অনলাইন ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন পুতিনকে কোনো ছাড় দেওয়ার ধারণা ইউক্রেনের জন্য অগ্রহণযোগ্য। ছাড় দেওয়া হলে পুরো বিষয়টি ইউরোপের জন্য আত্মহত্যার শামিল হবে বলেও মনে করেন তিনি।
বৃহস্পতিবার ইউক্রেনের সংবাদমাধ্যম প্রাভদা জানিয়েছে, হাঙ্গেরির বুদাপেস্টে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের সম্মেলনে যোগ দিয়ে এ ধরনের মন্তব্য করেছেন জেলেনস্কি। দাবি করেছেন, রাশিয়ার যুদ্ধ আগের চেয়ে এখন অনেক বেশি তীব্র হয়েছে। কারণ উত্তর কোরিয়া এখন ইউরোপের যুদ্ধের ময়দানে এসেছে।
এর আগে গত জুলাইয়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিত ইউরোপীয় রাজনৈতিক সম্মেলনের কথা স্মরণ করে জেলেনস্কি জানান, সেই সময় পুতিনকে ছাড় দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে অনেক কথা হয়েছিল। তিনি বলেন, ‘এখানে উপস্থিত কয়েকজন পুতিনকে ইউক্রেনের ছাড় দেওয়া উচিত বলে মনে করছেন। এটি ইউক্রেনের জন্য অগ্রহণযোগ্য এবং সমগ্র ইউরোপের জন্য আত্মঘাতী।’
তিনি আরও বলেন, ‘তাহলে এর পরে কী হবে? ইউরোপের কি কিম জং উনের সহানুভূতি আশা করা উচিত হবে যে, তিনি ইউরোপ ছেড়ে চলে যাবেন? একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও শান্তিপূর্ণ ইউরোপ গড়তে পারেন এমন কোনো শক্তিশালী নেতা নেই, এমনকি এটি কল্পনার মধ্যেও নেই।’
বক্তব্যের একপর্যায়ে শান্তির জন্য শক্তি প্রয়োজন বলেও উল্লেখ করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘শক্তির মাধ্যমে শান্তি—ধারণাটি বারবার এর বাস্তবতা ও কার্যকারিতা প্রমাণ করেছে। এখন এটি আবারও প্রয়োজন এবং এমন কোনো বিভ্রম থাকা উচিত নয় যে, আপনি দুর্বলতা দেখিয়ে বা কোনো ইউরোপীয় দেশের আত্মসমর্পণের মাধ্যমে একটি ন্যায়সংগত শান্তি আনতে পারবেন।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন পুতিনকে কোনো ছাড় দেওয়ার ধারণা ইউক্রেনের জন্য অগ্রহণযোগ্য। ছাড় দেওয়া হলে পুরো বিষয়টি ইউরোপের জন্য আত্মহত্যার শামিল হবে বলেও মনে করেন তিনি।
বৃহস্পতিবার ইউক্রেনের সংবাদমাধ্যম প্রাভদা জানিয়েছে, হাঙ্গেরির বুদাপেস্টে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের সম্মেলনে যোগ দিয়ে এ ধরনের মন্তব্য করেছেন জেলেনস্কি। দাবি করেছেন, রাশিয়ার যুদ্ধ আগের চেয়ে এখন অনেক বেশি তীব্র হয়েছে। কারণ উত্তর কোরিয়া এখন ইউরোপের যুদ্ধের ময়দানে এসেছে।
এর আগে গত জুলাইয়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিত ইউরোপীয় রাজনৈতিক সম্মেলনের কথা স্মরণ করে জেলেনস্কি জানান, সেই সময় পুতিনকে ছাড় দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে অনেক কথা হয়েছিল। তিনি বলেন, ‘এখানে উপস্থিত কয়েকজন পুতিনকে ইউক্রেনের ছাড় দেওয়া উচিত বলে মনে করছেন। এটি ইউক্রেনের জন্য অগ্রহণযোগ্য এবং সমগ্র ইউরোপের জন্য আত্মঘাতী।’
তিনি আরও বলেন, ‘তাহলে এর পরে কী হবে? ইউরোপের কি কিম জং উনের সহানুভূতি আশা করা উচিত হবে যে, তিনি ইউরোপ ছেড়ে চলে যাবেন? একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও শান্তিপূর্ণ ইউরোপ গড়তে পারেন এমন কোনো শক্তিশালী নেতা নেই, এমনকি এটি কল্পনার মধ্যেও নেই।’
বক্তব্যের একপর্যায়ে শান্তির জন্য শক্তি প্রয়োজন বলেও উল্লেখ করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘শক্তির মাধ্যমে শান্তি—ধারণাটি বারবার এর বাস্তবতা ও কার্যকারিতা প্রমাণ করেছে। এখন এটি আবারও প্রয়োজন এবং এমন কোনো বিভ্রম থাকা উচিত নয় যে, আপনি দুর্বলতা দেখিয়ে বা কোনো ইউরোপীয় দেশের আত্মসমর্পণের মাধ্যমে একটি ন্যায়সংগত শান্তি আনতে পারবেন।’
রাশিয়া ইউক্রেনে এবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) দিয়ে হামলা চালিয়েছে করেছে। আজ বৃহস্পতিবার ইউক্রেনের বিমানবাহিনী এ তথ্য জানিয়েছে। রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে এই প্রথম এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। ইউক্রেন রাশিয়ায় মার্কিন নির্মিত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার...
১ ঘণ্টা আগেবিবিসি জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে এই প্রথম কোনো উপমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্রগুলো কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
১ ঘণ্টা আগে‘গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন ঘুষ কেলেঙ্কারি মামলার পর শেয়ারবাজারে ব্যাপক দরপতন। একদিনে ১,২৩০ কোটি ডলার বাজারমূল্য হারিয়েছে আদানি গ্রুপ। কীভাবে এই ঘটনা ভারতের অর্থনীতিকে প্রভাবিত করছে, জানুন বিশ্লেষণে।’
৪ ঘণ্টা আগেইউক্রেনের সঙ্গে বিজয়ী না হওয়া পর্যন্ত রাশিয়াকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছিল বন্ধুরাষ্ট্র উত্তর কোরিয়া। তারই অংশ হিসেবে উত্তর কোরিয়ার প্রায় ১০ হাজার সেনা রাশিয়ার কুরস্ক অঞ্চলে লড়াই করছে।
৫ ঘণ্টা আগে