Ajker Patrika

ইউরোপের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র এখন তুরস্কে

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ মে ২০২৩, ১৬: ১১
ইউরোপের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র এখন তুরস্কে

ইউরোপের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এটি বিশ্বের পাঁচটি বড় সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি। মঙ্গলবার (২ মে) তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানিয়েছে।

সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এরদোয়ান বলেন, ‘তুরস্ক শুধু জ্বালানি আমদানিকারক দেশ হিসেবেই থাকবে না। এটি এখন থেকে জ্বালানি রপ্তানিকারক দেশ হবে।’

এদিন প্রেসিডেন্ট এরদোয়ান দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আনাতোলিয়াতে দৈনিক ১ লাখ ব্যারেল উৎপাদনক্ষমতাসম্পন্ন উচ্চমানের পেট্রোলিয়াম আবিষ্কারের কথাও জানিয়েছেন।

তুরস্কের মধ্যাঞ্চলের কনিয়া প্রদেশে সৌরবিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করেছে তুরস্কের অন্যতম শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান কালিয়ন হোল্ডিংয়ের কালিয়ন এনার্জি। এখান থেকে ১ হাজার ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

তুরস্কে ইউরোপের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধনউদ্বোধনী অনুষ্ঠানে কালিয়ন কারাপিনার সোলার পাওয়ার প্ল্যান্টের পক্ষ থেকে বলা হয়, এই সোলার প্ল্যান্ট তুরস্কের জ্বালানি আমদানি কমাবে এবং দেশটিতে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দেবে।

 ৩২ লাখের বেশি সোলার প্যানেল সমৃদ্ধ এই কেন্দ্র থেকে বার্ষিক ৩০ লাখ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন হবে, যা ২০ লাখ মানুষের বিদ্যুতের চাহিদা পূরণের জন্য যথেষ্ট। পাশাপাশি ৪৫ কোটি ডলার মূল্যের জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করবে।

 ১০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই কেন্দ্র থেকে ইতিমধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। এটি প্রতিবছর ১৫ লাখ টন কার্বন নিঃসারণ কমাবে। এ ছাড়া তুরস্কের মোট জ্বালানি উৎপাদনের ২০ শতাংশ পূরণ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত