অনলাইন ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন পুতিনকে কোনো ছাড় দেওয়ার ধারণা ইউক্রেনের জন্য অগ্রহণযোগ্য। ছাড় দেওয়া হলে পুরো বিষয়টি ইউরোপের জন্য আত্মহত্যার শামিল হবে বলেও মনে করেন তিনি।
বৃহস্পতিবার ইউক্রেনের সংবাদমাধ্যম প্রাভদা জানিয়েছে, হাঙ্গেরির বুদাপেস্টে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের সম্মেলনে যোগ দিয়ে এ ধরনের মন্তব্য করেছেন জেলেনস্কি। দাবি করেছেন, রাশিয়ার যুদ্ধ আগের চেয়ে এখন অনেক বেশি তীব্র হয়েছে। কারণ উত্তর কোরিয়া এখন ইউরোপের যুদ্ধের ময়দানে এসেছে।
এর আগে গত জুলাইয়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিত ইউরোপীয় রাজনৈতিক সম্মেলনের কথা স্মরণ করে জেলেনস্কি জানান, সেই সময় পুতিনকে ছাড় দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে অনেক কথা হয়েছিল। তিনি বলেন, ‘এখানে উপস্থিত কয়েকজন পুতিনকে ইউক্রেনের ছাড় দেওয়া উচিত বলে মনে করছেন। এটি ইউক্রেনের জন্য অগ্রহণযোগ্য এবং সমগ্র ইউরোপের জন্য আত্মঘাতী।’
তিনি আরও বলেন, ‘তাহলে এর পরে কী হবে? ইউরোপের কি কিম জং উনের সহানুভূতি আশা করা উচিত হবে যে, তিনি ইউরোপ ছেড়ে চলে যাবেন? একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও শান্তিপূর্ণ ইউরোপ গড়তে পারেন এমন কোনো শক্তিশালী নেতা নেই, এমনকি এটি কল্পনার মধ্যেও নেই।’
বক্তব্যের একপর্যায়ে শান্তির জন্য শক্তি প্রয়োজন বলেও উল্লেখ করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘শক্তির মাধ্যমে শান্তি—ধারণাটি বারবার এর বাস্তবতা ও কার্যকারিতা প্রমাণ করেছে। এখন এটি আবারও প্রয়োজন এবং এমন কোনো বিভ্রম থাকা উচিত নয় যে, আপনি দুর্বলতা দেখিয়ে বা কোনো ইউরোপীয় দেশের আত্মসমর্পণের মাধ্যমে একটি ন্যায়সংগত শান্তি আনতে পারবেন।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন পুতিনকে কোনো ছাড় দেওয়ার ধারণা ইউক্রেনের জন্য অগ্রহণযোগ্য। ছাড় দেওয়া হলে পুরো বিষয়টি ইউরোপের জন্য আত্মহত্যার শামিল হবে বলেও মনে করেন তিনি।
বৃহস্পতিবার ইউক্রেনের সংবাদমাধ্যম প্রাভদা জানিয়েছে, হাঙ্গেরির বুদাপেস্টে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের সম্মেলনে যোগ দিয়ে এ ধরনের মন্তব্য করেছেন জেলেনস্কি। দাবি করেছেন, রাশিয়ার যুদ্ধ আগের চেয়ে এখন অনেক বেশি তীব্র হয়েছে। কারণ উত্তর কোরিয়া এখন ইউরোপের যুদ্ধের ময়দানে এসেছে।
এর আগে গত জুলাইয়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিত ইউরোপীয় রাজনৈতিক সম্মেলনের কথা স্মরণ করে জেলেনস্কি জানান, সেই সময় পুতিনকে ছাড় দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে অনেক কথা হয়েছিল। তিনি বলেন, ‘এখানে উপস্থিত কয়েকজন পুতিনকে ইউক্রেনের ছাড় দেওয়া উচিত বলে মনে করছেন। এটি ইউক্রেনের জন্য অগ্রহণযোগ্য এবং সমগ্র ইউরোপের জন্য আত্মঘাতী।’
তিনি আরও বলেন, ‘তাহলে এর পরে কী হবে? ইউরোপের কি কিম জং উনের সহানুভূতি আশা করা উচিত হবে যে, তিনি ইউরোপ ছেড়ে চলে যাবেন? একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও শান্তিপূর্ণ ইউরোপ গড়তে পারেন এমন কোনো শক্তিশালী নেতা নেই, এমনকি এটি কল্পনার মধ্যেও নেই।’
বক্তব্যের একপর্যায়ে শান্তির জন্য শক্তি প্রয়োজন বলেও উল্লেখ করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘শক্তির মাধ্যমে শান্তি—ধারণাটি বারবার এর বাস্তবতা ও কার্যকারিতা প্রমাণ করেছে। এখন এটি আবারও প্রয়োজন এবং এমন কোনো বিভ্রম থাকা উচিত নয় যে, আপনি দুর্বলতা দেখিয়ে বা কোনো ইউরোপীয় দেশের আত্মসমর্পণের মাধ্যমে একটি ন্যায়সংগত শান্তি আনতে পারবেন।’
সাংবাদিকতার জন্য বিশ্বে সবচেয়ে বিপজ্জনক বছরগুলোর একটি হয়ে উঠেছে ২০২৪ সাল। আজ বৃহস্পতিবার রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) প্রকাশিত তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, মৃত্যুর শিকার সাংবাদিকদের এক-তৃতীয়াংশ ইসরায়েলি সেনাবাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন। এই ভয়াবহ তথ্য স্বাধীন সাংবাদিকতার ওপর চলমান...
২ ঘণ্টা আগেইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রুভেন রিভলিন দাবি করেছেন, প্রয়াত ব্রিটিশ রানি এলিজাবেথ মনে করতেন—প্রত্যেক ইসরায়েলিই হয় সন্ত্রাসী নয়তো সন্ত্রাসীদের বংশধর। গত রোববার লন্ডনে ইসরায়েলি বিশ্ববিদ্যালয় টেকনিওন-ইসরায়েল ইনস্টিটিউট অব টেকনোলজির ১০০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন...
৩ ঘণ্টা আগেএক বছরেরও বেশি সময় ধরে আপত্তি জানানোর পর হামাস অবশেষে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির আওতায় ইসরায়েলি দাবি মেনে নিয়েছে। এই চুক্তির শর্ত অনুসারে, ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ সাময়িকভাবে গাজায় অবস্থান করবে। মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল আজ বৃহস্পতিবার আরব...
৩ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো টাইম ম্যাগাজিনের ‘পারসন অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালে এই প্রাপ্তির জন্য তাঁকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে অভিহিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস তাঁর পাঠকদের উদ্দেশে এক চিঠিতে বলেন, ‘ঐতিহাসিক পুনরুত্থান,
৪ ঘণ্টা আগে