Ajker Patrika

আফগানিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রতিশ্রুতি তালেবানের

অনলাইন ডেস্ক
আফগানিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রতিশ্রুতি তালেবানের

আফগানিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে তালেবান। এরই মধ্যে কাবুলে জাতীয় জাদুঘরের বাইরে নিরাপত্তারক্ষী বসিয়েছে তালেবান। গত বৃহস্পতিবার আফগানিস্তানের জাতীয় জাদুঘরের পরিচালক মোহাম্মাদ  ফাহিম রাহিমি এমনটি জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত বুধবার তালেবানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে মোহাম্মাদ ফাহিম রাহিমির। সেখানেই তাঁকে তালেবানের পক্ষ থেকে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 

রাহিমি জানিয়েছেন, কাবুলে ন্যাশনাল মিউজিয়াম অব আফগানিস্তান ভবনের দরজায় নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে তালেবান। যাতে লুটপাটের হাত থেকে রক্ষা করা যায় ওই জাদুঘরে রাখা মহামূল্যবান সামগ্রী। 

রাহিমি  বলেন, লড়াই হলে হয়তো কাবুল-সহ দেশ জুড়ে বহু সৌধ ধূলিসাৎ হয়ে যেত। আমরা ভাগ্যবান যে দেশে ক্ষমতার পরিবর্তন হলেও সে ভাবে প্রাণহানি বা ধ্বংসলীলা দেখতে হয়নি। রক্তক্ষয় ছাড়াও দেশের ঐতিহ্যবাহী নিদর্শনগুলো যে রক্ষা পেত না, তা ভালোই জানেন রাহিমি । তা সত্ত্বেও আশঙ্কা যাচ্ছে না তাঁর। তিনি বলেন, কর্মী এবং নিদর্শনগুলোর সুরক্ষা নিয়ে চিন্তা কমেনি।

২০০১ সালের মার্চে আফগানিস্তানের বামিয়ান প্রদেশের পার্বত্য গুহায় দেড় হাজার বছরের পুরোনো দু’টি বিশালাকায় বুদ্ধমূর্তি ধুলোয় মিশিয়ে দিয়েছিল তালেবান। তার আগে গত শতকে চলা গৃহযুদ্ধেও আফগান সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষয়ক্ষতি করেছে তারা। 

জানা গেছে, কাবুলের জাতীয় সংগ্রহালয়েই রয়েছে ৫০ হাজারের বেশি প্রত্নসামগ্রী। কর্মকর্তাদের দাবি, ২০০১ সালে এই সংগ্রহালয় থেকে বহু মূল্যবান সামগ্রী লুটপাট করেছিল তালেবান।

গত সপ্তাহে সংবাদমাধ্যমে তালিবান মুখপাত্র সুহেল শাহিন বলেছিলেন, আফগানিস্তানের বৌদ্ধদের স্থানগুলোর ধ্বংস হওয়ার কোনো ঝুঁকি নেই। যদিও সেই আশ্বাস সত্ত্বেও আফগানিস্তানের জৌজান প্রদেশের শেবেরগানের বেগা এলাকায় একটি পার্কে একটি মূর্তি থাকার জন্য তা জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তালিবানের বিরুদ্ধে। 

 এ নিয়ে অ্যালায়েন্স ফর দ্য রেস্টোরেশন অব কালচারাল হেরিটেজ (এআরসিএইচ)-এর ডিরেক্টর শেরিল বেনার্ডের মতো বিশেষজ্ঞের মতে, সকলেই এখন পরিস্থিতির ওপর নজর রাখছেন। তবে সবচেয়ে বড় আশঙ্কার কথা, তালিবানের মধ্যে এখনো কয়েক জন ধ্বংসলীলা শুরু করে দিতে পারে। যদিও আশ্চর্যজনক ভাবে এখনো পর্যন্ত তালেবান শৃঙ্খলাবদ্ধ রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

কত টাকা বেতন পান নাসার মহাকাশচারীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত