অনলাইন ডেস্ক
মস্কোর একটি আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় জন্মগ্রহণকারী একজন মার্কিন নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস আজ মঙ্গলবার আদালতের নথির উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।
জিন স্পেক্টর নামের এই ব্যক্তি রাশিয়ায় জন্মগ্রহণ করেন। ২০২০ সালে তিনি গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সাবেক রুশ উপ-প্রধানমন্ত্রী আর্কাদি দর্কোভিচের সহকারী আনাস্তাসিয়া আলেক্সেইভাকে থাইল্যান্ড ও ডোমিনিকান প্রজাতন্ত্রে ছুটি কাটানোর জন্য একজনের সঙ্গে ঘুষের মধ্যস্থতা করেছিলেন। এই অভিযোগে আনাস্তাসিয়া আলেক্সেইভাকেও ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে ২০২১ সালে জিন স্পেক্টরকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে পুনর্বিচারের পরে সেই সাজা ছয় মাস কমানো হয়।
এরপর ২০২৩ সালের আগস্টে স্পেক্টরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির নতুন অভিযোগ আনা হয়। তবে এই মামলার বিস্তারিত প্রকাশ করা হয়নি এবং অভিযোগের সংবেদনশীলতার কারণে বিচার প্রক্রিয়া গোপণে অনুষ্ঠিত হয়।
জিন স্পেক্টর ১৯৭২ সালে লেনিনগ্রাদে (বর্তমানে সেন্ট পিটার্সবার্গ) জন্মগ্রহণ করেন এবং সোভিয়েত ইউনিয়নে বেড়ে ওঠেন। তিনি রাশিয়ায় ইয়েভগেনি মিরোনোভিচ নামে পরিচিত ছিলেন। পরে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন এবং পরিবার নিয়ে সেন্ট পিটার্সবার্গে ফিরে যান। প্লাস্টিকের চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী মেডপলিমারপ্রম নামক একটি কোম্পানির সিইও ছিলেন জিন স্পেক্টর।
এদিকে ২০২১ সালে জিন স্পেক্টরকে যখন প্রথম কারাদণ্ড দেওয়া হয় তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘তারা মনে করে না যে, স্পেক্টরকে অন্যায়ভাবে আটক করা হয়েছে।’
উল্লেখ্য, ২০২৪ সালে বেশ কয়েকজন মার্কিন নাগরিককে রাশিয়ায় দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে জিন স্পেক্টর প্রথম মার্কিন নাগরিক যাকে রাশিয়ায় সর্বোচ্চ মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অক্টোবরে মিশিগানের বাসিন্দা ৭২ বছর বয়সী স্টিফেন হাবার্ডকে ইউক্রেনের হয়ে ভাড়াটে সৈনিক হিসেবে যুদ্ধ করার অভিযোগে প্রায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। যুদ্ধক্ষেত্র থেকে বন্দী করা হয়েছিল তাঁকে।
জুলাই মাসে রুশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক রবার্ট উডল্যান্ডকে মাদক সংক্রান্ত অভিযোগে ১২ বছর ছয় মাসের কারাদণ্ড দিয়ে কঠোর নিরাপত্তাবেষ্টিত কারাগারে পাঠানো হয়।
একই মাসে, ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার প্রতিবেদক ইভান গার্শকোভিচকে সিআইএর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি ২০২৩ সালের মার্চে ইয়েকাতেরিনবার্গে কাজ করার সময় গ্রেপ্তার হন। তবে গত আগস্টে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে এক ঐতিহাসিক বন্দী বিনিময়ের মাধ্যমে তাঁকে মুক্তি দেওয়া হয়।
বিশ্লেষকেরা মনে করছেন, এই ঘটনাগুলো রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনকে স্পষ্ট করে তুলেছে।
মস্কোর একটি আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় জন্মগ্রহণকারী একজন মার্কিন নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস আজ মঙ্গলবার আদালতের নথির উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।
জিন স্পেক্টর নামের এই ব্যক্তি রাশিয়ায় জন্মগ্রহণ করেন। ২০২০ সালে তিনি গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সাবেক রুশ উপ-প্রধানমন্ত্রী আর্কাদি দর্কোভিচের সহকারী আনাস্তাসিয়া আলেক্সেইভাকে থাইল্যান্ড ও ডোমিনিকান প্রজাতন্ত্রে ছুটি কাটানোর জন্য একজনের সঙ্গে ঘুষের মধ্যস্থতা করেছিলেন। এই অভিযোগে আনাস্তাসিয়া আলেক্সেইভাকেও ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে ২০২১ সালে জিন স্পেক্টরকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে পুনর্বিচারের পরে সেই সাজা ছয় মাস কমানো হয়।
এরপর ২০২৩ সালের আগস্টে স্পেক্টরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির নতুন অভিযোগ আনা হয়। তবে এই মামলার বিস্তারিত প্রকাশ করা হয়নি এবং অভিযোগের সংবেদনশীলতার কারণে বিচার প্রক্রিয়া গোপণে অনুষ্ঠিত হয়।
জিন স্পেক্টর ১৯৭২ সালে লেনিনগ্রাদে (বর্তমানে সেন্ট পিটার্সবার্গ) জন্মগ্রহণ করেন এবং সোভিয়েত ইউনিয়নে বেড়ে ওঠেন। তিনি রাশিয়ায় ইয়েভগেনি মিরোনোভিচ নামে পরিচিত ছিলেন। পরে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন এবং পরিবার নিয়ে সেন্ট পিটার্সবার্গে ফিরে যান। প্লাস্টিকের চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী মেডপলিমারপ্রম নামক একটি কোম্পানির সিইও ছিলেন জিন স্পেক্টর।
এদিকে ২০২১ সালে জিন স্পেক্টরকে যখন প্রথম কারাদণ্ড দেওয়া হয় তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘তারা মনে করে না যে, স্পেক্টরকে অন্যায়ভাবে আটক করা হয়েছে।’
উল্লেখ্য, ২০২৪ সালে বেশ কয়েকজন মার্কিন নাগরিককে রাশিয়ায় দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে জিন স্পেক্টর প্রথম মার্কিন নাগরিক যাকে রাশিয়ায় সর্বোচ্চ মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অক্টোবরে মিশিগানের বাসিন্দা ৭২ বছর বয়সী স্টিফেন হাবার্ডকে ইউক্রেনের হয়ে ভাড়াটে সৈনিক হিসেবে যুদ্ধ করার অভিযোগে প্রায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। যুদ্ধক্ষেত্র থেকে বন্দী করা হয়েছিল তাঁকে।
জুলাই মাসে রুশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক রবার্ট উডল্যান্ডকে মাদক সংক্রান্ত অভিযোগে ১২ বছর ছয় মাসের কারাদণ্ড দিয়ে কঠোর নিরাপত্তাবেষ্টিত কারাগারে পাঠানো হয়।
একই মাসে, ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার প্রতিবেদক ইভান গার্শকোভিচকে সিআইএর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি ২০২৩ সালের মার্চে ইয়েকাতেরিনবার্গে কাজ করার সময় গ্রেপ্তার হন। তবে গত আগস্টে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে এক ঐতিহাসিক বন্দী বিনিময়ের মাধ্যমে তাঁকে মুক্তি দেওয়া হয়।
বিশ্লেষকেরা মনে করছেন, এই ঘটনাগুলো রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনকে স্পষ্ট করে তুলেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিশ্ব বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরই সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। ট্রাম্পের ব্যক্তিত্ব ও তাঁর আগের মেয়াদের শাসন নিয়ে কড়া সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত।
৭ ঘণ্টা আগেচীনের গ্রেট ওয়াল তার ২ হাজার বছরেরও বেশি সময়ের ইতিহাসে বহু ঘটনার সাক্ষী হয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো সার্বিয়ান শিল্পী মারিনা আব্রামোভিচ এবং জার্মান শিল্পী উলের মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনা।
৮ ঘণ্টা আগেভারতের স্থানীয় একটি আদালত সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) দলের প্রধান ও লোকসভার সদস্য আসাদউদ্দিন ওয়াইসিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সংসদে ‘ফিলিস্তিনপন্থী’ স্লোগান দেওয়ায় সংবিধান লঙ্ঘনের অভিযোগে এনে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
৯ ঘণ্টা আগেহায়াত তাহরির আল-শামের (এইচটিএস) বিদ্রোহীদের দ্বারা আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ফিরে গেছেন ২৫ হাজার সিরীয়। আজ মঙ্গলবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া দেশটির সরকারি সংবাদ সংস্থা আনাদোলুকে এ কথা জানান।
৯ ঘণ্টা আগে