Ajker Patrika

আফগানিস্তানে বিস্ফোরণ: গত কয়েক ঘণ্টায় যা ঘটেছে   

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১১: ৫১
আফগানিস্তানে বিস্ফোরণ: গত কয়েক ঘণ্টায় যা ঘটেছে   

আফগানিস্তানের কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার বোমা হামলায় কমপক্ষে ৯০ জনের মৃত্যু হয়েছে এবং ১৫০ জনের বেশি আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

একজন তালেবান কর্মকর্তা বলেছেন, নিহত আফগানদের মধ্যে অন্তত ২৮ জন তালেবান সদস্য।  

হামলার পর বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া এখন ত্বরান্বিত হয়েছে, একজন পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, নিয়মিত ফ্লাইট আপাতত বন্ধ হচ্ছে। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামলাকারীদের ধরার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, যারা এই হামলা চালিয়েছে, একই সঙ্গে যারা আমেরিকার ক্ষতি করতে চায়, তারা এটা জেনে রাখুক যে আমরা ক্ষমা করব না। আমরা ভুলব না। আমরা তোমাদের ধরব। এই হামলার জন্য দায়ীদের মূল্য চোকাতে হবে।

এদিকে এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। তাদের নিউজ আউটলেটের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি বার্তায় তারা দায় স্বীকার করে। 

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারাও বলেছেন যে তারা বিশ্বাস করেন এই বোমা হামলার পেছনে আইএস জড়িত। 

মার্কিন কেন্দ্রীয় কমান্ডের কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেনজি বলেছেন, তারা ধারণা করছেন এই হামলা অব্যাহত থাকতে পারে। তাই আফগানিস্তানে যুক্তরাষ্ট্র তাদের ‘মিশন’ চালিয়ে যাবে। 

তালেবানের সঙ্গে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বিদেশি সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের চুক্তির পর আফগানিস্তানে এই প্রথম মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত