Ajker Patrika

নারীদের বোরকা পরা বাধ্যতামূলক নয়, হিজাব পরলেই চলবে: তালেবান 

অনলাইন ডেস্ক
নারীদের বোরকা পরা বাধ্যতামূলক নয়, হিজাব পরলেই চলবে: তালেবান 

আফগানিস্তানের নারীদের ঘরের বাইরে যেতে হিজাব পরলেই চলবে, বোরকা পরা বাধ্যতামূলক নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন। তিনি কাতারের রাজধানী দোহায় তালেবান দপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সালে তালেবান শাসনামলে আফগান নারীদের বোরকা পরা বাধ্যতামূলক ছিল। ১২ বছরের বেশি বয়সী মেয়েদের পড়াশোনার অনুমতি ছিল না। নারীদের চাকরি করাও নিষিদ্ধ ছিল। তবে এবার তালেবানের পক্ষ থেকে আফগান নারীদেরকে উচ্চ শিক্ষার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। 

আফগানিস্তানে নারীদের বোরকা প্রসঙ্গে তিনি বলেন, নারীরা মাথায় হিজাব পরেছেন কি-না সেটা পর্যবেক্ষণ করা হবে। তবে পুরো শরীর ঢাকা বোরকা পরতেই হবে এমন নয়। 

তিনি বলেন, অনেক ধরনের হিজাব রয়েছে। বোরকা আর হিজাব একই জিনিস নয়। 

নারী স্বাধীনতার বিষয়ে সুহাইল শাহিন বলেন, অবশ্যই আমরা নারীদের শিক্ষা, কাজ এবং বাকস্বাধীনতার অধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামের আলোকে তাঁদেরকে সেটি ফিরিয়ে দেওয়া হবে। নারীরা প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত অর্জন করতে পাড়বে। এর মানে হলো বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা পড়তে পারবে। 

তালেবান মুখপাত্র আরও বলেন, সব জনগণই সমান অধিকার পাবে। আমাদের সমাজে কোনো বৈষম্য থাকবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

কোম্পানি দেউলিয়া, দেড় কোটি মানুষের ডিএনএ ডেটার এখন কী হবে

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত