অনলাইন ডেস্ক
ভুল করে রাশিয়ার তেলবাহী একটি ট্যাংকারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গতকাল শুক্রবার ইয়েমেন থেকে এ হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যাম্ব্রে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য অভিযান সংস্থা (ইউকেএমটিও) বলছে, ইয়েমেনের বন্দর নগরী এডেন থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে।
কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি—এমনটা নিশ্চিত করে ইউকেএমটিও বলে, ট্যাংকার থেকে ৪০০-৫০০ মিটার দূরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার এবং তিনটি ছোট নৌকার পিছু নেওয়ার খবর পাওয়া গেছে।
অ্যাম্ব্রে বলে, হুতিদের ভুলবশত হামলার শিকার হওয়া এটি দ্বিতীয় রুশ তেলবাহী ট্যাংকার।
গত ১৯ নভেম্বর থেকেই ইরানের মদদপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী পশ্চিমা বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একের পর এক বিস্ফোরক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের প্রতিবাদে এবং হামাসের প্রতি সমর্থন প্রকাশ করতে এ হামলা চালানো হচ্ছে বলে দাবি হুতিদের।
গতকাল ভোরে এবং আজ শনিবার মার্কিন ও ব্রিটিশ জোট ইয়েমেনে হুতি বাহিনীকে লক্ষ্য করে বিমান ও সমুদ্র হামলা চালিয়েছে। ইয়েমেনে এ হামলার তিরস্কার করেছে ইরানের মিত্র দেশ ও আরব শক্তিদের প্রধান সহযোগী রাশিয়া। এ ছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক জরুরি বৈঠকের আহ্বানও জানিয়েছে দেশটি।
অ্যাম্ব্রের প্রতিবেদন অনুসারে, পানামার একটি ট্যাংকার ইন্টারন্যাশনাল রিকমেন্ডেড ট্রানজিট করিডর দিয়ে যাওয়ার সময় তিনটি ছোট নৌকাকে লক্ষ্য করেছে। এ ছাড়া তারা একটি ক্ষেপণাস্ত্র পানিতে আঘাত হানতে দেখে।
অ্যাম্ব্রে বলে, পুরোনো তথ্যের ভিত্তিতে ওই জাহাজে ভুলবশত হামলা চালানো হয়েছে। পুরোনো তথ্যের ভিত্তিতে জাহাজটি যুক্তরাজ্যের সঙ্গে জড়িত বলে ধারণা করা হয়।
ভুল করে রাশিয়ার তেলবাহী একটি ট্যাংকারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গতকাল শুক্রবার ইয়েমেন থেকে এ হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যাম্ব্রে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য অভিযান সংস্থা (ইউকেএমটিও) বলছে, ইয়েমেনের বন্দর নগরী এডেন থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে।
কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি—এমনটা নিশ্চিত করে ইউকেএমটিও বলে, ট্যাংকার থেকে ৪০০-৫০০ মিটার দূরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার এবং তিনটি ছোট নৌকার পিছু নেওয়ার খবর পাওয়া গেছে।
অ্যাম্ব্রে বলে, হুতিদের ভুলবশত হামলার শিকার হওয়া এটি দ্বিতীয় রুশ তেলবাহী ট্যাংকার।
গত ১৯ নভেম্বর থেকেই ইরানের মদদপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী পশ্চিমা বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একের পর এক বিস্ফোরক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের প্রতিবাদে এবং হামাসের প্রতি সমর্থন প্রকাশ করতে এ হামলা চালানো হচ্ছে বলে দাবি হুতিদের।
গতকাল ভোরে এবং আজ শনিবার মার্কিন ও ব্রিটিশ জোট ইয়েমেনে হুতি বাহিনীকে লক্ষ্য করে বিমান ও সমুদ্র হামলা চালিয়েছে। ইয়েমেনে এ হামলার তিরস্কার করেছে ইরানের মিত্র দেশ ও আরব শক্তিদের প্রধান সহযোগী রাশিয়া। এ ছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক জরুরি বৈঠকের আহ্বানও জানিয়েছে দেশটি।
অ্যাম্ব্রের প্রতিবেদন অনুসারে, পানামার একটি ট্যাংকার ইন্টারন্যাশনাল রিকমেন্ডেড ট্রানজিট করিডর দিয়ে যাওয়ার সময় তিনটি ছোট নৌকাকে লক্ষ্য করেছে। এ ছাড়া তারা একটি ক্ষেপণাস্ত্র পানিতে আঘাত হানতে দেখে।
অ্যাম্ব্রে বলে, পুরোনো তথ্যের ভিত্তিতে ওই জাহাজে ভুলবশত হামলা চালানো হয়েছে। পুরোনো তথ্যের ভিত্তিতে জাহাজটি যুক্তরাজ্যের সঙ্গে জড়িত বলে ধারণা করা হয়।
১৯৯৮ সালের ৩ এপ্রিল ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া প্যারিস তাঁর ভাইদের সঙ্গে ছয় বছর বয়স পর্যন্ত হোম স্কুলিং করেছেন। মাইকেল তাঁর সন্তানদের ব্যক্তিগত জীবন রক্ষা করতে খুব সচেতন ছিলেন। তাই তিনি প্রায় সময়ই ক্যামেরার সামনে পড়ে গেলে সন্তানদের লুকিয়ে ফেলতেন কিংবা মুখ ঢেকে দিতেন।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সহায়তা স্থগিতের আবেদন নাকচ করে দিয়েছেন। গত মাসে ট্রাম্প প্রশাসনকে বৈদেশিক সহায়তা চালু রাখার জন্য সাময়িক অনুমতি দিতে নির্দেশ দিয়েছিলেন মার্কিন জেলা জজ আমির আলী। এর বিপরীতে করা ট্রাম্প প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান...
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। জানিয়ে দিয়েছে, তারা যেকোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন বাণিজ্য শুল্কের জবাবে এই প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি।
৪ ঘণ্টা আগেসদ্য সমাপ্ত মহাকুম্ভের সাফল্যের গল্প শুনিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্য বিধানসভায় দেওয়া এক ভাষণে তিনি জানিয়েছেন, একজন নৌকার মালিক ও তাঁর পরিবার মেলার ৪৫ দিনে ৩০ কোটি রুপি আয় করেছে। মুখ্যমন্ত্রীর মতে, এই নৌকার মালিকের ১৩০টি নৌকা ছিল; যার প্রতিটি থেকে তিনি মেলার সময় গড়ে ২৩ লাখ
৫ ঘণ্টা আগে