Ajker Patrika

পার্লামেন্টে পর্নোগ্রাফি দেখার অভিযোগ

অনলাইন ডেস্ক
পার্লামেন্টে পর্নোগ্রাফি দেখার অভিযোগ

ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্সে বসে পর্নোগ্রাফি দেখার অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের একজন পার্লামেন্ট সদস্যের বিরুদ্ধে। ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের একটি বৈঠকে এই অভিযোগ তোলা হয়েছে। বৈঠকে বেশ কয়েকজন ব্রিটিশ নারী এমপি যৌন হয়রানির ঘটনার কথা শোনান। 

তবে অভিযুক্ত ওই ব্রিটিশ পার্লামেন্ট সদস্যের নাম এখনো প্রকাশ্যে আসেনি। তবে একজন নারী মন্ত্রী জানিয়েছেন, তিনি ওই পার্লামেন্ট সদস্যকে পর্নোগ্রাফি দেখতে দেখেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে এই ঘটনা ঘটে। একটি নির্বাচন কমিটির শুনানির সময় ঘটনাটি ঘটে।

 ব্রিটিশ পার্লামেন্টের আরেকজন নারী পার্লামেন্ট সদস্য বলেছেন যে তিনি ও ব্যক্তিকে অন্য সময়ে পর্নোগ্রাফি দেখতে দেখেছেন। তখন এটির একটি ছবি তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু তা করতে ব্যর্থ হন। 

ব্রিটিশ কনজারভেটিভ পার্টি সদস্য পলিন ল্যাথাম বিবিসিকে বলেছেন, ওই বৈঠকে থাকা পার্লামেন্ট সদস্যরা এই ঘটনা শুনে বিস্মিত হয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে ওই পার্লামেন্ট সদস্যের তাঁর পদ হারাতে পারেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত