Ajker Patrika

ঘুষ গ্রহণের সন্দেহে চীনের সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৫৭
ঘুষ গ্রহণের সন্দেহে চীনের সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের (সিডিবি) একজন প্রাক্তন কর্মকর্তা ঘুষ গ্রহণের সন্দেহে গ্রেপ্তার হয়েছেন। চীনের শীর্ষ পিপলস প্রকিউরেটর বলেছেন, রাষ্ট্রীয় আর্থিক সংস্থাগুলোর কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক তদন্তে হে জিংজিয়াং নামের ওই ব্যক্তির নাম পাওয়া গেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম পিপলস প্রকিউরেটরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তাঁর বিরুদ্ধে প্রবিধান লঙ্ঘন করে আর্থিক বিল ইস্যু করা, অবৈধভাবে ঋণ দেওয়া এবং বিদেশি আমানত গোপন করার অভিযোগ উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেইজিং মিউনিসিপ্যাল পিপলস প্রকিউরেটর ন্যাশনাল সুপারভাইজরি কমিশনের তদন্তের পর তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর আগে গত বছরের সেপ্টেম্বরে চীনের দুর্নীতিবিরোধী সংস্থা সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশন বলেছিল, হে জিংজিয়াংয়ের বিরুদ্ধে তদন্ত চলছে। 

হে জিংজিয়াং ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেছেন। তিনি পলিসি ব্যাংক সিডিবিতে কমিউনিস্ট পার্টি কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন। এ ছাড়া রাষ্ট্রীয় ঋণদাতা প্রতিষ্ঠান ব্যাংক অফ চায়না এবং কৃষি উন্নয়নমূলক প্রতিষ্ঠান ব্যাংক অফ চায়নাতে কাজ করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত