অনলাইন ডেস্ক
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ইউরোপকে যেন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলেছে। তুরস্ক, গ্রিস, ইতালি ও রাশিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়েছে বনের পর বন। বিপর্যস্ত হয়ে পড়েছে জীব বৈচিত্র্য।
দক্ষিণ অঞ্চলে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা দেখা গেছে। তাপমাত্র বেড়ে যাওয়ায় এই অঞ্চলে দাবানলে বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এরই মধ্যে গ্রিস, তুরস্ক ও ইতালিতে ১২ মারা গেছেন। দাবানলের ভয়াবহতা উপলব্ধি করে গত সোমবার জাতিসংঘ জানিয়েছে, বৈশ্বিক উষ্ণতা আশঙ্কার চেয়ে দ্রুত গতিতে বাড়ছে। ফলে ভবিষ্যতে ভয়াবহ দাবানলের মুখে পড়বে বিশ্ব।
গ্রিসের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ এভিয়ার বাসিন্দারা সপ্তম দিনের মতো দাবানলের মুখোমুখি হয়েছে। গ্রিসে এক সপ্তাহে ৫৮৬টি দাবানলের ঘটনা ঘটেছে। হাজার হাজার মানুষ হয়েছেন গৃহহীন।
ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে না পারায় গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস জাতির কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, 'বাড়িঘর ও সম্পদ পুড়ে যাওয়া মানুষের কষ্ট আমি বুঝি। আগুন নিয়ন্ত্রণে আনতে না পারার কারণ খুঁজে বের করা হবে। আর যেখানে অগ্নিনির্বাপককর্মী প্রয়োজন হবে সেখানে তাদের দায়িত্ব দেওয়া হবে।'
এ দিকে ইতালির আবহাওয়া দপ্তর গত সোমবার জানিয়েছে, দেশে তাপমাত্র ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ফলে দেশের বিভিন্ন অংশে দাবানলের ঘটনা ঘটতে পারে। ফলে সতর্ক থাকতে হবে।
গত জুন মাস থেকে ইতালিতে ৪৪ হাজার ৪৪২টি দাবানলের ঘটনা ঘটেছে। যা গত বছরের চেয়েছে ২৬ হাজার বেশি।
দাবানলের হাত থেকে রেহাই পায়নি রাশিয়াও। নাসার স্যাটেলাইট সাইবেরিয়া অঞ্চলে দাবানলের ভয়াবহ চিত্র দেখা গেছে। দাবানলের ধোঁয়া ৩০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উত্তর মেরুতে পৌঁছে গেছে বলে দেশটির আবহাওয়া পর্যবেক্ষণ দপ্তর জানিয়েছে।
এ ছাড়া গত দুই সপ্তাহে, তুরস্কের ভূমধ্যসাগরের এবং এজিয়ান প্রদেশের হাজার হাজার হেক্টর বনভূমি দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে। দেশটিতে আগুনে পুড়ে আটজন মারা গেছেন এবং পর্যটক সহ হাজার হাজার মানুষকে ওই অঞ্চল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ইউরোপকে যেন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলেছে। তুরস্ক, গ্রিস, ইতালি ও রাশিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়েছে বনের পর বন। বিপর্যস্ত হয়ে পড়েছে জীব বৈচিত্র্য।
দক্ষিণ অঞ্চলে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা দেখা গেছে। তাপমাত্র বেড়ে যাওয়ায় এই অঞ্চলে দাবানলে বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এরই মধ্যে গ্রিস, তুরস্ক ও ইতালিতে ১২ মারা গেছেন। দাবানলের ভয়াবহতা উপলব্ধি করে গত সোমবার জাতিসংঘ জানিয়েছে, বৈশ্বিক উষ্ণতা আশঙ্কার চেয়ে দ্রুত গতিতে বাড়ছে। ফলে ভবিষ্যতে ভয়াবহ দাবানলের মুখে পড়বে বিশ্ব।
গ্রিসের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ এভিয়ার বাসিন্দারা সপ্তম দিনের মতো দাবানলের মুখোমুখি হয়েছে। গ্রিসে এক সপ্তাহে ৫৮৬টি দাবানলের ঘটনা ঘটেছে। হাজার হাজার মানুষ হয়েছেন গৃহহীন।
ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে না পারায় গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস জাতির কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, 'বাড়িঘর ও সম্পদ পুড়ে যাওয়া মানুষের কষ্ট আমি বুঝি। আগুন নিয়ন্ত্রণে আনতে না পারার কারণ খুঁজে বের করা হবে। আর যেখানে অগ্নিনির্বাপককর্মী প্রয়োজন হবে সেখানে তাদের দায়িত্ব দেওয়া হবে।'
এ দিকে ইতালির আবহাওয়া দপ্তর গত সোমবার জানিয়েছে, দেশে তাপমাত্র ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ফলে দেশের বিভিন্ন অংশে দাবানলের ঘটনা ঘটতে পারে। ফলে সতর্ক থাকতে হবে।
গত জুন মাস থেকে ইতালিতে ৪৪ হাজার ৪৪২টি দাবানলের ঘটনা ঘটেছে। যা গত বছরের চেয়েছে ২৬ হাজার বেশি।
দাবানলের হাত থেকে রেহাই পায়নি রাশিয়াও। নাসার স্যাটেলাইট সাইবেরিয়া অঞ্চলে দাবানলের ভয়াবহ চিত্র দেখা গেছে। দাবানলের ধোঁয়া ৩০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উত্তর মেরুতে পৌঁছে গেছে বলে দেশটির আবহাওয়া পর্যবেক্ষণ দপ্তর জানিয়েছে।
এ ছাড়া গত দুই সপ্তাহে, তুরস্কের ভূমধ্যসাগরের এবং এজিয়ান প্রদেশের হাজার হাজার হেক্টর বনভূমি দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে। দেশটিতে আগুনে পুড়ে আটজন মারা গেছেন এবং পর্যটক সহ হাজার হাজার মানুষকে ওই অঞ্চল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভোগ্য পণ্যের বাজারে মূল্যস্ফীতি চলছে বেশ কিছু দিন হলো। বর্তমানে পরিস্থিতি অনেকটাই সহনীয় হয়ে এলেও দেশটির ডিমের বাজারে যেন আগুন লেগেছে। আর এই বাজার নিয়ন্ত্রণে খোদ মার্কিন প্রেসিডেন্ট ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেরাষ্ট্রীয় সফরে রাশিয়া গেছেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং। এই সফরের আগে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ৬টি জ্যান্ত হাতি উপহার দেন। বৈঠকে এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পুতিন। তবে বিশ্লেষকেরা এই ‘হস্তী কূটনীতিকে’ ব্যয়বহুল প্রকল্পের কূটনীতির স্মারক হিসেবে...
২ ঘণ্টা আগেআরব বিশ্বের দেশগুলোর নেতারা ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত হয়ে যাওয়া ফিলিস্তিনি ভূখণ্ড গাজা পুনর্গঠনের জন্য ৫৩ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনা অনুমোদন করেছেন। ভবিষ্যতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) অধীনে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাকে ‘মধ্যপ্রাচ্যের
২ ঘণ্টা আগে‘অবৈধ বিক্ষোভ’ করবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সেসব স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয়ে ফেডারেল তহবিল বন্ধ করবে ট্রাম্প প্রশাসন। ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে এ তথ্য। গতকাল মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যম...
৩ ঘণ্টা আগে