Ajker Patrika

‘সন্ত্রাসী গোষ্ঠী’ তকমা দিয়ে তালেবানের বিষয়বস্তু নিষিদ্ধ করেছে ফেসবুক

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৫: ০৫
‘সন্ত্রাসী গোষ্ঠী’ তকমা দিয়ে তালেবানের বিষয়বস্তু নিষিদ্ধ করেছে ফেসবুক

তালেবানের আফগানিস্তান দখলের সঙ্গে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বড় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো। এর মধ্যে বড় চ্যালেঞ্জে সামাজিক মাধ্যমগুলো। এরই মধ্যে তালেবানকে ‘একটি সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে চিহ্নিত করেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। সোমবার এ ঘোষণার পাশাপাশি তার প্ল্যাটফর্ম থেকে তালেবান সমর্থনকারী বিষয়বস্তুও নিষিদ্ধ করেছে প্রতিষ্ঠানটি। 

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

ফেসবুকে নিষিদ্ধ করা হলেও তালেবান সদস্যরা আফগানদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য ফেসবুকের এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা ম্যাসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যাচ্ছেন। এ প্রসঙ্গে ফেসবুকের একজন মুখপাত্র বলেন, কোম্পানিটি দেশের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। আফগানিস্তানের কিছু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ও গ্রুপের বিরুদ্ধেও অ্যাকাউন্ট অপসারণসহ নানা ব্যবস্থা নেওয়া হতে পারে। 

ব্লুমবার্গ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ফেসবুকের ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেছেন, ‘আমাদের প্রতিষ্ঠান তালেবানকে বিপজ্জনক সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। তাই এদের প্রচার বা প্রতিনিধিত্বকারী সব বিষয়বস্তু নিষিদ্ধ করা হয়েছে।’

মোসেরি আরও বলেন, ‘বিপজ্জনক হতে পারে বা সাধারণভাবে তালেবানদের সঙ্গে সম্পর্কিত এমন বিষয়বস্তু নামিয়ে দেওয়ার নীতিতে আমরা কাজও করছি। পরিস্থিতি অগ্রসর হওয়ার সঙ্গে ঝুঁকিও বাড়বে। এই পরিবর্তনশীল ঝুঁকির প্রতিক্রিয়ায় আমরা কী করব এবং কীভাবে করব তা নির্ধারণ করতে কাজ চলছে।’

টুইটারের নিয়মে বলা হয়েছে, এটি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা প্রচারকারী গোষ্ঠী ও সন্ত্রাসীদের প্রচারণার অনুমতি দেয় না। তবে এরই মাঝে তালেবান মুখপাত্ররা দেশ দখলের বিষয়গুলো টুইটারে শেয়ার করেছেন। টুইটারে এসব নেতার লাখ লাখ অনুসারীও রয়েছে। 

তালেবানদের টুইটার ব্যবহার সম্পর্কে বার্তা সংস্থা রয়টার্সকে কোনো উত্তর দেয়নি প্রতিষ্ঠানটি। 

দুই দশক পরে আফগানিস্তানে তালেবানদের প্রত্যাবর্তনের ফলে বাক্‌স্বাধীনতা, মানবাধিকার, বিশেষ করে নারীর অধিকার ক্ষুণ্ন হওয়া এবং দেশটি আবার সহিংস গোষ্ঠীর আশ্রয়স্থল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। 

এ প্রসঙ্গে বিবৃতি দিয়ে তালেবান কর্মকর্তারা বলেছেন, তাঁরা শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক চায়। বিবৃতিতে আফগানদের সুরক্ষার প্রতিশ্রুতিও দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

ধর্ষণবিরোধী বিক্ষোভে হাতাহাতি: ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারচেষ্টার নিন্দা মির্জা ফখরুলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত