Ajker Patrika

তালেবান ক্ষমতায় আসার একদিন পরেই আফগানদের প্রশংসা করলেন ইমরান খান

অনলাইন ডেস্ক
তালেবান ক্ষমতায় আসার একদিন পরেই আফগানদের প্রশংসা করলেন ইমরান খান

পাকিস্তানের ইসলামাবাদে জাতীয় একমুখী পাঠ্যসূচি প্রণয়ন বিষয়ক এক সভায় সোমবার (১৬ আগস্ট) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানদের প্রশংসা করেছেন। ইমরান খান বলেন, আফগানরা ‘দাসত্বের শৃঙ্খল ভেঙেছে’। 

সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, ইমরান খান তাঁর বক্তব্যে চাপিয়ে দেওয়া সংস্কৃতিকে মানসিক দাসত্বের সঙ্গে তুলনা করেছেন। 

তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার একদিন পরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কণ্ঠে আফগানদের প্রশংসা উচ্চারিত হলো। 

দেশে দুটি সমান্তরাল শিক্ষাব্যবস্থার সমালোচনা করে ইমরান খান বলেন, ‘ইংরেজি মাধ্যম’ বিদ্যালয় ‘অন্য কারও সংস্কৃতি’ গ্রহণের দিকে ঠেলে দিচ্ছে পাকিস্তানকে।

ইমরান খান বলেন, ‘যখন আপনি অন্য কারও সংস্কৃতিকে উন্নততর মনে করে তা গ্রহণ করবেন। তখনই আসলে আপনি ওই সংস্কৃতির দাসে পরিণত হবেন’। মানসিক দাসে পরিণত হওয়াকে প্রকৃত দাসত্বের চেয়েও নিকৃষ্ট বলে উল্লেখ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত