অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০টি লকহীড এফ–৩৫ যুদ্ধবিমান কিনতে চায় গ্রিস। এরই মধ্যে দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০টি এফ–৩৫ যুদ্ধবিমান কিনতে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস গত বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত ন্যাটো জোটের দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস এই তথ্য জানান।
ন্যাটোর সদস্য দেশ গ্রিস দেশটির মোট জিডিপির ২ শতাংশেরও বেশি সামরিক খাতে ব্যয় করে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে ন্যাটোর আরেক সদস্য দেশ ও গ্রিসের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী তুরস্কের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় দেশটি সামরিক খাতে ব্যয় ক্রমশ বাড়িয়ে চলেছে।
প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস আরও জানিয়েছেন, গ্রিস আরও এক স্কোয়াড্রন যুদ্ধবিমান কেনার বিষয়টিও খতিয়ে দেখছে। তিনি বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো এক স্কোয়াড্রন এফ–৩৫ কেনা এবং সম্ভব হলে আরও এক স্কোয়াড্রন কেনা। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রে কাছে অনুরোধপত্র পাঠানো হয়েছে।’
কিরিয়াকোস মিৎসোতাকিস জানিয়েছেন, এই অনুরোধপত্র পাঠানোর মাধ্যমে যুদ্ধবিমান ক্রয়ের কয়েক ধাপ প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হলো মাত্র। তিনি জানান, গ্রিস সরকার ২০২৭–২০২৮ সালের মধ্যে এই বিমানগুলো পাওয়ার আশা করছে।
গ্রিস এবং তুরস্ক ইতিহাসে দীর্ঘ সময় ধরেই একে অপরের প্রতিদ্বন্দ্বী। দেশ দুটোর মধ্যে ঈজিয়ান সাগরের জলসীমা এবং জাতিগতভাবে বিভক্ত সাইপ্রাস নিয়ে দ্বন্দ্ব রয়েছে।
এর আগে, চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র সফরকালে কিরিয়াকোস মিৎসোতাকিস গ্রিসের এফ–৩৫ যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন। এথেন্স এই এফ–৩৫ ক্রয় করার আগ্রহ প্রকাশ করা ছাড়াও গত বছর এক স্কোয়াড্রন (২৪ টি) ড্যাসল্ট–রাফায়েল ক্রয়ের জন্য ফ্রান্সের সঙ্গে ২৬০ কোটি ডলারের চুক্তি করেছে।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০টি লকহীড এফ–৩৫ যুদ্ধবিমান কিনতে চায় গ্রিস। এরই মধ্যে দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০টি এফ–৩৫ যুদ্ধবিমান কিনতে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস গত বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত ন্যাটো জোটের দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস এই তথ্য জানান।
ন্যাটোর সদস্য দেশ গ্রিস দেশটির মোট জিডিপির ২ শতাংশেরও বেশি সামরিক খাতে ব্যয় করে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে ন্যাটোর আরেক সদস্য দেশ ও গ্রিসের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী তুরস্কের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় দেশটি সামরিক খাতে ব্যয় ক্রমশ বাড়িয়ে চলেছে।
প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস আরও জানিয়েছেন, গ্রিস আরও এক স্কোয়াড্রন যুদ্ধবিমান কেনার বিষয়টিও খতিয়ে দেখছে। তিনি বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো এক স্কোয়াড্রন এফ–৩৫ কেনা এবং সম্ভব হলে আরও এক স্কোয়াড্রন কেনা। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রে কাছে অনুরোধপত্র পাঠানো হয়েছে।’
কিরিয়াকোস মিৎসোতাকিস জানিয়েছেন, এই অনুরোধপত্র পাঠানোর মাধ্যমে যুদ্ধবিমান ক্রয়ের কয়েক ধাপ প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হলো মাত্র। তিনি জানান, গ্রিস সরকার ২০২৭–২০২৮ সালের মধ্যে এই বিমানগুলো পাওয়ার আশা করছে।
গ্রিস এবং তুরস্ক ইতিহাসে দীর্ঘ সময় ধরেই একে অপরের প্রতিদ্বন্দ্বী। দেশ দুটোর মধ্যে ঈজিয়ান সাগরের জলসীমা এবং জাতিগতভাবে বিভক্ত সাইপ্রাস নিয়ে দ্বন্দ্ব রয়েছে।
এর আগে, চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র সফরকালে কিরিয়াকোস মিৎসোতাকিস গ্রিসের এফ–৩৫ যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন। এথেন্স এই এফ–৩৫ ক্রয় করার আগ্রহ প্রকাশ করা ছাড়াও গত বছর এক স্কোয়াড্রন (২৪ টি) ড্যাসল্ট–রাফায়েল ক্রয়ের জন্য ফ্রান্সের সঙ্গে ২৬০ কোটি ডলারের চুক্তি করেছে।
ইয়াসমিন ঈদ বলেন, ‘আমার মেয়েরা ক্ষুধার তাড়নায় তাদের আঙুল চুষে, আর আমি তাদের পিঠে হাত বুলিয়ে ঘুম পাড়াই।’ গাজায় দখলদার ইসরায়েলের চলমান হামলায় জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে উঠছে। খাবারের অভাবে অনেক মানুষ দিনে মাত্র একবেলা খাচ্ছেন।
১ ঘণ্টা আগেব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
১০ ঘণ্টা আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
১০ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
১৪ ঘণ্টা আগে