অনলাইন ডেস্ক
ইতালির বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেছে জার্মানি। দেশটির অভিযোগ, রোম নাৎসি যুদ্ধাপরাধের শিকার ব্যক্তিদের জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিষয়টিকে প্রশ্রয় দিয়ে আসছে এবং এই দাবি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। শুক্রবার জার্মানি আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) এই মামলা দায়ের করে।
শনিবার বার্তা সংস্থা প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের ওয়েবসাইটে প্রকাশিত মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, জার্মানি বলছে যে—তাঁরা ক্ষতিপূরণ দেওয়ার পরও ইতালি ক্ষতিপূরণের বিষয়টি স্থানীয় আদালতে আনার অনুমতি দিচ্ছে। যা স্পষ্টভাবে আইসিজে-এর ২০১২ সালে দেওয়া রায়ের স্পষ্ট লঙ্ঘন। ওই রায়ে আন্তর্জাতিক আইনের আওতায় বার্লিনকে এই সব বিষয় থেকে দায়মুক্তি দেওয়া হয়েছিল।
অভিযোগে জার্মানি জানিয়েছে, ২০১২ সালে আইসিজের দেওয়া রায়ের পর থেকে ইতালিতে বর্তমান সময় পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের কৃত অপরাধের কারণে জার্মানির বিরুদ্ধে ২৫ টিরও বেশি নতুন ক্ষতিপূরণ দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে, ইতালির অনেক স্থানীয় আদালত অনেক ক্ষেত্রেই জার্মানিকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। এমনকি, এ ধরনের দুটি মামলায় অভিযুক্তদের সন্তুষ্ট করতে আদালত ইতালিতে থাকা জার্মানির রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে।
অভিযোগে জার্মানি আরও জানিয়েছে, তাঁরা আইসিজেতে এ মামলা দায়ের করেছে কারণ—ইতালির একটি আদালত জানিয়েছে তাঁরা আগামী ২৫ মে’র মধ্যে সিদ্ধান্ত নেবে যে, রোমে জার্মানির রাষ্ট্রীয় মালিকানাধীন ভবনগুলো বিক্রি করতে বাধ্য করা হবে কিনা। এসব ভবনের মধ্যে কিছু ভবন জার্মান সাংস্কৃতিক, প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক নিদর্শন বহন করে এবং কিছু ভবনে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
বার্লিন আইসিজেকে আপাতত অস্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছে যাতে ইতালি সম্পত্তি নিলাম না করে। তবে এই বিষয়ে কবে শুনানি হতে পারে তা নিয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই শুনানি অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
ইতালির বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেছে জার্মানি। দেশটির অভিযোগ, রোম নাৎসি যুদ্ধাপরাধের শিকার ব্যক্তিদের জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিষয়টিকে প্রশ্রয় দিয়ে আসছে এবং এই দাবি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। শুক্রবার জার্মানি আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) এই মামলা দায়ের করে।
শনিবার বার্তা সংস্থা প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের ওয়েবসাইটে প্রকাশিত মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, জার্মানি বলছে যে—তাঁরা ক্ষতিপূরণ দেওয়ার পরও ইতালি ক্ষতিপূরণের বিষয়টি স্থানীয় আদালতে আনার অনুমতি দিচ্ছে। যা স্পষ্টভাবে আইসিজে-এর ২০১২ সালে দেওয়া রায়ের স্পষ্ট লঙ্ঘন। ওই রায়ে আন্তর্জাতিক আইনের আওতায় বার্লিনকে এই সব বিষয় থেকে দায়মুক্তি দেওয়া হয়েছিল।
অভিযোগে জার্মানি জানিয়েছে, ২০১২ সালে আইসিজের দেওয়া রায়ের পর থেকে ইতালিতে বর্তমান সময় পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের কৃত অপরাধের কারণে জার্মানির বিরুদ্ধে ২৫ টিরও বেশি নতুন ক্ষতিপূরণ দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে, ইতালির অনেক স্থানীয় আদালত অনেক ক্ষেত্রেই জার্মানিকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। এমনকি, এ ধরনের দুটি মামলায় অভিযুক্তদের সন্তুষ্ট করতে আদালত ইতালিতে থাকা জার্মানির রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে।
অভিযোগে জার্মানি আরও জানিয়েছে, তাঁরা আইসিজেতে এ মামলা দায়ের করেছে কারণ—ইতালির একটি আদালত জানিয়েছে তাঁরা আগামী ২৫ মে’র মধ্যে সিদ্ধান্ত নেবে যে, রোমে জার্মানির রাষ্ট্রীয় মালিকানাধীন ভবনগুলো বিক্রি করতে বাধ্য করা হবে কিনা। এসব ভবনের মধ্যে কিছু ভবন জার্মান সাংস্কৃতিক, প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক নিদর্শন বহন করে এবং কিছু ভবনে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
বার্লিন আইসিজেকে আপাতত অস্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছে যাতে ইতালি সম্পত্তি নিলাম না করে। তবে এই বিষয়ে কবে শুনানি হতে পারে তা নিয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই শুনানি অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
ট্রাম্প প্রশাসন মার্কিন বন্দীদের মুক্তি ও যুদ্ধের অবসানের সম্ভাব্য চুক্তি নিয়ে গাজায় হামাসের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে অবগত দুটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে এই তথ্য জানিয়েছে। কয়েক সপ্তাহ ধরে বোহলার ও হামাস কর্মকর্তাদের মধ্যে কয়েক দফায় এসব বৈঠক অনুষ্
৯ মিনিট আগেস্থানীয় সময় গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বেশ খোলামেলাভাবেই এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লিখেন, ‘শালোম হামাস—শালোমের অর্থ শান্তি অথবা বিদায়—দুটোই হতে পারে। তোমরা (হামাস) কোনটি...
৩০ মিনিট আগেইউক্রেনে গোয়েন্দা সহায়তা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা সুস্পষ্ট কারণেই কখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি বা হবেও না। তবে বেশির ভাগ বিশ্লেষক...
১ ঘণ্টা আগে১৯৯৮ সালের ৩ এপ্রিল ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া প্যারিস তাঁর ভাইদের সঙ্গে ছয় বছর বয়স পর্যন্ত হোম স্কুলিং করেছেন। মাইকেল তাঁর সন্তানদের ব্যক্তিগত জীবন রক্ষা করতে খুব সচেতন ছিলেন। তাই তিনি প্রায় সময়ই ক্যামেরার সামনে পড়ে গেলে সন্তানদের লুকিয়ে ফেলতেন কিংবা মুখ ঢেকে দিতেন।
১০ ঘণ্টা আগে