অনলাইন ডেস্ক
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ইউরোপকে যেন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলেছে। তুরস্ক, গ্রিস, ইতালি ও রাশিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়েছে বনের পর বন। বিপর্যস্ত হয়ে পড়েছে জীব বৈচিত্র্য।
দক্ষিণ অঞ্চলে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা দেখা গেছে। তাপমাত্র বেড়ে যাওয়ায় এই অঞ্চলে দাবানলে বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এরই মধ্যে গ্রিস, তুরস্ক ও ইতালিতে ১২ মারা গেছেন। দাবানলের ভয়াবহতা উপলব্ধি করে গত সোমবার জাতিসংঘ জানিয়েছে, বৈশ্বিক উষ্ণতা আশঙ্কার চেয়ে দ্রুত গতিতে বাড়ছে। ফলে ভবিষ্যতে ভয়াবহ দাবানলের মুখে পড়বে বিশ্ব।
গ্রিসের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ এভিয়ার বাসিন্দারা সপ্তম দিনের মতো দাবানলের মুখোমুখি হয়েছে। গ্রিসে এক সপ্তাহে ৫৮৬টি দাবানলের ঘটনা ঘটেছে। হাজার হাজার মানুষ হয়েছেন গৃহহীন।
ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে না পারায় গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস জাতির কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, 'বাড়িঘর ও সম্পদ পুড়ে যাওয়া মানুষের কষ্ট আমি বুঝি। আগুন নিয়ন্ত্রণে আনতে না পারার কারণ খুঁজে বের করা হবে। আর যেখানে অগ্নিনির্বাপককর্মী প্রয়োজন হবে সেখানে তাদের দায়িত্ব দেওয়া হবে।'
এ দিকে ইতালির আবহাওয়া দপ্তর গত সোমবার জানিয়েছে, দেশে তাপমাত্র ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ফলে দেশের বিভিন্ন অংশে দাবানলের ঘটনা ঘটতে পারে। ফলে সতর্ক থাকতে হবে।
গত জুন মাস থেকে ইতালিতে ৪৪ হাজার ৪৪২টি দাবানলের ঘটনা ঘটেছে। যা গত বছরের চেয়েছে ২৬ হাজার বেশি।
দাবানলের হাত থেকে রেহাই পায়নি রাশিয়াও। নাসার স্যাটেলাইট সাইবেরিয়া অঞ্চলে দাবানলের ভয়াবহ চিত্র দেখা গেছে। দাবানলের ধোঁয়া ৩০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উত্তর মেরুতে পৌঁছে গেছে বলে দেশটির আবহাওয়া পর্যবেক্ষণ দপ্তর জানিয়েছে।
এ ছাড়া গত দুই সপ্তাহে, তুরস্কের ভূমধ্যসাগরের এবং এজিয়ান প্রদেশের হাজার হাজার হেক্টর বনভূমি দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে। দেশটিতে আগুনে পুড়ে আটজন মারা গেছেন এবং পর্যটক সহ হাজার হাজার মানুষকে ওই অঞ্চল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ইউরোপকে যেন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলেছে। তুরস্ক, গ্রিস, ইতালি ও রাশিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়েছে বনের পর বন। বিপর্যস্ত হয়ে পড়েছে জীব বৈচিত্র্য।
দক্ষিণ অঞ্চলে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা দেখা গেছে। তাপমাত্র বেড়ে যাওয়ায় এই অঞ্চলে দাবানলে বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এরই মধ্যে গ্রিস, তুরস্ক ও ইতালিতে ১২ মারা গেছেন। দাবানলের ভয়াবহতা উপলব্ধি করে গত সোমবার জাতিসংঘ জানিয়েছে, বৈশ্বিক উষ্ণতা আশঙ্কার চেয়ে দ্রুত গতিতে বাড়ছে। ফলে ভবিষ্যতে ভয়াবহ দাবানলের মুখে পড়বে বিশ্ব।
গ্রিসের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ এভিয়ার বাসিন্দারা সপ্তম দিনের মতো দাবানলের মুখোমুখি হয়েছে। গ্রিসে এক সপ্তাহে ৫৮৬টি দাবানলের ঘটনা ঘটেছে। হাজার হাজার মানুষ হয়েছেন গৃহহীন।
ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে না পারায় গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস জাতির কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, 'বাড়িঘর ও সম্পদ পুড়ে যাওয়া মানুষের কষ্ট আমি বুঝি। আগুন নিয়ন্ত্রণে আনতে না পারার কারণ খুঁজে বের করা হবে। আর যেখানে অগ্নিনির্বাপককর্মী প্রয়োজন হবে সেখানে তাদের দায়িত্ব দেওয়া হবে।'
এ দিকে ইতালির আবহাওয়া দপ্তর গত সোমবার জানিয়েছে, দেশে তাপমাত্র ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ফলে দেশের বিভিন্ন অংশে দাবানলের ঘটনা ঘটতে পারে। ফলে সতর্ক থাকতে হবে।
গত জুন মাস থেকে ইতালিতে ৪৪ হাজার ৪৪২টি দাবানলের ঘটনা ঘটেছে। যা গত বছরের চেয়েছে ২৬ হাজার বেশি।
দাবানলের হাত থেকে রেহাই পায়নি রাশিয়াও। নাসার স্যাটেলাইট সাইবেরিয়া অঞ্চলে দাবানলের ভয়াবহ চিত্র দেখা গেছে। দাবানলের ধোঁয়া ৩০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উত্তর মেরুতে পৌঁছে গেছে বলে দেশটির আবহাওয়া পর্যবেক্ষণ দপ্তর জানিয়েছে।
এ ছাড়া গত দুই সপ্তাহে, তুরস্কের ভূমধ্যসাগরের এবং এজিয়ান প্রদেশের হাজার হাজার হেক্টর বনভূমি দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে। দেশটিতে আগুনে পুড়ে আটজন মারা গেছেন এবং পর্যটক সহ হাজার হাজার মানুষকে ওই অঞ্চল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
দীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
৩৮ মিনিট আগেপ্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেন। সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ব্রুক রোলিন্সকে। অর্থাৎ ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের আগে ১৫ সদস্য নিয়ে ট্রাম্প তাঁর মন্ত্রিসভা জন্য চূড়ান্ত করে ফেলেছেন।
২ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় জমায়াতের প্রস্তুতি নিয়েছে। তবে এই মিছিল ঠেকাতে মরিয়া এখন দেশটির ক্ষমতাসীন সরকার। এ জন্য ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগেতীব্র ঝড়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে লন্ডনে বিমান অবতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌদি পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এক পাইলট। সোমবার গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী স্টর্ম বার্ট ঝড়ে ভারী তুষার ও বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সৃষ্টি হয়েছিল। এই ঝড় যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের বিশৃঙ্খল
৪ ঘণ্টা আগে