অনলাইন ডেস্ক
তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটির মুদ্রা লিরার রেকর্ড দরপতন হয়েছে। ঘটনাটি এই ইঙ্গিত দেয় যে, তুরস্কের অর্থনৈতিক ভবিষ্যৎ বেশ নড়বড়ে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত আট মাসের মধ্যে গতকাল সোমবার ছিল তুরস্কের মুদ্রাবাজারের সবচেয়ে খারাপ দিন। এদিন মার্কিন ডলারের বিপরীতে লিরার দরপতন হয়েছে সবচেয়ে বেশি। লিরার মূল্য নেমে গিয়েছিল ২০ দশমিক শূন্য ১-এ। বিশেষজ্ঞরা বলছেন, তুরস্কের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার কারণে লিরার অস্বাভাবিক দরপতন হয়েছে।
নির্বাচনের আগে প্রেসিডেন্ট এরদোয়ান মুদ্রাস্ফীতিকে একক অঙ্কে নামানোর এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত রোববার তিনি আবারও সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তবে কিছু বিশ্লেষক বলেছেন, তাঁর (এরদোয়ানের) অর্থনৈতিক নীতিগুলো সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এরদোয়ান সরকার ২০২১ সালের শেষের দিকে সুদের হার কমিয়েছিল। তখন থেকেই লিরার ব্যাপক দরপতন শুরু হয়। গত বছর তুরস্কে মূল্যস্ফীতি পৌঁছেছিল ৮৫ দশমিক ৫ শতাংশে, যা ছিল গত ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
তুরস্কের সংকটাপন্ন অর্থনীতি এবং গত ফেব্রুয়ারির ব্যাপক বিধ্বংসী ভূমিকম্পের পর সরকারি অব্যবস্থাপনা এরদোয়ানের জয়ের পথে কাঁটা হবে বলে ধারণা করা হয়েছিল। তবে সব ধারণাকে মিথ্যা প্রমাণ করে গত রোববার দ্বিতীয় দফার ভোটে এরদোয়ান আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে তুরস্কের ক্ষমতায় বসলেন তিনি।
আরও খবর পড়ুন:
তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটির মুদ্রা লিরার রেকর্ড দরপতন হয়েছে। ঘটনাটি এই ইঙ্গিত দেয় যে, তুরস্কের অর্থনৈতিক ভবিষ্যৎ বেশ নড়বড়ে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত আট মাসের মধ্যে গতকাল সোমবার ছিল তুরস্কের মুদ্রাবাজারের সবচেয়ে খারাপ দিন। এদিন মার্কিন ডলারের বিপরীতে লিরার দরপতন হয়েছে সবচেয়ে বেশি। লিরার মূল্য নেমে গিয়েছিল ২০ দশমিক শূন্য ১-এ। বিশেষজ্ঞরা বলছেন, তুরস্কের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার কারণে লিরার অস্বাভাবিক দরপতন হয়েছে।
নির্বাচনের আগে প্রেসিডেন্ট এরদোয়ান মুদ্রাস্ফীতিকে একক অঙ্কে নামানোর এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত রোববার তিনি আবারও সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তবে কিছু বিশ্লেষক বলেছেন, তাঁর (এরদোয়ানের) অর্থনৈতিক নীতিগুলো সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এরদোয়ান সরকার ২০২১ সালের শেষের দিকে সুদের হার কমিয়েছিল। তখন থেকেই লিরার ব্যাপক দরপতন শুরু হয়। গত বছর তুরস্কে মূল্যস্ফীতি পৌঁছেছিল ৮৫ দশমিক ৫ শতাংশে, যা ছিল গত ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
তুরস্কের সংকটাপন্ন অর্থনীতি এবং গত ফেব্রুয়ারির ব্যাপক বিধ্বংসী ভূমিকম্পের পর সরকারি অব্যবস্থাপনা এরদোয়ানের জয়ের পথে কাঁটা হবে বলে ধারণা করা হয়েছিল। তবে সব ধারণাকে মিথ্যা প্রমাণ করে গত রোববার দ্বিতীয় দফার ভোটে এরদোয়ান আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে তুরস্কের ক্ষমতায় বসলেন তিনি।
আরও খবর পড়ুন:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
২ ঘণ্টা আগেমানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। গতকাল নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
২ ঘণ্টা আগেআয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
৩ ঘণ্টা আগে