অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের পাঁচ জন্য জ্যেষ্ঠ সহযোগী একযোগে পদত্যাগ করেছেন। কোভিড লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয় ১০ নং ডাউনিং স্ট্রিটে পার্টি করা নিয়ে সমালোচনা যখন তুঙ্গে, সেই মুহূর্তে একযোগে এতজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার পদত্যাগের ঘটনা ঘটল।
গতকাল বৃহস্পতিবার চারজন সিনিয়র স্টাফ পদত্যাগ করার পরে আজ শুক্রবার সর্বশেষ এ দলে যোগ দিয়েছেন নীতি উপদেষ্টা এলেনা নারোজানস্কি। এর আগে প্রথম পদত্যাগ করেন জনসনের নীতি-কৌশল প্রধান মুনিরা মির্জা। তাঁকে অনুসরণ করেন যোগাযোগ প্রধান জ্যাক ডয়েল।
লকডাউনের মধ্যে ডাউনিং স্ট্রিটে পার্টি করার কারণে জনসনকে পদচ্যুত করা হবে কি না সেটি বিবেচনা করছেন কনজারভেটিভ দলের এমপিরা। এ পরিস্থিতিতে জনসন প্রধানমন্ত্রিত্ব বাঁচাতে মরিয়া লড়াই করছেন।
ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর পার্টি করা নিয়ে জনসনের মন্ত্রিপরিষদ সদস্যদের মধ্যেই মতবিরোধ দেখা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলছেন, প্রধানমন্ত্রী ‘পরিবর্তন শুরু করেছেন’। তিনি তাঁর নেতৃত্বকে সমর্থন করছেন।
পদত্যাগ করা কর্মকর্তাদের মধ্যে তিনজন লকডাউন পার্টিতে অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে অন্যতম জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা মার্টিন রেনল্ডস। পার্টির নিমন্ত্রণপত্রগুলো তিনিই বিভিন্ন জনকে পাঠিয়েছিলেন।
তবে মুনিরা মির্জার পদত্যাগের কারণ ভিন্ন। প্রধানমন্ত্রীর মিথ্যা দাবির অভিযোগ তুলে পদত্যাগ করেছেন তিনি। লেবার পার্টির নেতা স্যার কির স্টারমার যখন পাবলিক প্রসিকিউশনের পরিচালক ছিলেন তখন জিমি স্যাভিলের বিরুদ্ধে মামলা করতে ব্যর্থ হয়েছিলেন। এই মিথ্যা দাবির জন্য প্রধানমন্ত্রী ক্ষমা চাইতে অস্বীকার করেছেন।
জনসনের ১৪ বছরের মিত্র মির্জা তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, এটি জঘন্য আচরণ। স্যাভিল সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্যকে ‘উদ্বেগপূর্ণ’ বলেও বর্ণনা করেছেন তিনি।
এদিকে চ্যান্সেলর ঋষি সুনাক প্রকাশ্যেই প্রধানমন্ত্রীর মূল বক্তব্য থেকে নিজের অবস্থান দূরে সরিয়ে রাখছেন। তিনি বলেছেন, ‘সৎ হলে, আমি এটা বলতাম না।’ জনসনের ক্ষমা চাওয়া উচিত কি না জানতে চাইলে সুনাক বলেন, ‘এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকেই নিতে হবে।’
মুনিরা মির্জার পদত্যাগের পরপরই পদত্যাগ করেছেন জনসনের যোগাযোগের পরিচালক ডয়েল। ডয়েল স্টাফদের বলেছিলেন, ‘সাম্প্রতিক দিনগুলো আমার পারিবারিক জীবনে ভয়ানক প্রভাব ফেলেছে।’ কিন্তু তাঁর ইচ্ছে ছিল আরও দুইটা বছর ডাউনিং স্ট্রিটে থাকবেন।
ডাউনিং স্ট্রিটের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, চিফ অব স্টাফ ড্যান রোজেনফিল্ড বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগের কথা বলেন। তবে উত্তরসূরি না পাওয়া পর্যন্ত তিনি পদে থাকবেন।
রেনল্ডস প্রধানমন্ত্রীর প্রধান ব্যক্তিগত সহকারী। পদত্যাগের পর পররাষ্ট্র দপ্তরে কোনো দায়িত্ব পাওয়ার কথা রয়েছে।
নারোজানস্কি পদত্যাগ করেছেন আজ শুক্রবার। তিনি মুনিরা মির্জার প্রতি অনুগত বলে জানা যায়।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের পাঁচ জন্য জ্যেষ্ঠ সহযোগী একযোগে পদত্যাগ করেছেন। কোভিড লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয় ১০ নং ডাউনিং স্ট্রিটে পার্টি করা নিয়ে সমালোচনা যখন তুঙ্গে, সেই মুহূর্তে একযোগে এতজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার পদত্যাগের ঘটনা ঘটল।
গতকাল বৃহস্পতিবার চারজন সিনিয়র স্টাফ পদত্যাগ করার পরে আজ শুক্রবার সর্বশেষ এ দলে যোগ দিয়েছেন নীতি উপদেষ্টা এলেনা নারোজানস্কি। এর আগে প্রথম পদত্যাগ করেন জনসনের নীতি-কৌশল প্রধান মুনিরা মির্জা। তাঁকে অনুসরণ করেন যোগাযোগ প্রধান জ্যাক ডয়েল।
লকডাউনের মধ্যে ডাউনিং স্ট্রিটে পার্টি করার কারণে জনসনকে পদচ্যুত করা হবে কি না সেটি বিবেচনা করছেন কনজারভেটিভ দলের এমপিরা। এ পরিস্থিতিতে জনসন প্রধানমন্ত্রিত্ব বাঁচাতে মরিয়া লড়াই করছেন।
ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর পার্টি করা নিয়ে জনসনের মন্ত্রিপরিষদ সদস্যদের মধ্যেই মতবিরোধ দেখা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলছেন, প্রধানমন্ত্রী ‘পরিবর্তন শুরু করেছেন’। তিনি তাঁর নেতৃত্বকে সমর্থন করছেন।
পদত্যাগ করা কর্মকর্তাদের মধ্যে তিনজন লকডাউন পার্টিতে অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে অন্যতম জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা মার্টিন রেনল্ডস। পার্টির নিমন্ত্রণপত্রগুলো তিনিই বিভিন্ন জনকে পাঠিয়েছিলেন।
তবে মুনিরা মির্জার পদত্যাগের কারণ ভিন্ন। প্রধানমন্ত্রীর মিথ্যা দাবির অভিযোগ তুলে পদত্যাগ করেছেন তিনি। লেবার পার্টির নেতা স্যার কির স্টারমার যখন পাবলিক প্রসিকিউশনের পরিচালক ছিলেন তখন জিমি স্যাভিলের বিরুদ্ধে মামলা করতে ব্যর্থ হয়েছিলেন। এই মিথ্যা দাবির জন্য প্রধানমন্ত্রী ক্ষমা চাইতে অস্বীকার করেছেন।
জনসনের ১৪ বছরের মিত্র মির্জা তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, এটি জঘন্য আচরণ। স্যাভিল সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্যকে ‘উদ্বেগপূর্ণ’ বলেও বর্ণনা করেছেন তিনি।
এদিকে চ্যান্সেলর ঋষি সুনাক প্রকাশ্যেই প্রধানমন্ত্রীর মূল বক্তব্য থেকে নিজের অবস্থান দূরে সরিয়ে রাখছেন। তিনি বলেছেন, ‘সৎ হলে, আমি এটা বলতাম না।’ জনসনের ক্ষমা চাওয়া উচিত কি না জানতে চাইলে সুনাক বলেন, ‘এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকেই নিতে হবে।’
মুনিরা মির্জার পদত্যাগের পরপরই পদত্যাগ করেছেন জনসনের যোগাযোগের পরিচালক ডয়েল। ডয়েল স্টাফদের বলেছিলেন, ‘সাম্প্রতিক দিনগুলো আমার পারিবারিক জীবনে ভয়ানক প্রভাব ফেলেছে।’ কিন্তু তাঁর ইচ্ছে ছিল আরও দুইটা বছর ডাউনিং স্ট্রিটে থাকবেন।
ডাউনিং স্ট্রিটের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, চিফ অব স্টাফ ড্যান রোজেনফিল্ড বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগের কথা বলেন। তবে উত্তরসূরি না পাওয়া পর্যন্ত তিনি পদে থাকবেন।
রেনল্ডস প্রধানমন্ত্রীর প্রধান ব্যক্তিগত সহকারী। পদত্যাগের পর পররাষ্ট্র দপ্তরে কোনো দায়িত্ব পাওয়ার কথা রয়েছে।
নারোজানস্কি পদত্যাগ করেছেন আজ শুক্রবার। তিনি মুনিরা মির্জার প্রতি অনুগত বলে জানা যায়।
বাংলাদেশের আশ্রয় শিবিরগুলো থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ৩ থেকে ৫ হাজার যোদ্ধা সংগ্রহের ব্যাপকতার প্রতিবেদন প্রকাশ করেছে। এ ছাড়া, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের ব্যর্থ আলোচনা, জান্তার পক্ষ থেকে রোহিঙ্গা যোদ্ধাদের অর্থ এবং নাগরিকত্বের প্রস্তাব এবং বিদ্রোহীদের সঙ্গে কিছু বাংলাদেশি কর্মকর্তার...
১ ঘণ্টা আগেযে রাঁধে, সে চুলও বাঁধে—এই প্রবাদের এক অনন্য উদাহরণ ভোপালের রাজকন্যা আবিদা সুলতান। তিনি ছোট বেলা থেকেই ছিলেন একেবারেই ভিন্নধর্মী এক রাজকন্যা। তিনি ছোট চুল রাখতেন, বাঘ শিকার করতেন এবং দুর্দান্ত পোলো খেলতেন। মাত্র ৯ বছর বয়স থেকেই নিজেই রোলস রয়েস গাড়ি চালাতেন, ওড়াতেন বিমানও। তলোয়ারবাজিতেও ছিলে দুর্দান্
২ ঘণ্টা আগেপূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
৩ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা জভি কোগানকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে অভিযুক্তদের কোনো পরিচয় বা হত্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
৩ ঘণ্টা আগে