অনলাইন ডেস্ক
আফগানিস্তানের সরকারি কর্মীদের কাজে ফিরতে দিচ্ছে না তালেবান। এতে সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিনে কাজে যেতে পারেনি আফগানিস্তানের সরকারি কর্মীরা।
গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণে নেয় তালেবান। আফগান বিদ্রোহী এই গোষ্ঠীটি কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠানই বন্ধ করে দেওয়া হয়। এমন অস্থির পরিস্থিতিতে কাবুলে খুব কম বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখা হয়। এ সময়ের মধ্যে আফগানিস্তানে দুদিন সরকারি ছুটি।
যদিও আফগান নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবানের পক্ষ থেকে বলা হয়েছিল, সরকারি প্রতিষ্ঠানগুলোর কাজ কর্মীরা চালিয়ে যেতে পারবে।
হামাদুল্লাহ নামের একজন সরকারি কর্মী জানান, আমি আজ সকালে অফিসে যাই। সেখানে তালেবান সদস্যরা আমাদেরকে জানান এখনো অফিস খোলার নির্দেশনা তাঁরা পাননি। এছাড়া কবে অফিস খুলবে সেটি রেডিও এবং টেলিভিশনে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তালেবান সদস্যরা।
আফগানিস্তানের সরকারি কর্মীদের সবচেয়ে বড় শঙ্কা হলো তাঁরা ঠিকমতো বেতন পাবে কি-না।
তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পরেই তাদের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। তালেবান আরও জানায় যে কোনো প্রতিশোধ নেবে না তারা।
আজ শনিবারও আফগানিস্তানের বেশিরভাগ রাস্তা ছিল জনমানব শূন্য। কাবুলের মধ্যভাগে অবস্থিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাস্তাটিও বন্ধ ছিল বলে সেখানকার এক কর্মী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মী, তাঁরা আমাদের ঢুকতে দিচ্ছে না। এছাড়া কাবুলে বৈদেশিক মুদ্রা বিনিময়ের বাজারও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
আফগানিস্তানের সরকারি কর্মীদের কাজে ফিরতে দিচ্ছে না তালেবান। এতে সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিনে কাজে যেতে পারেনি আফগানিস্তানের সরকারি কর্মীরা।
গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণে নেয় তালেবান। আফগান বিদ্রোহী এই গোষ্ঠীটি কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠানই বন্ধ করে দেওয়া হয়। এমন অস্থির পরিস্থিতিতে কাবুলে খুব কম বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখা হয়। এ সময়ের মধ্যে আফগানিস্তানে দুদিন সরকারি ছুটি।
যদিও আফগান নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবানের পক্ষ থেকে বলা হয়েছিল, সরকারি প্রতিষ্ঠানগুলোর কাজ কর্মীরা চালিয়ে যেতে পারবে।
হামাদুল্লাহ নামের একজন সরকারি কর্মী জানান, আমি আজ সকালে অফিসে যাই। সেখানে তালেবান সদস্যরা আমাদেরকে জানান এখনো অফিস খোলার নির্দেশনা তাঁরা পাননি। এছাড়া কবে অফিস খুলবে সেটি রেডিও এবং টেলিভিশনে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তালেবান সদস্যরা।
আফগানিস্তানের সরকারি কর্মীদের সবচেয়ে বড় শঙ্কা হলো তাঁরা ঠিকমতো বেতন পাবে কি-না।
তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পরেই তাদের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। তালেবান আরও জানায় যে কোনো প্রতিশোধ নেবে না তারা।
আজ শনিবারও আফগানিস্তানের বেশিরভাগ রাস্তা ছিল জনমানব শূন্য। কাবুলের মধ্যভাগে অবস্থিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাস্তাটিও বন্ধ ছিল বলে সেখানকার এক কর্মী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মী, তাঁরা আমাদের ঢুকতে দিচ্ছে না। এছাড়া কাবুলে বৈদেশিক মুদ্রা বিনিময়ের বাজারও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
একজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
২৫ মিনিট আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
২ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেন। সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ব্রুক রোলিন্সকে। অর্থাৎ ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের আগে ১৫ সদস্য নিয়ে ট্রাম্প তাঁর মন্ত্রিসভা জন্য চূড়ান্ত করে ফেলেছেন।
৩ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় জমায়াতের প্রস্তুতি নিয়েছে। তবে এই মিছিল ঠেকাতে মরিয়া এখন দেশটির ক্ষমতাসীন সরকার। এ জন্য ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে