অনলাইন ডেস্ক
প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় জার্মানি ও বেলজিয়ামে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। রয়টার্স জানিয়েছে, জার্মানিতে বন্যায় মারা গেছেন ১৪৩ জন। বেলজিয়ামে মৃত্যু হয়েছে ২৭ জনের। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল রোববার (১৮ জুলাই) রিনেল্যান্ড পালাটিনাটে পরিদর্শনে যাবেন। বন্যায় রাজ্যটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্ধশত বছরের মধ্যে এটি জার্মানির সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়। পুলিশের হিসেব অনুযায়ী, শুধুমাত্র দেশটির কোলন শহরের দক্ষিণে আরউইলার জেলায় প্রায় ৯৮ জনের মৃত্যু হয়েছে।
শহরটি থেকে এরই মধ্যে ৭০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ওয়াসেনবার্গের মেয়র মার্সের মাউরার রয়টার্সকে বলেন, ‘গতরাত থেকে পানির স্তর আর বাড়েনি। সুতরাং আমরা বলতে পারি, পরিস্থিতি কিছুটা স্থিতিশীল আছে। এটা সত্যি যে, এখনও আশাবাদী হওয়ার সময় আসেনি, কিন্তু তারপরও আমরা আশা করছি পরিস্থিতির আরও উন্নতি হবে।’
জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টিনমিয়ার বন্যায় ক্ষতিগ্রস্ত নর্থ রিনে-ভেসপালিয়া রাজ্যের এফস্ট্যাড শহর পরিদর্শন করেছেন। যেখানে প্রাকৃতিক এই দুর্যোগে মৃত্যু হয়েছে ৪৫ জনের।
বন্যায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টিনমিয়ার। তিনি বলেন, ‘এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের মতো আমরাও শোকাহত। তাঁদের এই মর্মান্তিক মৃত্যু আমাদের হৃদয়কে ব্যাথিত করেছে।’
এদিকে এমন প্রাকৃতিক দুর্যোগের জন্য জলবায়ুকে পরিবর্তকে দায়ী করা হচ্ছে। জার্মান আবহাওয়াবিদ আন্দ্রেস ফ্রেডরিখ সিএনএনকে জানান, দেশটির বেশ কিছু অঞ্চলে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণের বেশি বৃষ্টিপাত হতে দেখা গেছে।
জার্মানির এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, রাস্তায় গাড়িগুলো ভাসছে। বাড়িগুলো ধ্বংস হয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে এ যেন ‘যুদ্ধক্ষেত্র’।
প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় জার্মানি ও বেলজিয়ামে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। রয়টার্স জানিয়েছে, জার্মানিতে বন্যায় মারা গেছেন ১৪৩ জন। বেলজিয়ামে মৃত্যু হয়েছে ২৭ জনের। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল রোববার (১৮ জুলাই) রিনেল্যান্ড পালাটিনাটে পরিদর্শনে যাবেন। বন্যায় রাজ্যটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্ধশত বছরের মধ্যে এটি জার্মানির সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়। পুলিশের হিসেব অনুযায়ী, শুধুমাত্র দেশটির কোলন শহরের দক্ষিণে আরউইলার জেলায় প্রায় ৯৮ জনের মৃত্যু হয়েছে।
শহরটি থেকে এরই মধ্যে ৭০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ওয়াসেনবার্গের মেয়র মার্সের মাউরার রয়টার্সকে বলেন, ‘গতরাত থেকে পানির স্তর আর বাড়েনি। সুতরাং আমরা বলতে পারি, পরিস্থিতি কিছুটা স্থিতিশীল আছে। এটা সত্যি যে, এখনও আশাবাদী হওয়ার সময় আসেনি, কিন্তু তারপরও আমরা আশা করছি পরিস্থিতির আরও উন্নতি হবে।’
জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টিনমিয়ার বন্যায় ক্ষতিগ্রস্ত নর্থ রিনে-ভেসপালিয়া রাজ্যের এফস্ট্যাড শহর পরিদর্শন করেছেন। যেখানে প্রাকৃতিক এই দুর্যোগে মৃত্যু হয়েছে ৪৫ জনের।
বন্যায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টিনমিয়ার। তিনি বলেন, ‘এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের মতো আমরাও শোকাহত। তাঁদের এই মর্মান্তিক মৃত্যু আমাদের হৃদয়কে ব্যাথিত করেছে।’
এদিকে এমন প্রাকৃতিক দুর্যোগের জন্য জলবায়ুকে পরিবর্তকে দায়ী করা হচ্ছে। জার্মান আবহাওয়াবিদ আন্দ্রেস ফ্রেডরিখ সিএনএনকে জানান, দেশটির বেশ কিছু অঞ্চলে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণের বেশি বৃষ্টিপাত হতে দেখা গেছে।
জার্মানির এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, রাস্তায় গাড়িগুলো ভাসছে। বাড়িগুলো ধ্বংস হয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে এ যেন ‘যুদ্ধক্ষেত্র’।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
৮ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
৮ ঘণ্টা আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
৯ ঘণ্টা আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
১০ ঘণ্টা আগে