অনলাইন ডেস্ক
মারা গেছেন চীনের সবচেয়ে বয়স্ক মানুষ। ওই নারীর নাম অলিমিহান সেয়িতি। তিনি জিনজিয়াং প্রদেশের কোমবসরিক টাউন শহরে থাকতেন । ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
চীনের সরকারি নথির তথ্য অনুযায়ী, তাঁর জন্ম ১৮৮৬ সালের ২৫ জুন। অর্থাৎ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৩৫ বছর।
২০১৩ সালে ‘চায়না অ্য়াসোসিয়েশন অব গেরেনটোলজি অ্যান্ড জেরিয়াট্রিকস’ চীনের সবচেয়ে বয়স্ক মানুষদের যে তালিকা প্রকাশিত করেছিল, তাতে দেখা গিয়েছিল শীর্ষে রয়েছে ওই নারীর নাম।
ওই নারীর স্বজনেরা জানান, সাধারণ ও সরল জীবনযাপনই এই আশ্চর্যের উৎস। তিনি সব সময়ই সময়তো খাবার খেতেন। রোদ পোহাতেও পছন্দ করতেন। এই বয়সেও নাতি-পুতিদের সামলাতেন। তাঁর দীর্ঘায়ু হওয়ার পেছনে এই অনাড়ম্বর ও আনন্দময় জীবনযাপনকেই প্রধান চাবিকাঠি বলে মনে করা হচ্ছে।
এ ছাড়া চীনের কোমবসরিক টাউন শহরের আরেক নাম ‘দীর্ঘায়ুদের শহর’। এখানে ৯০ পেরোনো অসংখ্য মানুষ বসবাস করেন। যদিও তাঁদের মধ্যেও নতুন নজির গড়লেন অলিমিহান সেয়িতি। ওই শহরের ষাটোর্ধ্বদের চিকিৎসা তো বটেই, বাৎসরিক শারীরিক পরীক্ষাও করা হয় চীন সরকারের পক্ষ থেকে। সেই সঙ্গে মাসিক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয়। ফলে তুলনামূলকভাবে অনেকটাই স্বাচ্ছন্দ্য পান বয়স্ক মানুষেরা, যা তাঁদের দীর্ঘায়ু হওয়ার পথকেই প্রশস্ত করেছে বলে মনে করা হচ্ছে।
মারা গেছেন চীনের সবচেয়ে বয়স্ক মানুষ। ওই নারীর নাম অলিমিহান সেয়িতি। তিনি জিনজিয়াং প্রদেশের কোমবসরিক টাউন শহরে থাকতেন । ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
চীনের সরকারি নথির তথ্য অনুযায়ী, তাঁর জন্ম ১৮৮৬ সালের ২৫ জুন। অর্থাৎ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৩৫ বছর।
২০১৩ সালে ‘চায়না অ্য়াসোসিয়েশন অব গেরেনটোলজি অ্যান্ড জেরিয়াট্রিকস’ চীনের সবচেয়ে বয়স্ক মানুষদের যে তালিকা প্রকাশিত করেছিল, তাতে দেখা গিয়েছিল শীর্ষে রয়েছে ওই নারীর নাম।
ওই নারীর স্বজনেরা জানান, সাধারণ ও সরল জীবনযাপনই এই আশ্চর্যের উৎস। তিনি সব সময়ই সময়তো খাবার খেতেন। রোদ পোহাতেও পছন্দ করতেন। এই বয়সেও নাতি-পুতিদের সামলাতেন। তাঁর দীর্ঘায়ু হওয়ার পেছনে এই অনাড়ম্বর ও আনন্দময় জীবনযাপনকেই প্রধান চাবিকাঠি বলে মনে করা হচ্ছে।
এ ছাড়া চীনের কোমবসরিক টাউন শহরের আরেক নাম ‘দীর্ঘায়ুদের শহর’। এখানে ৯০ পেরোনো অসংখ্য মানুষ বসবাস করেন। যদিও তাঁদের মধ্যেও নতুন নজির গড়লেন অলিমিহান সেয়িতি। ওই শহরের ষাটোর্ধ্বদের চিকিৎসা তো বটেই, বাৎসরিক শারীরিক পরীক্ষাও করা হয় চীন সরকারের পক্ষ থেকে। সেই সঙ্গে মাসিক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয়। ফলে তুলনামূলকভাবে অনেকটাই স্বাচ্ছন্দ্য পান বয়স্ক মানুষেরা, যা তাঁদের দীর্ঘায়ু হওয়ার পথকেই প্রশস্ত করেছে বলে মনে করা হচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
৮ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
৮ ঘণ্টা আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
৯ ঘণ্টা আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
১১ ঘণ্টা আগে