Ajker Patrika

মার্কিন অস্ত্র দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৫৯
মার্কিন অস্ত্র দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী

রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন অস্ত্র দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় ইয়াভোরিভ সামরিক ঘাঁটিতে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের তৈরি অ্যান্টি ট্যাংক মিসাইল, রকেট লঞ্চার দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের ২০ কোটি ডলারের নিরাপত্তা চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র এই অস্ত্র সরবরাহ করছে।

রয়টার্স বলছে, ইউক্রেনের সৈন্যরা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আবার কেউ দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছে। এ ছাড়া তুষারময় ভূমি দিয়ে সামরিক যানবাহন চালাতে দেখা গেছে।

সম্প্রতি ইউক্রেন সীমান্তের কাছে কয়েক হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। এতে দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও মস্কো এ ধরনের হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছে। 

ইউক্রেন সেনাবাহিনীর মুখপাত্র অ্যান্ড্রি বেস্টইউক বলেন, এই অস্ত্রগুলো সামরিক যানগুলোকে থামাতে, তাদের ক্ষতি করতে এবং শহুরে পরিবেশে ভবনগুলোতে লুকিয়ে থাকা শত্রুদের ধ্বংস করতে সাহায্য করবে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা বলেন, শান্তি চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। 

গতকাল শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, মার্কিন অস্ত্রের পরবর্তী চালান শিগ্‌গিরই আসবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত