অনলাইন ডেস্ক
মৃত্যুর দুই বছর পর ৭০ বছর বয়সী এক নারীর মৃতদেহ চেয়ারে বসা অবস্থায় পাওয়া গেছে। উত্তর ইতালির এক বাড়িতে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মারিনেলা বেরেত্তা নামের ওই নারী উত্তর ইতালির লমবার্ডির লেক কমোর কাছে এক বাড়িতে একাকী থাকতেন। তাঁর বাগানের একটি গাছ উপড়ে গেছে—এমন অভিযোগ পেয়ে গত শুক্রবার ফায়ার ব্রিগেডের সদস্যরা তাঁর বাড়িতে যান এবং মারিনেলার পচা দেহটি আবিষ্কার করেন। মৃতদেহটি শোয়ার ঘরের চেয়ারে বসে থাকা অবস্থায় পাওয়া গেছে। কমো সিটি হলের প্রেস কর্মকর্তা ম্যানফ্রেদি সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ম্যানফ্রেদি বলেন, মারিনেলার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পরীক্ষকেরা লাশের পচনের মাত্রার ওপর ভিত্তি করে ধারণা করেন যে, তিনি ২০১৯ সালের শেষের দিকে মারা গিয়েছিলেন। এখনো তাঁর কোনো আত্মীয় এগিয়ে আসেননি। আদৌ তাঁর কোনো আত্মীয় আছে কি না, সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।
বেরেত্তার মৃতদেহ মর্গে রয়েছে এবং অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। কমোর মেয়র মারিও ল্যান্ডরিসিনা শহরের বাসিন্দাদের বেরেত্তার শেষকৃত্যে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার তিনি ইতালির গণমাধ্যমকে বলেছেন, স্থানীয় সরকার বৃদ্ধা মারিনেলার শেষকৃত্যের ব্যবস্থা করবে।
ল্যান্ডরিসিনা বলেন, ‘এটি একসঙ্গে থাকার মুহূর্ত। এই নারীর কোনো আত্মীয় না থাকলেও আমরা তাঁর আত্মীয় হতে পারতাম।’
ইতালির পরিবার ও সমতাবিষয়ক মন্ত্রী এলেনা বনেত্তি গভীর শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, এই মৃত্যু আমাদের বিবেককে আঘাত করে। ভীষণ একাকিত্ব আমাদের ঘিরে ধরছে।
মারিনেলা বেরেত্তার মৃত্যু খুবই মর্মান্তিক। তাঁকে শ্রদ্ধা জানানো আমাদের সম্প্রদায়ের অবশ্য কর্তব্য।
মৃত্যুর দুই বছর পর ৭০ বছর বয়সী এক নারীর মৃতদেহ চেয়ারে বসা অবস্থায় পাওয়া গেছে। উত্তর ইতালির এক বাড়িতে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মারিনেলা বেরেত্তা নামের ওই নারী উত্তর ইতালির লমবার্ডির লেক কমোর কাছে এক বাড়িতে একাকী থাকতেন। তাঁর বাগানের একটি গাছ উপড়ে গেছে—এমন অভিযোগ পেয়ে গত শুক্রবার ফায়ার ব্রিগেডের সদস্যরা তাঁর বাড়িতে যান এবং মারিনেলার পচা দেহটি আবিষ্কার করেন। মৃতদেহটি শোয়ার ঘরের চেয়ারে বসে থাকা অবস্থায় পাওয়া গেছে। কমো সিটি হলের প্রেস কর্মকর্তা ম্যানফ্রেদি সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ম্যানফ্রেদি বলেন, মারিনেলার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পরীক্ষকেরা লাশের পচনের মাত্রার ওপর ভিত্তি করে ধারণা করেন যে, তিনি ২০১৯ সালের শেষের দিকে মারা গিয়েছিলেন। এখনো তাঁর কোনো আত্মীয় এগিয়ে আসেননি। আদৌ তাঁর কোনো আত্মীয় আছে কি না, সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।
বেরেত্তার মৃতদেহ মর্গে রয়েছে এবং অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। কমোর মেয়র মারিও ল্যান্ডরিসিনা শহরের বাসিন্দাদের বেরেত্তার শেষকৃত্যে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার তিনি ইতালির গণমাধ্যমকে বলেছেন, স্থানীয় সরকার বৃদ্ধা মারিনেলার শেষকৃত্যের ব্যবস্থা করবে।
ল্যান্ডরিসিনা বলেন, ‘এটি একসঙ্গে থাকার মুহূর্ত। এই নারীর কোনো আত্মীয় না থাকলেও আমরা তাঁর আত্মীয় হতে পারতাম।’
ইতালির পরিবার ও সমতাবিষয়ক মন্ত্রী এলেনা বনেত্তি গভীর শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, এই মৃত্যু আমাদের বিবেককে আঘাত করে। ভীষণ একাকিত্ব আমাদের ঘিরে ধরছে।
মারিনেলা বেরেত্তার মৃত্যু খুবই মর্মান্তিক। তাঁকে শ্রদ্ধা জানানো আমাদের সম্প্রদায়ের অবশ্য কর্তব্য।
১৯৯৮ সালের ৩ এপ্রিল ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া প্যারিস তাঁর ভাইদের সঙ্গে ছয় বছর বয়স পর্যন্ত হোম স্কুলিং করেছেন। মাইকেল তাঁর সন্তানদের ব্যক্তিগত জীবন রক্ষা করতে খুব সচেতন ছিলেন। তাই তিনি প্রায় সময়ই ক্যামেরার সামনে পড়ে গেলে সন্তানদের লুকিয়ে ফেলতেন কিংবা মুখ ঢেকে দিতেন।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সহায়তা স্থগিতের আবেদন নাকচ করে দিয়েছেন। গত মাসে ট্রাম্প প্রশাসনকে বৈদেশিক সহায়তা চালু রাখার জন্য সাময়িক অনুমতি দিতে নির্দেশ দিয়েছিলেন মার্কিন জেলা জজ আমির আলী। এর বিপরীতে করা ট্রাম্প প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান...
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। জানিয়ে দিয়েছে, তারা যেকোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন বাণিজ্য শুল্কের জবাবে এই প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি।
৪ ঘণ্টা আগেসদ্য সমাপ্ত মহাকুম্ভের সাফল্যের গল্প শুনিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্য বিধানসভায় দেওয়া এক ভাষণে তিনি জানিয়েছেন, একজন নৌকার মালিক ও তাঁর পরিবার মেলার ৪৫ দিনে ৩০ কোটি রুপি আয় করেছে। মুখ্যমন্ত্রীর মতে, এই নৌকার মালিকের ১৩০টি নৌকা ছিল; যার প্রতিটি থেকে তিনি মেলার সময় গড়ে ২৩ লাখ
৫ ঘণ্টা আগে