Ajker Patrika

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৯ 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১১: ১৯
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৯ 

ইন্দোনেশিয়ার সুলাবেশি দ্বীপের উপকূলীয় এলাকায় একটি ফেরি ডুবে অন্তত ১৫ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৯ জন। দেশটির অনুসন্ধান ও উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার সকালে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকাজে নিয়োজিত সংস্থার স্থানীয় কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল রোববার মাঝরাতে ৪০ জন যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। ফেরিটি ডুবে যাওয়ার পর ছয়জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ফেরিটি ডুবে যাওয়ার কারণ জানতে তদন্ত চলছে। 

বিবৃতিতে দক্ষিণপূর্ব সুলাবেশির কেন্দারি শহরের অনুসন্ধান ও উদ্ধারকাজে নিয়োজিত সংস্থার স্থানীয় প্রধান মুহাম্মদ আরাফাহ জানান, ১৯ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। 

তিনি জানান, একটি দল ফেরিটি ডুবে যাওয়ার স্থানে এবং আরেকটি দল নৌকা নিয়ে পানির উপরিভাগে উদ্ধার তৎপরতা চালাবে। 

বিবৃতিতে জানানো হয়, ফেরিটি বুটন দ্বীপের ল্যান্টো গ্রাম থেকে দক্ষিণপূর্ব সুলাবেশির মুনা দ্বীপের লাজিলি গ্রামে যাচ্ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত