বিক্ষোভের মুখে বিধিনিষেধ শিথিল করছে চীন

অনলাইন ডেস্ক
আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৯: ৫৯
Thumbnail image

বিক্ষোভের মুখে করোনার বিধিনিষেধ শিথিল করতে বাধ্য হচ্ছে চীন সরকার। বুধবার (৩০ নভেম্বর) দেশটির গুরুত্বপূর্ণ শহর গুয়াংজু ও চংকিংয়ে বিধিনিষেধ শিথিলের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গুয়াংজুর অর্ধেক এলাকা থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। এ ছাড়া গণহারে পিসিআর টেস্টও বন্ধ করে দেওয়া হচ্ছে শহরটিতে। গুয়াংজু ছাড়াও চংকিং শহরের বিধিনিষেধ শিথিলের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে শহরটির বাসিন্দারা করোনায় আক্রান্তের কাছাকাছি থাকতে পারবে। তবে এ ক্ষেত্রে হোম কোয়ারেন্টাইনে থাকার মতো নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। 

করোনা মহামারির শুরু থেকে লকডাউনসহ একের পর এক বিধিনিষেধে ক্ষুব্ধ চীনের জনগণ। সম্প্রতি দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে লকডাউনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার গুয়াংজুতে বড় ধরনের লকডাউনবিরোধী বিক্ষোভ হয়। গুয়াংজুতে এদিন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংক্রমণ প্রতিরোধী সাদা পোশাক পরিহিত কয়েক ডজন দাঙ্গা পুলিশ মাথার ওপর বর্ম ধরে এগিয়ে যাচ্ছে। এ সময় ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীদের পুলিশের দিকে ঢিল ছুড়তে দেখা যায়। 

অন্য আরেকটি ভিডিও ফুটেজে লোকজনকে পুলিশের দিকে বিভিন্ন জিনিসপত্র ছুড়তে দেখা যায়। আরেকটি ভিডিওতে দেখা যায়, সরু একটি গলিতে টিয়ার শেল থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছে লোকজন। এ ছাড়া হ্যান্ডকাফ পরিয়ে একদল লোককে পাহারা দিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে দেখা যায়। 

এদিকে চীনে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। প্রতিদিনই গড়ে ৩০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছে এ ভাইরাসে। গতকাল বুধবার দেশটিতে ৩৬ হাজার ৬১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করে যা বললেন সারজিস

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছের চূড়ায় ঝুলছিল লাশ

সাইফের ওপর হামলার সন্দেহভাজন সাজ্জাদকে ছেলে দাবি করলেন ঝালকাঠির রুহুল আমিন

যৌন সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি: আজিজুল হক কলেজের শিক্ষক নেতাকে বদলি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত