Ajker Patrika

আফগানিস্তানের ৩ জেলা পুনর্দখলে নিল তালেবানবিরোধীরা 

অনলাইন ডেস্ক
আফগানিস্তানের ৩ জেলা পুনর্দখলে নিল তালেবানবিরোধীরা 

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাঘলানের ৩টি জেলার নিয়ন্ত্রণ হারিয়েছে তালেবান। আফগানিস্তানের বৃহত্তম বার্তাসংস্থা খামা প্রেস নিউজ এজেন্সি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এই জেলাসমূহ হলো-পুল-ই-হেসার, দেহ সালাহ ও কাসান (বানু জেলা)। 

আফগানিস্তানের সাবেক সরকারের প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদিও এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছেন। টুইটবার্তায় তিনি বলেন, ‘তালেবান সন্ত্রাসীদের প্রতিহত করা আমাদের দায়িত্ব। পুল-ই-হেসার, দেহ সালাহ ও বানু জেলা তালেবান দখলমুক্ত হয়েছে। বাঘলান প্রদেশের এই তিন জেলার নিয়ন্ত্রণ এখন বিরোধী জোটের হাতে। আমাদের সংগ্রাম জারি আছে।’ 

খামা প্রেস নিউজ এজেন্সির খবরে বলা হয়, শুক্রবার এই তিন জেলায় দখলদার তালেবান বাহিনীর সঙ্গে সংঘাত হয়েছে বিরোধী জোটের যোদ্ধাদের। এতে নিহত হয়েছেন ৪০ তালেবান, আহত হয়েছেন আরও ১৫ জন। বর্তমানে আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় এলাকা পাঞ্জশির উপত্যকায় আত্মগোপনে আছেন বিসমিল্লাহ মোহাম্মদি। দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও আছেন একই অঞ্চলে। পাঞ্জশির উপত্যকা এখনো দখল করতে পারেনি তালেবান। 

এদিকে, গত বৃহস্পতিবার রাজধানী কাবুলে রাত্রিকালীন কারফিউ জারি করেছে তালেবান বাহিনী। এ নিয়ে তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া কাবুলের বাসিন্দাদের রাত ৯টার পর বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

গত রোববার আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠী তালেবান কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। এরপরেই আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশটি ছেড়ে পালিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

কত টাকা বেতন পান নাসার মহাকাশচারীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত