অনলাইন ডেস্ক
উগ্র ডানপন্থী রাজনীতির উত্থান ঠেকাতে জার্মানির নবগঠিত বামপন্থী দল নতুন আকর্ষণীয় প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়েছে। তাঁরা সরকারে এলে উচ্চ অবসরভাতা, প্রতিরক্ষা ব্যয় সংকোচন ও ব্যয়বহুল জলবায়ু নীতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। আসন্ন আঞ্চলিক ও ইউরোপীয় নির্বাচন ঘিরে এ প্রতিশ্রুতি দিয়েছে নতুন বামপন্থী দল সাহরা ভাগেঙ্কনেখত অ্যালায়েন্স (বিএসডব্লিউ)। গত (২৭ জানুয়ারি) জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয় দলটি।
এই দলের নেতা সাহরা ভাগেঙ্কনেখত জার্মানির সাবেক বামপন্থী নেতা এবং স্বনামধন্য রাজনৈতিক অর্থনীতিবিদ। ২০১৫–১৯ পর্যন্ত লেফট পার্টির পার্লামেন্টারি গ্রুপের সহকারী প্রধান ছিলেন তিনি। সাহরার বাবা ইরানি, মা জার্মান।
গত বছরের অক্টোবরের দিকে তিনি দল ত্যাগের ঘোষণা দেন। ওই সময় মধ্য বামপন্থী দলের নেতা চ্যান্সেলর ওলাফ শুলজ ত্রিদলীয় জোট নিয়ে দ্বন্দ্ব জড়ালে দ্রুত জনপ্রিয়তা নেমে যাওয়ার পরিপ্রেক্ষিতে সাহরা ভাগেঙ্কনেখত নতুন দল গঠনের কথা জানান।
দলের আরেক নেতা আমিরা মোহাম্মদ আলী একজন জার্মান রাজনীতিবিদ এবং ২০১৭ সালে থেকে তিনি জার্মান ফেডারেল পার্লামেন্ট বুন্দেস্ট্যাগের সদস্য। ২০১৯ সালের ১২ নভেম্বর থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত, তিনি ডায়েটমার বার্টশের সঙ্গে লেফট পার্টির সংসদীয় সহ–সভাপতি ছিলেন।
আমিরা ২০২৩ সালের অক্টোবরে নতুন দল গঠনের জন্য সাহরা ভাগেঙ্কনেখসহ অন্যদের সঙ্গে লেফট পার্টি ছেড়ে যান। আমিরা এখন নতুন দল বিএসডব্লিউয়ের বোর্ডের চেয়ারম্যান।
তাঁরা মূল ধারার বামপন্থী রাজনীতির বাইরে নতুন ও প্রগতিশীল বাম রাজনীতির কথা বলছেন। যেখানে উগ্র ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) পক্ষে এ মুহূর্তে দেশে ২০ শতাংশ সমর্থন রয়েছে। দলটি সরকার দল ও বিরোধী দলে বহু দিন ধরে আধিপত্য করে আসা ঐতিহ্যবাহী দলগুলো থেকে কিছু বহু ভোটার ভাগিয়ে নিয়ে গেছে।
তবে বিশ্লেষকেরা বলছেন, পূর্ব জার্মানির একটি প্রদেশে ৮ শতাংশ সমর্থন পাওয়া নতুন দল বিএসডব্লিউ অচিরেই ভোটার মধ্যে এএফডির ঘোর ভেঙে দিতে পারে।
জনপ্রিয়তার দিক থেকে ৩১ শতাংশ সমর্থন ধরে রাখা বিরোধী কনজারভেটিভ দলের ঠিক পেছনেই রয়েছে এএফডি। তবে চ্যান্সেলর ওলাফ শোলজের নেতৃত্বে মধ্য বামপন্থী জোটের তিন দল থেকে এগিয়ে রয়েছে। এই জোটের পক্ষে বর্তমানে সমর্থন রয়েছে ৩২ শতাংশ।
গত ২৭ জানুয়ারি সাহরা ভাগেঙ্কনেখত রয়টার্সকে বলেন, ‘আমরা গণতন্ত্রের ভবিষ্যৎ শঙ্কিত। আমরা আশঙ্কা করি যে এএফডি–এর কারণে দেশে ক্ষোভ এবং মতবিরোধ সৃষ্টি হতে পারে। আমাদের মনে হয় না মানুষ মৌলবাদী চিন্তা করে। তাঁরা শুধু এমন একটি কণ্ঠ চান যা অন্য দলের মধ্যে তাঁরা পাননি।’
তবে কিছু নীতিগত ক্ষেত্রে বিএসডব্লিউ দলটি উগ্র ডানপন্থী এএফডি থেকে খুব বেশি আলাদা নয়। নতুন বামপন্থী দলটিও ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করতে চায়। তাদের যুক্তি, এখানে যুক্ত হওয়া মানে যুদ্ধকেই দীর্ঘায়িত করা। এ নিয়ে কংগ্রেসে কথা বলার কিছু নেই।
পূর্ব বার্লিনের কার্ল–মার্ক্স–অ্যালিতে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসে ভাগেঙ্কনেখত ও তাঁর দলের কর্মীরা অভিযোগ করেন, চ্যান্সেলর ওলাফ শোলজের মধ্য বাম জোট জনগণের কথা ভাবছে না। তারা বরং বিজ্ঞাপনের রাজনীতি নিয়ে ব্যস্ত রয়েছে।
বিএসডব্লিউ দলটির সাবেক পূর্ব জার্মানিতে শক্ত সমর্থন রয়েছে। ভাগেঙ্কনেখতের জন্ম জার্মানির পূর্বাঞ্চলে। তাঁর বাবা ইরান ও মা জার্মান বংশোদ্ভূত। ভাগেঙ্কনেখতের অভিযোগ বর্তমান সরকার ভোগবাদ ও পুঁজিবাদের রাজনীতি করে।
উগ্র ডানপন্থী রাজনীতির উত্থান ঠেকাতে জার্মানির নবগঠিত বামপন্থী দল নতুন আকর্ষণীয় প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়েছে। তাঁরা সরকারে এলে উচ্চ অবসরভাতা, প্রতিরক্ষা ব্যয় সংকোচন ও ব্যয়বহুল জলবায়ু নীতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। আসন্ন আঞ্চলিক ও ইউরোপীয় নির্বাচন ঘিরে এ প্রতিশ্রুতি দিয়েছে নতুন বামপন্থী দল সাহরা ভাগেঙ্কনেখত অ্যালায়েন্স (বিএসডব্লিউ)। গত (২৭ জানুয়ারি) জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয় দলটি।
এই দলের নেতা সাহরা ভাগেঙ্কনেখত জার্মানির সাবেক বামপন্থী নেতা এবং স্বনামধন্য রাজনৈতিক অর্থনীতিবিদ। ২০১৫–১৯ পর্যন্ত লেফট পার্টির পার্লামেন্টারি গ্রুপের সহকারী প্রধান ছিলেন তিনি। সাহরার বাবা ইরানি, মা জার্মান।
গত বছরের অক্টোবরের দিকে তিনি দল ত্যাগের ঘোষণা দেন। ওই সময় মধ্য বামপন্থী দলের নেতা চ্যান্সেলর ওলাফ শুলজ ত্রিদলীয় জোট নিয়ে দ্বন্দ্ব জড়ালে দ্রুত জনপ্রিয়তা নেমে যাওয়ার পরিপ্রেক্ষিতে সাহরা ভাগেঙ্কনেখত নতুন দল গঠনের কথা জানান।
দলের আরেক নেতা আমিরা মোহাম্মদ আলী একজন জার্মান রাজনীতিবিদ এবং ২০১৭ সালে থেকে তিনি জার্মান ফেডারেল পার্লামেন্ট বুন্দেস্ট্যাগের সদস্য। ২০১৯ সালের ১২ নভেম্বর থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত, তিনি ডায়েটমার বার্টশের সঙ্গে লেফট পার্টির সংসদীয় সহ–সভাপতি ছিলেন।
আমিরা ২০২৩ সালের অক্টোবরে নতুন দল গঠনের জন্য সাহরা ভাগেঙ্কনেখসহ অন্যদের সঙ্গে লেফট পার্টি ছেড়ে যান। আমিরা এখন নতুন দল বিএসডব্লিউয়ের বোর্ডের চেয়ারম্যান।
তাঁরা মূল ধারার বামপন্থী রাজনীতির বাইরে নতুন ও প্রগতিশীল বাম রাজনীতির কথা বলছেন। যেখানে উগ্র ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) পক্ষে এ মুহূর্তে দেশে ২০ শতাংশ সমর্থন রয়েছে। দলটি সরকার দল ও বিরোধী দলে বহু দিন ধরে আধিপত্য করে আসা ঐতিহ্যবাহী দলগুলো থেকে কিছু বহু ভোটার ভাগিয়ে নিয়ে গেছে।
তবে বিশ্লেষকেরা বলছেন, পূর্ব জার্মানির একটি প্রদেশে ৮ শতাংশ সমর্থন পাওয়া নতুন দল বিএসডব্লিউ অচিরেই ভোটার মধ্যে এএফডির ঘোর ভেঙে দিতে পারে।
জনপ্রিয়তার দিক থেকে ৩১ শতাংশ সমর্থন ধরে রাখা বিরোধী কনজারভেটিভ দলের ঠিক পেছনেই রয়েছে এএফডি। তবে চ্যান্সেলর ওলাফ শোলজের নেতৃত্বে মধ্য বামপন্থী জোটের তিন দল থেকে এগিয়ে রয়েছে। এই জোটের পক্ষে বর্তমানে সমর্থন রয়েছে ৩২ শতাংশ।
গত ২৭ জানুয়ারি সাহরা ভাগেঙ্কনেখত রয়টার্সকে বলেন, ‘আমরা গণতন্ত্রের ভবিষ্যৎ শঙ্কিত। আমরা আশঙ্কা করি যে এএফডি–এর কারণে দেশে ক্ষোভ এবং মতবিরোধ সৃষ্টি হতে পারে। আমাদের মনে হয় না মানুষ মৌলবাদী চিন্তা করে। তাঁরা শুধু এমন একটি কণ্ঠ চান যা অন্য দলের মধ্যে তাঁরা পাননি।’
তবে কিছু নীতিগত ক্ষেত্রে বিএসডব্লিউ দলটি উগ্র ডানপন্থী এএফডি থেকে খুব বেশি আলাদা নয়। নতুন বামপন্থী দলটিও ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করতে চায়। তাদের যুক্তি, এখানে যুক্ত হওয়া মানে যুদ্ধকেই দীর্ঘায়িত করা। এ নিয়ে কংগ্রেসে কথা বলার কিছু নেই।
পূর্ব বার্লিনের কার্ল–মার্ক্স–অ্যালিতে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসে ভাগেঙ্কনেখত ও তাঁর দলের কর্মীরা অভিযোগ করেন, চ্যান্সেলর ওলাফ শোলজের মধ্য বাম জোট জনগণের কথা ভাবছে না। তারা বরং বিজ্ঞাপনের রাজনীতি নিয়ে ব্যস্ত রয়েছে।
বিএসডব্লিউ দলটির সাবেক পূর্ব জার্মানিতে শক্ত সমর্থন রয়েছে। ভাগেঙ্কনেখতের জন্ম জার্মানির পূর্বাঞ্চলে। তাঁর বাবা ইরান ও মা জার্মান বংশোদ্ভূত। ভাগেঙ্কনেখতের অভিযোগ বর্তমান সরকার ভোগবাদ ও পুঁজিবাদের রাজনীতি করে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ, রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে।
১ ঘণ্টা আগেএকজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১০ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১১ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১১ ঘণ্টা আগে