Ajker Patrika

মালয়েশিয়ায় টানা দুদিন করোনা শনাক্তের রেকর্ড

অনলাইন ডেস্ক
মালয়েশিয়ায় টানা দুদিন করোনা শনাক্তের রেকর্ড

টানা দুদিন করোনা শনাক্তের রেকর্ড হয়েছে মালয়েশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৫৩ জন। করোনা মহামারি শুরুর পর এটি দেশটিতে এক দিনে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৭ জন। আর সুস্থ হয়েছেন ৫ হাজার ৯১০ জন। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দা স্টার।

নতুন শনাক্তের অর্ধেকই দেশটির ক্ল্যাং উপত্যকার। সেখানে শিলানগড়ে ৪ হাজার ২৭৭ জন নতুন শনাক্ত হয়েছে। এছাড়া রাজধানী কুয়ালালামপুরে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৩৯৮ জন। 

গতকাল শুক্রবার (৯ জুলাই) রেকর্ড সর্বোচ্চ ৯ হাজার ১৮০ জন শনাক্তের সংবাদ জানিয়েছিল দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। এর আগে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল গত ২৯ মে। গত ২৯ মে করোনা শনাক্ত হয়েছিলেন সর্বোচ্চ ৯ হাজার ২০ জন। 
 
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৭ হাজার ১৯১ জন। এ পর্যন্ত মোট মারা গেছেন ৬ হাজার ৬৭ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ১০৩ জন।

উল্লেখ্য, গত ১ জুন থেকে মালয়েশিয়ায় লকাডাউন কার্যকর হয়। পরে দুই সপ্তাহ বাড়ানোর পর দেশটিতে এই লকডাউন এখনো জারি রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত