অনলাইন ডেস্ক
ইউক্রেনকে অত্যাধুনিক লেপার্ড ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিলেও কোনো যুদ্ধবিমান দেওয়া হবে না বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ। জার্মানির একটি স্থানীয় সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে ইউক্রেন তার মিত্র দেশগুলোর কাছে বারবার যুদ্ধবিমান চেয়ে আসছে। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, যুদ্ধের সক্ষমতা বাড়ানোর জন্য তাঁদের যুদ্ধবিমান প্রয়োজন।
যুক্তরাষ্ট্র বলেছে, তারা যুদ্ধবিমান সরবরাহের ব্যাপারে আগামী বৃহস্পতিবার ‘খুব সতর্কতার সঙ্গে’ কিয়েভের সঙ্গে আলোচনা করবে।
জার্মানির সংবাদপত্র ট্যাগেসপিগেলকে দেওয়া সাক্ষাৎকারে ওলাফ শুলজ বলেছেন, ‘আমাদের লক্ষ্য জার্মানির তৈরি লেপার্ড-২ ট্যাংক সরবরাহ করা, যুদ্ধবিমান নয়। আমরা শুধু ট্যাংক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।’
শুলজ আরও বলেছেন, ‘ন্যাটো রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, এ ধরনের যুদ্ধ ইউরোপজুড়ে ছড়িয়ে পড়ুক, তা আমরা কখনোই চাইব না।’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর নিয়মিত কথা হয় বলেও জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। তিনি বলেছেন, ‘আমাদের পরস্পরের সঙ্গে আরও বেশি কথা বলা দরকার। একই সঙ্গে তিনি স্মরণ করে দিয়েছেন যে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ একেবারেই অগ্রহণযোগ্য। রাশিয়া যদি সেনা প্রত্যাহার করে, তবেই কেবল এ পরিস্থিতির সমাধান হবে।’
মিত্রদের কয়েক সপ্তাহের চাপের পর গত বুধবার জার্মানি ইউক্রেনে ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। জার্মানির প্রতিশ্রুতির পর যুক্তরাষ্ট্রও বলেছে, তারা ইউক্রেনকে এম-১ আব্রামস ট্যাংক পাঠাবে।
ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি মেলনিক একটি ‘যুদ্ধবিমান জোট’ তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধবিমানের জোট ইউক্রেনকে যেন মার্কিন এফ-১৬, এফ-৩৫, ইউরোফাইটার, টর্নোডোস, ফ্রেঞ্চ রাফারেলস ও সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান পাঠায়।
প্রেসিডেন্ট জেলেনস্কি তাঁর নিয়মিত ভিডিও বক্তৃতায় বলেছেন, তাঁদের যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দরকার। এটি ১৮৫ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে।
তবে এ ধরনের ক্ষেপণাস্ত্র পাঠাতে যুক্তরাষ্ট্র এখনো রাজি হয়নি।
ইউক্রেনকে অত্যাধুনিক লেপার্ড ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিলেও কোনো যুদ্ধবিমান দেওয়া হবে না বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ। জার্মানির একটি স্থানীয় সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে ইউক্রেন তার মিত্র দেশগুলোর কাছে বারবার যুদ্ধবিমান চেয়ে আসছে। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, যুদ্ধের সক্ষমতা বাড়ানোর জন্য তাঁদের যুদ্ধবিমান প্রয়োজন।
যুক্তরাষ্ট্র বলেছে, তারা যুদ্ধবিমান সরবরাহের ব্যাপারে আগামী বৃহস্পতিবার ‘খুব সতর্কতার সঙ্গে’ কিয়েভের সঙ্গে আলোচনা করবে।
জার্মানির সংবাদপত্র ট্যাগেসপিগেলকে দেওয়া সাক্ষাৎকারে ওলাফ শুলজ বলেছেন, ‘আমাদের লক্ষ্য জার্মানির তৈরি লেপার্ড-২ ট্যাংক সরবরাহ করা, যুদ্ধবিমান নয়। আমরা শুধু ট্যাংক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।’
শুলজ আরও বলেছেন, ‘ন্যাটো রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, এ ধরনের যুদ্ধ ইউরোপজুড়ে ছড়িয়ে পড়ুক, তা আমরা কখনোই চাইব না।’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর নিয়মিত কথা হয় বলেও জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। তিনি বলেছেন, ‘আমাদের পরস্পরের সঙ্গে আরও বেশি কথা বলা দরকার। একই সঙ্গে তিনি স্মরণ করে দিয়েছেন যে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ একেবারেই অগ্রহণযোগ্য। রাশিয়া যদি সেনা প্রত্যাহার করে, তবেই কেবল এ পরিস্থিতির সমাধান হবে।’
মিত্রদের কয়েক সপ্তাহের চাপের পর গত বুধবার জার্মানি ইউক্রেনে ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। জার্মানির প্রতিশ্রুতির পর যুক্তরাষ্ট্রও বলেছে, তারা ইউক্রেনকে এম-১ আব্রামস ট্যাংক পাঠাবে।
ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি মেলনিক একটি ‘যুদ্ধবিমান জোট’ তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধবিমানের জোট ইউক্রেনকে যেন মার্কিন এফ-১৬, এফ-৩৫, ইউরোফাইটার, টর্নোডোস, ফ্রেঞ্চ রাফারেলস ও সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান পাঠায়।
প্রেসিডেন্ট জেলেনস্কি তাঁর নিয়মিত ভিডিও বক্তৃতায় বলেছেন, তাঁদের যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দরকার। এটি ১৮৫ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে।
তবে এ ধরনের ক্ষেপণাস্ত্র পাঠাতে যুক্তরাষ্ট্র এখনো রাজি হয়নি।
ডেনমার্কের অধীনে থাকা আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে আবারও যুক্তরাষ্ট্রের অংশ করার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় আজ বুধবার তিনি গ্রিনল্যান্ডের বাসিন্দাদের আরও ধনি বানিয়ে দেওয়ারও প্রলোভন দেখিয়েছেন। তবে ট্রাম্পের এমন প্রলোভনেও কোনো কাজ হয়নি। গ্রিনল্যান্ড
৮ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি চিঠি পেয়েছেন। যেখানে জেলেনস্কি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য আলোচনার টেবিলে বসতে আগ্রহ প্রকাশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে এসব কথা
৪০ মিনিট আগে২০১৩ সালে বিশ্বের দীর্ঘতম চুম্বনের রেকর্ড গড়েছিলেন থাইল্যান্ডের এক্কাচাই ও লাকসানা তিরানারাত। কিন্তু প্রেমের এমন গৌরবজনক নজিরও তাঁদের এক ঘরে আটকে রাখতে পারেনি। বুধবার যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট তাঁদের বিচ্ছেদের খবর দিয়েছে।
১ ঘণ্টা আগেএকটি মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে পানামা খালের শেয়ার বিক্রি করছে চীনা প্রতিষ্ঠান সি কে হাচিসন হোল্ডিং। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পানামা খালের প্রবেশমুখে দু’টি গুরুত্বপূর্ণ বন্দরের বেশির ভাগ শেয়ার ছিল হংকংভিত্তিক ওই প্রতিষ্ঠানের মালিকানায়। মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকরক নেতৃত্বাধীন একটি
১ ঘণ্টা আগে