অনলাইন ডেস্ক
রাশিয়ায় ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে উত্তর কোরিয়ার উদ্দেশে রওনা হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। স্থানীয় সময় গতকাল রোববার সব আনুষ্ঠানিকতা শেষে ট্রেনে চড়েন কিম। কিমের এই সফরে দুই দেশের মধ্যে কী চুক্তি হয়েছে বা আদৌ হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। তবে রাশিয়ে থেকে বেশ কিছু উপহার সামগ্রী নিয়ে উ.কোরিয়া ফিরছেন কিম।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ জানিয়েছে, বিদায় অনুষ্ঠানের পর কিম রাশিয়ার পূর্বের প্রাইমোরি অঞ্চল থেকে তাঁর বিশেষ ট্রেনে উত্তর কোরিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। এর আগে গত মঙ্গলবার রাশিয়ায় পৌঁছান কিম। চার বছরেরও বেশি সময় পর এই প্রথম বিদেশ সফর করেন কিম। এই সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি দেশটির প্রধান সামরিক স্থাপনা ও মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র পরিদর্শন করেছেন তিনি।
আরআইএ জানিয়েছে, রাশিয়ার পূর্বের প্রাইমোরি অঞ্চলের গভর্নর কিমকে কয়েকটি ড্রোন ও একটি বুলেটপ্রুফ জ্যাকেট উপহার দিয়েছেন। বুলেটপ্রুফ জ্যাকেটটি বুক, কাঁধ, গলা এবং কুঁচকির সুরক্ষা নিশ্চিত করবে। সাধারণ জ্যাকেটের থেকে এটি অনেক হালকা।
রুশ সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পাঁচটি কামিকাজে ড্রোন এবং একটি জেনার-২৫ ড্রোনও উপহার দেওয়া হয়েছে কিমকে। উপহারের তালিকায় আরও ছিল একটি বিশেষ পোশাক যা থার্মাল ইমেজিং ক্যামেরায় ধরা পড়বে না।
আরআইএর প্রতিবেদনে বলা হয়, গতকাল দিনের শুরুতে পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্তক ত্যাগ করেন কিম। সেখানে তিনি এয়ারফিল্ড এবং প্রশান্ত মহাসাগরীয় ফ্লিট ফ্রিগেট পরিদর্শন করেন বলে জানিয়েছে আরআইএ। প্রায় ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাশিয়ায় আসা কিমকে দেওয়া হয়েছে লাল গালিচা সংবর্ধনা। এই সফরে বেশির ভাগ সময় রুশ সামরিক স্থাপনা দেখেই সময় কাটিয়েছেন কিম জং উন।
বিদায়ী অনুষ্ঠানে কিম জং উনকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। এরপর ব্যক্তিগত ট্রেনে চড়েন কিম। আর্টিওম রেলওয়ে স্টেশনে তাঁকে বিদায় জানান রুশ কর্মকর্তারা।
এ দিকে কিমের এই সফরকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়া ও উত্তর কোরিয়ার ফের উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে পারে রাশিয়া, যা ব্যবহৃত হবে ইউক্রেন যুদ্ধে। তবে এই দাবি অস্বীকার করেছে মস্কো। তারা বলছে, দুই দেশের মধ্যে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি।
রাশিয়ায় ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে উত্তর কোরিয়ার উদ্দেশে রওনা হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। স্থানীয় সময় গতকাল রোববার সব আনুষ্ঠানিকতা শেষে ট্রেনে চড়েন কিম। কিমের এই সফরে দুই দেশের মধ্যে কী চুক্তি হয়েছে বা আদৌ হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। তবে রাশিয়ে থেকে বেশ কিছু উপহার সামগ্রী নিয়ে উ.কোরিয়া ফিরছেন কিম।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ জানিয়েছে, বিদায় অনুষ্ঠানের পর কিম রাশিয়ার পূর্বের প্রাইমোরি অঞ্চল থেকে তাঁর বিশেষ ট্রেনে উত্তর কোরিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। এর আগে গত মঙ্গলবার রাশিয়ায় পৌঁছান কিম। চার বছরেরও বেশি সময় পর এই প্রথম বিদেশ সফর করেন কিম। এই সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি দেশটির প্রধান সামরিক স্থাপনা ও মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র পরিদর্শন করেছেন তিনি।
আরআইএ জানিয়েছে, রাশিয়ার পূর্বের প্রাইমোরি অঞ্চলের গভর্নর কিমকে কয়েকটি ড্রোন ও একটি বুলেটপ্রুফ জ্যাকেট উপহার দিয়েছেন। বুলেটপ্রুফ জ্যাকেটটি বুক, কাঁধ, গলা এবং কুঁচকির সুরক্ষা নিশ্চিত করবে। সাধারণ জ্যাকেটের থেকে এটি অনেক হালকা।
রুশ সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পাঁচটি কামিকাজে ড্রোন এবং একটি জেনার-২৫ ড্রোনও উপহার দেওয়া হয়েছে কিমকে। উপহারের তালিকায় আরও ছিল একটি বিশেষ পোশাক যা থার্মাল ইমেজিং ক্যামেরায় ধরা পড়বে না।
আরআইএর প্রতিবেদনে বলা হয়, গতকাল দিনের শুরুতে পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্তক ত্যাগ করেন কিম। সেখানে তিনি এয়ারফিল্ড এবং প্রশান্ত মহাসাগরীয় ফ্লিট ফ্রিগেট পরিদর্শন করেন বলে জানিয়েছে আরআইএ। প্রায় ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাশিয়ায় আসা কিমকে দেওয়া হয়েছে লাল গালিচা সংবর্ধনা। এই সফরে বেশির ভাগ সময় রুশ সামরিক স্থাপনা দেখেই সময় কাটিয়েছেন কিম জং উন।
বিদায়ী অনুষ্ঠানে কিম জং উনকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। এরপর ব্যক্তিগত ট্রেনে চড়েন কিম। আর্টিওম রেলওয়ে স্টেশনে তাঁকে বিদায় জানান রুশ কর্মকর্তারা।
এ দিকে কিমের এই সফরকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়া ও উত্তর কোরিয়ার ফের উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে পারে রাশিয়া, যা ব্যবহৃত হবে ইউক্রেন যুদ্ধে। তবে এই দাবি অস্বীকার করেছে মস্কো। তারা বলছে, দুই দেশের মধ্যে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভোগ্য পণ্যের বাজারে মূল্যস্ফীতি চলছে বেশ কিছু দিন হলো। বর্তমানে পরিস্থিতি অনেকটাই সহনীয় হয়ে এলেও দেশটির ডিমের বাজারে যেন আগুন লেগেছে। আর এই বাজার নিয়ন্ত্রণে খোদ মার্কিন প্রেসিডেন্ট ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেরাষ্ট্রীয় সফরে রাশিয়া গেছেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং। এই সফরের আগে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ৬টি জ্যান্ত হাতি উপহার দেন। বৈঠকে এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পুতিন। তবে বিশ্লেষকেরা এই ‘হস্তী কূটনীতিকে’ ব্যয়বহুল প্রকল্পের কূটনীতির স্মারক হিসেবে...
২ ঘণ্টা আগেআরব বিশ্বের দেশগুলোর নেতারা ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত হয়ে যাওয়া ফিলিস্তিনি ভূখণ্ড গাজা পুনর্গঠনের জন্য ৫৩ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনা অনুমোদন করেছেন। ভবিষ্যতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) অধীনে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাকে ‘মধ্যপ্রাচ্যের
২ ঘণ্টা আগে‘অবৈধ বিক্ষোভ’ করবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সেসব স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয়ে ফেডারেল তহবিল বন্ধ করবে ট্রাম্প প্রশাসন। ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে এ তথ্য। গতকাল মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যম...
৩ ঘণ্টা আগে