এবার ইউক্রেনের কৌশলগত শহর ভুলেদার দখল করে নিল রাশিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১৬: ৩৯
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৬: ৫৭

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ শহর ভুলেদার দখল করে নিয়েছে রাশিয়া। রুশ সেনাবাহিনী আজ বুধবার পাহাড়চূড়ায় অবস্থিত এই শহরটির নিয়ন্ত্রণ নেয়। আজ রাশিয়াপন্থী বেশ কয়েকজন সামরিক ব্লগার এই দাবি করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ব্লগারেরা দাবি করেছেন, পূর্ব ইউক্রেনের দোনেৎস্কে পাহাড়ি অঞ্চলে অবস্থিত এই শহরটি আজ রুশ বাহিনী দখল করে নিয়েছেন। গতকাল মঙ্গলবার দোনেৎস্কে রাশিয়া নিযুক্ত গভর্নর দাবি করেছিলেন, রুশ সেনারা ভুলেদারের কেন্দ্রে পৌঁছে গেছে। উল্লেখ্য, রাশিয়া ২০২২ সালে এক গণভোটের মাধ্যমে দোনেৎস্কে মস্কোর আওতায় নিয়ে নেয়। 

ভুলেদার শহরটি রাশিয়া ও ইউক্রেন উভয় বাহিনীর সেনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অবস্থান। কারণ, এখানে সরবরাহ হাব গড়ে তোলা গেলে, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ উভয় দিকেই সহজে পৌঁছানো যায়। ইউক্রেন দীর্ঘদিন ধরে শহরটি রক্ষা করে আসার চেষ্টা করে আসছিল। তবে এই দফায় শহরটি রাশিয়ার দখলে চলে গেল। বিশ্লেষকেরা বলছেন, এই শহর দখলের মধ্য দিয়ে পুরো দোনেৎস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। 

রাশিয়ার মূল ভূখণ্ড থেকে ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী একটি রেললাইনের খুব কাছে হওয়ার ভুলেদারের গুরুত্ব আরও বেশি। এই রেললাইন ক্রিমিয়াকে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত দনবাস অঞ্চলকে ক্রিমিয়ার সঙ্গে যুক্ত করেছে। এই বিষয়টি রাশিয়াকে বাড়তি সুবিধা দেবে। 

এর আগে, গত আগস্ট মাসের শেষ দিকে ইউক্রেনের আরও তিনটি গ্রাম দখলে নেওয়া দাবি করে রাশিয়া। সে সময় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক ও খারকিভ অঞ্চলে এই তিন গ্রাম দখল করেছে। 

রাশিয়ার দখল করা গ্রাম তিনটি হলো—দোনেৎস্ক ও পোকরোভস্ক শহরের মাঝামাঝি অবস্থিত নোভোজেলেন, খারকিভ অঞ্চলের সিঙ্কিভকা এবং দোনেৎস্কের কোস্তিয়ানতিনিভকা। ইউক্রেন রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে অভিযান শুরুর কয়েক সপ্তাহ পর এই গ্রামগুলো দখলের ঘোষণা দিল মস্কো।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত