশ্রয় দিতে রাজি হয়েছে।
তালেবান যোদ্ধারা আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলের পর সেখানে অবস্থানরত মার্কিন নাগরিক ও আফগান সহযোগীদের নিয়ে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। একাধিক দেশকে সাময়িক সময়ের জন্য কিছু লোককে আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। বাংলাদেশ এরই মধ্যে এ সংক্রান্ত মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
তবে আজ মঙ্গলবার উগান্ডা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের অনুরোধে ২ হাজার আফগানকে সাময়িক আশ্রয় দিতে রাজি হয়েছেন।
পূর্ব আফ্রিকার দেশটির অবশ্য বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকা থেকে পালিয়ে আসা মানুষদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বেশ সুনাম রয়েছে। এরই মধ্যে দেশটি প্রায় ১৪ লাখ শরণার্থী নিয়েছে। এর মধ্যে বেশিরভাগই দক্ষিণ সুদানের।
উগান্ডার ত্রাণ, দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি এবং শরণার্থী মন্ত্রী এসথার আনিয়াকুন দাভিনিয়া বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার গতকাল সোমবার আমাদের প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনিকে এ সংক্রান্ত একটি অনুরোধ করেছে। তিনি তাতে রাজি হয়েছেন। আমরা উগান্ডায় ২ হাজার আফগানকে নেব।
তিনি বলেন, তাঁরা (আফগানরা) এখানে সাময়িক সময়ের জন্য থাকবেন। যুক্তরাষ্ট্র সরকার তাঁদের অভিবাসনের ব্যবস্থা করার আগে পর্যন্ত তিন মাস আমরা তাঁদের আশ্রয় দেব।
তবে এই আফগানরা কবে থেকে উগান্ডায় আসতে শুরু করবেন সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি দেশটির কর্মকর্তারা।
এদিকে আলবানিয়া এবং কসভোও যুক্তরাষ্ট্রের অনুরোধে আফগানদের অস্থায়ী আশ্রয় দিতে রাজি হয়েছে।
ইতালিতে মাত্র এক ইউরো দিয়ে বাড়ি কেনার সুযোগ এখনো শেষ হয়নি! এবার এক ইউরোতে বাড়ি বিক্রির ঘোষণা দিয়েছে দেশটির পেন্নে নামে আরও একটি শহর। এবারের বিশেষ আকর্ষণ হলো—সেখানে বাড়ি কিনতে চাইলে কোনো জামানত দিতে হবে না, শুধু সংস্কারের প্রতিশ্রুতি দিলেই হবে।
১৫ মিনিট আগেবৈশ্বিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রধান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ভারতের রাজধানী নয়াদিল্লিতে একত্র হয়েছেন। এতে ফাইভ আইস জোটের তিন সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডের গোয়েন্দাপ্রধানেরাও উপস্থিত রয়েছেন।
৪০ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে অ্যাকাউন্ট খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে মোদির একটি পডকাস্ট শেয়ার করেছিলেন। মূলত এরপরই...
১ ঘণ্টা আগেনতুন গবেষণায় বিজ্ঞানীরা টিউমারকে এমন একটি অবস্থায় নিয়ে যাচ্ছেন, যেখানে এর কোষগুলোকে শূকরের কোষের মতো দেখায়। এর ফলে মানুষের শরীরের প্রতিরোধ ব্যবস্থা ওই কোষগুলোকে বহিরাগত বস্তু হিসেবে চিহ্নিত করে এবং আক্রমণ করে। গবেষণাটি গত ১৮ জানুয়ারি...
২ ঘণ্টা আগে